নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকলে বড় হবো....

চারাগাছ

চারাগাছ একদিন ডালপালা ছড়াবে.....

চারাগাছ › বিস্তারিত পোস্টঃ

কাউকে আমি চিনি না আবার বোধহয় চিনি.....

২৫ শে জুন, ২০২৩ রাত ৩:৩৮



তিনটা পয়তাল্লিশ। আমি বাস থেকে নেমে দাঁড়িয়ে আছি ঢাকা সিটি কলেজের সামনে। গন্তব্য স্টার কাবাব। হেঁটে গেলে তিন মিনিট লাগবে।
আজ বিকালে ওখানে আমাদের খাওয়ার কথা। বাসে থাকা অবস্থায় ঝিনুক বেশ কয়েকবার কল করেছে। টের পাইনি তাই রিসিভ করা হয়নি।
মোবাইলের স্ক্রিনে বেশ কয়েকটি মিসড কল উঠে আছে। কল ব্যাক করবো সেই উপায় নেই। ব্যালেন্স শেষ। খুব বাজে ধরনের উদাসীনতা এটা। ফ্লেক্সিলোড দিতে হলে রাস্তার ঐপাশে যেতে হবে। রাস্তা ক্রস করলেই ফ্লেক্সিলোডের দোকান। ঝিনুক হয়তো অনেকক্ষণ ধরেই বসে আছে । কে জানে আমার প্রিয় ঝাল ফ্রাই আর কাবাবের অর্ডার দিয়েও দিয়েছে কিনা। হুট করে কাবাবের গন্ধ আমার নাকে লাগলো। এতো দুরে কি গন্ধ আসার কথা? খিদেটাও চনমন করছে।


আমি রাস্তা ক্রস করছি। আচমকা কেউ একজন আমার গায়ের উপর এসে পড়লো। পরক্ষণেই আমি উঠে দাঁড়ালাম। ছোটখাটো একটা ঝটলা। সামনে মেগাসিটি বাস দাঁড়িয়ে আছে। থামানো হয়েছে। আমাকে যে ধাক্কা দিয়েছিল সে রাস্তায় পড়ে আছে। তার শার্ট রক্তে ভেজা। উৎসুক জনতা বাস ভাঙচুর করার জন্য তৈরী হচ্ছে। আমি আর দাঁড়ালাম না। এর মধ্যে ঝিনুকের দুটা মিসড কল উঠে আছে। এইবারো রিসিভ করতে পারলাম না। মোবাইল রিচার্জ না করেই স্টার কাবাবের দিকে হাঁটা শুরু করলাম। মেয়েটা অনেকক্ষণ ধরে বসে আছে।

যা ভেবেছিলাম তাই। কাঁচে ঘেরা রুমের একপাশে ঝিনুক কে দেখা গেলো। তার সামনে কাবাব আর ঝাল ফ্রাই রাখা। সে আনমনে আমার জন্য অপেক্ষা করছে । আমি এগিয়ে গেলাম। আনমনে থাকার কারণে সে হয়তো আমাকে খেয়াল করেনি। আমি চেয়ারে বসলাম। ঝিনুক আমার দিকে তাকিয়ে আছে। আমি হেসে কিছু বলতে যাবো। এই সরি টরি জাতীয় কিছু। কিন্তু কেন জানি কিছুই বলতে পারলাম না। হঠাৎই বিষন্ন হতে শুরু করলাম। ঝিনুকের কাজল টানা চোখ আরো বিষন্ন করে তুললো।
সামনে রাখা কাবাব আর ঝাল ফ্রাইয়ের খিদে চনমনে গন্ধও নাকে এলো না। আসলে কোন গন্ধই আমি পেলাম না।
আমি মারা গেছি সেটা বুঝতেও অনেকক্ষণ সময় লাগলো।




ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২৩ ভোর ৫:৩২

হাসান জামাল গোলাপ বলেছেন: ভালো লিখেছেন, এই বাক্যটি ঠিক করে দেবেন, "আমাকে যে ধাক্কা দিয়েছিল সে হয়তো রাস্তায় পড়ে আছি।"

২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

চারাগাছ বলেছেন:
ঠিক করেছি। 'হয়তো' কেটেছি আর 'আছে' করেছি।
অনেক ধন্যবাদ আপনাকে।

২| ২৫ শে জুন, ২০২৩ সকাল ৭:০৬

মিরোরডডল বলেছেন:




সে হয়তো রাস্তায় পড়ে আছি। তার শার্ট রক্তে ভেজা।

এটুকু পড়তেই বুঝলাম গাড়িচাপায় সে নিজেই মারা গেছে।

আমি আর দাঁড়ালাম না।

এই আমি আর কেউ নয়, তার আত্মা।

আচ্ছা চারাগাছ, আমার খুব জানতে ইচ্ছে করে যে চলে যায়, সে কি সত্যি গোস্ট মুভির প্যাট্রিকের মতো দেখতে পায়!!!

দুদিন আগে আমার পরিবারের আকাশ থেকে তৃতীয়বারের মতো ঝরে গেলো আরো একটি নক্ষত্র।
সে কি দেখতে পাচ্ছে তাকে হারানোর যে কষ্ট গ্রিভস স্যাডনেস !!!!!!

