নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকলে বড় হবো....

চারাগাছ

চারাগাছ একদিন ডালপালা ছড়াবে.....

চারাগাছ › বিস্তারিত পোস্টঃ

ব্লগে কবিতা পড়তে ভালোই লাগে....

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৭



ব্লগে বিচরণ করছি। পড়ছি। ভাবছি। মন্তব্য করছি। ইদানিং বেশ আগ্রহ জমছে কবিতা পড়তে। গত দুদিনের কিছু কবিতা মনে ধরেছে। সেই তাগিদেই লিখা।
ব্লগে অনেকেই চমৎকার সব কবিতা লিখেন। আজ কয়েকটা কবিতা উল্লেখ করছি।


ব্লগার মৌন পাঠক ভীষণ অভিমান আর ক্রোধ নিয়ে রবের কাছে প্রেমিকার নামে নালিশ জানিয়েছেন। তিনি ঠিক করেছেন বান্ধব শবে পরিণত হলেও তিনি হিসাব নিবেন। সাধক উকিল মুন্সীর গানে ত্রিভুবনের বিচার এর জন্য অপেক্ষা করেছেন। বান্ধবের জন্য উনার বুকেও ক্ষত জমা ছিল। সেই ক্ষত থেকেই গান হয় , কবিতা হয়।


এই নাগরিক যান্ত্রিক জীবনযাপন অনেক কিছুই ভুলতে শেখায়। যখন মুহূর্তের অবসর আসে তখন তার জীবনের যাবতীয় পর্যালোচনা মাথায় ভিড় করে , ভাবায়। এই মুহূর্তের অবসরই ট্র্যাফিক সিগন্যাল। এই ট্র্যাফিক সিগন্যালে সঠিক সিদ্ধান্ত হয়তো অনেক কিছু ফিরিয়ে দিতে পারে। ব্লগার স্বপ্নবাজ সৌরভ সম্ভবত এমনটায় বলেছেন কবিতায়। কবিরা রূপক ব্যবহার করে।
ট্র্যাফিক সিগন্যাল , টাইডাই পাঞ্জাবির প্রক্রিয়া আমার কাছে রূপক বলেই মনে হয়েছে।


'যে ব্যালকনিতে দাঁড়িয়ে তুমি চুল শুকাতে শুকাতে
নিতান্ত অবহেলায় অর্কিডের যে পাতা তুমি ছিড়ে ফেলে দিতে'

ব্লগার রানার ব্লগ দারুন কবিতা লিখেন। আমি যে কবিতা নিয়ে বলতে চাইছি সেটার দুই লাইন উল্লেখ্য করেছি। কবিতায় সহজ ভাবেই বোঝা যায় বক্তব্যটা কোন এক ছেলের অথবা কবির।
এর পরেও কবিকে মন্তব্য রেখেছিলাম -
আহবান কার ?
ছেলের না মেয়ের ?

আমার কেন জানি মনে হয় নিদারুন আকুলতা আর আহবান শুধু মাত্র মেয়ের তরফ থেকেই আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের--
'' যদি আর-কারে ভালোবাস
যদি আর ফিরে নাহি আস
তবে তুমি যাহা চাও, তাই যেন পাও
আমি যত দুখ পাই গো ''
হাজারো পুরুষ কণ্ঠে এই গান প্রতিষ্ঠিত হলেও আমি কেন জানি এটাকে ছেলেদের আকুতি বলে মেনে নিতে পারিনা। তবে কবিরা নিমেষেই লিখে ফেলতে পারে। ব্লগার রানার ব্লগ পেরেছেন উনার কবিতায়।

ব্লগার সাজিদ শুভ শোকের উচ্চারণ করেছেন তার কবিতায়।
এখানে রয়েছে দুজনার মাঝখানে দূরুত্ব। তবে সেই দুরুত্ব নিমেষেই শূন্যে মিলাতে পারে। যেদিন সময় আসবে , আলো আসবে। দুরুত্ব কমিয়ে দুজনেই শান্ত হবে। শুধু মাত্র সঠিক সময়ের ব্যাপার।

ব্লগের ডাকসাইটে কবি সেলিম আনোয়ার। তার কবিতায় শীত শেষে বসন্ত আসছে। খানিক দুরুত্ব ঘুঁচে মিলন সন্ধিক্ষণের আয়োজন যেন।
সহজ , সরল ভাষা আর শব্দে নির্মলতা উপভোগ করা যায় এই কবিতায়।



ব্লগার মিশু মিলন অশ্লীন দৃশ্য লিখেছেন ছয় লাইনে।
এই ছয় লাইন নিয়ে লিখতে পুরো একটা পোস্ট লিখতে হতো।
বইমেলা উদ্বোধন করেছে কে ?
রাজনৈতিক ব্যক্তির দ্বারা একটি অশ্লীন দৃশ্যপট অবতরণ হয়েছে আবারো।
কিন্তু কেন ?
মাত্র কয়েক লাইনে আপনি এর উত্তর পেয়ে যাবেন। আপনাকে ভাবাবে।


আজ আর পোস্ট বড় করবো না। এখানেই শেষ করছি। এমনিতে কবিতা পড়া হয় না। ব্লগে পড়ছি। খারাপ লাগছে না।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০২

রানার ব্লগ বলেছেন: যা ইচ্ছা তাই পড়ুন তবে যাই পড়বেন তা আনন্দ নিয়ে পড়বেন !! দেখবেন পড়তে ভালো লাগছে ! এক সময় আমি গল্পের বই পড়তাম বিশাল এক আনন্দের ভান্ডারের খোঁজে এখন আনন্দ পাই না তাই পড়ি না !! আর আমাকে আপনার চিন্তার এক কোনায় আশ্রয় দেবার জন্য কৃতজ্ঞ !!!

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৬

চারাগাছ বলেছেন:
আনন্দ না পেলে অনেক লেখায় আধখাওয়া করে রেখে দেই।
আবার অনেক লেখা আনন্দ না নিয়েও পড়ে ফেলি।
ধন্যবাদ জানায় মন্তব্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.