নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Michael Rema

Michael Rema › বিস্তারিত পোস্টঃ

বাচ্চার যত্নে কয়েকটি টিপস!

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

পৃথিবীর সবথেকে নিরীহ প্রাণীর তালিকায় রাখা হয় মানুষের বাচ্চাকে। আর নিরীহ বলেই, ছোট বেলায় একটা বচ্চা নিজে নিজে কিছুই করতে পারেনা। প্রয়োজন পরে পিতামাতার সাহায্য। আর পিতামাতা হিসেবে সন্তানেই যত্নকে সাহায্য করা বলেন। এটা পিতামাতা হিসেবে সন্তানের প্রতি ভালবাসারই একটি বহিঃপ্রকাশ। একটি বচ্চা নানারকম দুষ্টুমিতে পুরো ঘর মাতিয়ে রাখে, এবং পরিবারের সবার কাছ থেকে অনেক ভালবাসা পায়। তবে, মনে রাখবেন মায়ের চাইতে মাসির দরদ বেশি' এমনটা যেন না হয়। বাচ্চাকে সুস্থ্য এবং সুন্দর রাখতে, মা-বাবাকেই সবার আগে এগিয়ে আসতে হবে। তাহলে চলুন দেখে নিন, আপনার আদরের বাচ্চাকে যত্ন রাখার কয়েকটি টিপস।



হালকা গরম পানিতে গোসল করানো
বাচ্চাকে হালকা গরম পানিতে গোসল করবেন। তবে, এ বিষয়টি খেয়াল রাখবেন, বাচ্চার মাথা যখন ধোয়াবেন, তখন যাতে বেশি গরম পানি দিয়ে ধুয়ে না ফেলেন। বেশি গরম পানি দিয়ে মাথা ধোওয়ার কারণে চুল পড়ার সম্ভাবনা বেশি থাকে এবং খুসকি হওয়ারও সম্ভাবনা বেশি থাকে।

মানসম্মত ডায়াপার ব্যবহার
ছোট বাচ্চার ত্বক যেহেতু অনেক সংবেদনশীল, সেক্ষেত্রে বাচ্চার জন্য ভালো এবং মানসম্মত ডায়াপার ব্যবহার ব্যবহার করতে হবে। কারণ, নিম্নমানের ডায়াপারগুলো, কম শোষণক্ষমতাসম্পন্ন হওয়ার কারণে বাচ্চার ডায়াপার স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে, এবং ত্বকে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই, বাচ্চার জন্য প্রয়োজন মানসম্মত ডায়াপার ব্যবহার। প্রতিবার ডায়াপার পরিবর্তনের সময় হালকা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিন, এবং মাঝে মধ্যে খোলা বাতাসে রেখে দিন, যাতে করে বাচ্চার ত্বক শুষ্ক থাকে।

৪ ঘন্টা পর পর ডায়াপার পরিবর্তন
বাচ্চাকে দীর্ঘসময় ধরে ডায়াপার পরিয়ে রাখা উচিত হবেনা। যত দ্রুত সম্ভব অপরিষ্কার ডায়াপার পাল্টে ফেলা। বাচ্চার জন্যে দীর্ঘমেয়াদি কিছু ব্যবহার করা থেকে বিরত থাকুন। বেশি সময় ধরে ডায়াপার-এ প্রস্রাব পায়খানা জমে থাকলে বাচ্চার ত্বকে সমস্যা দেখা দিবে। এবং বচ্চা দিনে রাতে সবসময় অস্বস্তিতে ভোগে কান্নাকাটি করবে। তাই, বাচ্চার এমন সমস্যা সমাধানের একটাই উপায় আছে, সেটা হচ্ছে ভালোমানের ডায়াপার ব্যবহার, এবং সময়মতো ডায়াপার পরিবর্তন।

তাই, পিতামাতা হিসেবে বাচ্চার সঠিক যত্ন নিলে আপনাদের সন্তান ভালো থাকবে, এবং আপনার বচ্চা পাবে একটি সুন্দর ভবিষ্যৎ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

যোখার সারনায়েভ বলেছেন: জেনে রাখলাম ! ২০২০ তে কাজে লাগতে পারে!!

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

Michael Rema বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লিখেছেন। :)

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

Michael Rema বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: জানলাম।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

Michael Rema বলেছেন: আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.