নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকলে বড় হবো....

চারাগাছ

চারাগাছ একদিন ডালপালা ছড়াবে.....

চারাগাছ › বিস্তারিত পোস্টঃ

কাজী ফাতেমা ছবি আপা আমার ব্লগ দেখতে এসেছিলেন....

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৫


এক ঘন্টার হয়ে গেল ব্লগে আছি। রেজিস্ট্রেশন করেই ব্লগার নতুনের পোষ্ট পড়ে মন্তব্য করলাম। চমৎকার ছবি ব্লগ। ওখানে উনার মেয়ের ছবি আছে একটাতে। জানলাম উনার দুটো রাজকন্যা। দুটো জান্নাত।

ব্লগার সোনাবীজ, অথবা ধুলোছাইয়ের অসাধারণ কবিতা পড়লাম। সাধারণত কবিতা পড়া হয় না। শহর, রাস্তা, অলিগলি, সিগন্যাল আমার পড়তে ভালো লাগে বিধায় কবিতাটা টেনেছে। উনি আমার চারাগাছ নিকে সুকান্তর কবিতার কথা মনে করিয়ে দিয়েছেন।

ব্লগার রাজীব নুর বিখ্যাত আবু ইসহাক কে নিয়ে লিখেছেন। আবু ইসহাক কে আমি পাঠ্যবইয়ে পড়েছিলাম 'জোঁক ' গল্পে। ওখানেই উনার জিত চিনেছিলাম। ঐ পোস্টে আমি মন্তব্য করে এসেছি। দেখা যাক পোষ্টদাতা কি প্রতিউত্তর পাঠান।


ব্লগার শূন্য সারমর্ম লিখেছেন ব্লগীয় গোপনীয়তা নিয়ে। আমি মনে করি বিভিন্ন ক্ষেত্রে গোপনীয়তা প্রয়োজন। সেই ক্ষেত্রে ব্লগ নিক এবং ব্লগের বিষয়বস্তু কাউকে না জানানোই ভালো।


ব্লগার রানার ব্লগ লিখেছেন শিরোনামহীন নামে কবিতা। সেখানে নিয়ে আমাদের বন্দীদশার কথা বলেছেন। যেখানে যেটা হবার নয় সেটা কেমন অজান্তেই হয়ে যাচ্ছে। ঠিক যেন নাচের পুতুলের মত নেচে চলেছি।


ব্লগার নীলসাধু মানুষকে মানুষের পাশাপাশি থাকা নিয়ে লিখেছেন। লিখেছেন মানুষকে এগিয়ে আসার জন্য। তাহলেই নাকি হবে।


কয়েকটা ব্লগারের লেখা পড়ে নিজ ঘরে ফিরে এসে দেখি কাজী ফাতেমা ছবি আমার ব্লগ ঘুরে গেছেন। এসে কিছুই পাননি। কারণ কোন কিছুই লেখা হয়নি । কোন পোষ্ট নেই।
ব্লগার ফাতেমা ছবির ব্লগে গিয়ে অবাক হলাম। কবিতা আর ছবি। ছবি আর কবিতা!



আপাতত এখানেই শেষ করছি। পোষ্ট পড়ছি। মন্তব্য করছি।
এই পোষ্টটার বিশেষ কোন উদ্দেশ্য নেই। তবে ব্লগার ছবি আপার মত কেউ যেন খালি হাতে ফিরে না যান মানে মন্তব্য যেন করে যেতে পারেন।


ধন্যবাদ। সকলকে।


-----‐----

চারাগাছ একদিন ডালপালা ছড়াবে।
বেঁচে থাকলে বড় হবে।
মহীরুহ হবে।





মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫০

গেঁয়ো ভূত বলেছেন: শুভকামনা।

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪০

চারাগাছ বলেছেন:
গেঁয়ো ভূত,
আপনাকে ধন্যবাদ। আপনাকে মনে রাখবো।

২| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ ব্লগিং, শুভ কামনা। ভালো থাকুন সবাইকে নিয়ে।

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৩

চারাগাছ বলেছেন:
আপনিও ভাল থাকবেন। ছবি কবিতায়, ব্লগিংয়ে।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:২৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ব্লগে স্বাগতম !

শুভ কামনা রইল ! চারাগাছ বড় হোক , ডালপালা ছড়াক , তবে বনসাই না হোক (হাঃ হাঃ হাঃ) !

১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৩

চারাগাছ বলেছেন:
ধন্যবাদ নির্ঘোষ,
আমি আপনাকে পড়ছি। নজর কেড়েছেন।
ভালো থাকবেন।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:৪৮

সোনাগাজী বলেছেন:



স্বাগতম।
আপনি বর্তমানে কি করছেন?

১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৬

চারাগাছ বলেছেন:
অনেক ধন্যবাদ।
আমি মুলত পাঠক।পড়বো , মন্তব্য করার চেষ্টা করবো। লেখার চেষ্টা করবো।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৪

জুল ভার্ন বলেছেন: স্বাগতম।

১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৭

চারাগাছ বলেছেন:
ধন্যবাদ জুল ভার্ন। ব্লগে এসে শুভকামনা জানানোর জন্য।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

শায়মা বলেছেন: চারাগাছে রোজ পানি দিতে হয়।

আর ব্লগে প্রথম প্রথম রোজ রোজ লিখতে হয়। :)

১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

চারাগাছ বলেছেন:
বিজ্ঞ ব্লগার,
চারাগাছের পরিচর্যার দ্বায়িত্ব কিন্তু আপনাদের।
ধন্যবাদ।

৭| ১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: আর কতদিন চারাগাছ থাকবেন। ডালপালা মেলুন। সাথেই আছি।

১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৩

চারাগাছ বলেছেন:
চারাগাছের পরিচর্যা দরকার।

৮| ১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৪

নীল আকাশ বলেছেন: স্বাগতম।

১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৪

চারাগাছ বলেছেন:

আপনাকে অভিনন্দন।

৯| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগে স্বাগতম। আশা করি একদিন ডালপালা মেলে বিশাল মহিরুহ হবেন। যার ছায়া ব্লগে প্রশান্তি দেবে।

২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৮

চারাগাছ বলেছেন:
অনেক ধন্যবাদ।
যার ছায়া ব্লগে প্রশান্তি দেবে। ভালো বলেছেন।

১০| ২৩ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩০

রানার ব্লগ বলেছেন: চাড়াগাছে পানি দিয়ে দ্রুত ডালপালা ছড়িয়ে দিন । আশাকরি এই চাড়াগাছ একদিন মহীরুহ হয়ে উঠবে ।

২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৯

চারাগাছ বলেছেন:
হা হা হা আগে শিকড় শক্ত করতে হবে!
ধন্যবাদ রানার ব্লগ।

১১| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

শুভকামনা।

২৮ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৫

চারাগাছ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ সৌরভ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.