Death is all about missing, a hollowness.
যে চলে যায় তার মাঝেও প্রিয়জনদের ছেড়ে যাবার একটা কষ্ট, আর আমরা যারা থেকে যাই we miss dead loved ones and carry this pain for the rest of our lives.

সত্যিই জানতে ইচ্ছে করছে সে কি দেখতে পাচ্ছে যে তার এই অকস্মাৎ চলে যাওয়ায় শুভাকাংখীদের পাঠানো সাদা গোলাপে ভরে যাচ্ছে আমার বাসার লাউঞ্জ!!!!


২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯

চারাগাছ বলেছেন:
আমার ধারণা দেখতে পায়। বলতে কথা বলে কিন্তু তার কথা কেউ শুনতে পারে না।
খুব ভয়ঙ্কর ব্যপার মিরোর।

বাঁচাতে আশা ছেলেটার একটা গল্প হতে পারতো। তারজন্য কেউ অপেক্ষা করছে। একদিন আর করবে না।
কিন্তু যে চলে গেছে তার অপেক্ষার অবসান নেই।


ধন্যবাদ মিরোরডডল কে।

০১ লা জুলাই, ২০২৩ রাত ৩:১৪

চারাগাছ বলেছেন:
গান এড করতেই ভুলে গেছিলাম।

৩| ২৫ শে জুন, ২০২৩ সকাল ৮:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার গল্পে লাস্ট লাইন বা লাস্ট প্যারাটা সবসময়ই বড়ো তাৎপর্যপূর্ণ, ওখানেই পাঞ্চলাইনটা বসিয়ে দেন এবং পাঠক চমকে যেতে ও চমৎকৃত হতে বাধ্য। ছোট্ট লেখা, কিন্তু খুবই সুন্দর।

২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০০

চারাগাছ বলেছেন:
এমন লেখা বেশি দূর আগানো যায়না।
আপনি বরাবর উৎসাহ দেন। ভালো লাগা জানান।
ধন্যবাদ দেবো সেইজন্য।

৪| ২৫ শে জুন, ২০২৩ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: ওরে বাবারে-----

২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০১

চারাগাছ বলেছেন:
রাজীব নুর,
ব্যাপার টা মর্মান্তিক। ভয়াবহ।

৫| ২৫ শে জুন, ২০২৩ বিকাল ৪:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


অন্য কোনো ব্লগারের গন্ধ পাওয়া যাচ্ছে।

২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০২

চারাগাছ বলেছেন:
আপনি আমাকে বিপদে ফেলতে চাইছেন কি?

৬| ২৫ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৮

শেরজা তপন বলেছেন: গল্পটা পড়ে মিরোর আপুর মত 'গোস্ট' ফিল্মে প্যাট্রিক সোয়েজের কথা মনে পড়ল।

২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

চারাগাছ বলেছেন:
ঠিক বলেছেন।
ব্যাপারটা অমনই।

৭| ২৫ শে জুন, ২০২৩ রাত ৮:৩৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দারুণ লিখেছেন চারা !!

মনে হয় আপনার বিটপী হবার সময় এসে গেছে !! চালিয়ে যান এমন লিখা আরও আরও অবরিত !!

২৬ শে জুন, ২০২৩ সকাল ৮:২৭

চারাগাছ বলেছেন: ধন্যবাদ নির্ঘোষ,
ভালো লাগাতে পেরে ভালো লাগছে।
ব্লগার বিটপী কে অনেকদিন দেখি না।

০১ লা জুলাই, ২০২৩ রাত ৩:১৫

চারাগাছ বলেছেন:
একটা গান এড করতেই ভুলে গেছিলাম।

৮| ২৫ শে জুন, ২০২৩ রাত ৮:৪৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মিরোরডডলের কথাটা শুনে কষ্ট পেলাম ।

আমিও ঘোস্ট মুভিটা দেখেছি । তবে আমার মনে হয় না আসলে আমাদের প্রিয়জন আর আমাদের দেখতে পায় । তবে এটা ঠিক তারা সেই বেদনা নিয়ে আমাদের ত্যাগ করে যতটা বেদনা আমরা পাই যখন তিনি আমাদের ত্যাগ করেন ।

আসলে আমরা সবটুকু জানতে পারি না । আমরা কেবল কষ্টটা নিয়েই বাঁচতে পারি , প্রিয়জন হারানোর কষ্ট নিয়ে আমাদের থাকতে হয় । প্রিয়জন কেমন আছেন তারা আমরা আর জানতে পারি না !! যদি পারতাম তবে মনে হয় না প্রিয়জনরা কখনওই মারা যেত কিংবা আমাদের থেকে হারিয়ে যেত !!

২৬ শে জুন, ২০২৩ রাত ১০:১৪

চারাগাছ বলেছেন:
আপনার আর মিরোরডডল এর উপলব্ধি অনুভূতি নিয়ে পোষ্ট লেখা যায়।
কেউ নিশ্চয়ই পারবে।

নির্ঘোষ কে পুনরায় ধন্যবাদ।

৯| ২৬ শে জুন, ২০২৩ রাত ৩:০৩

কাছের-মানুষ বলেছেন: গল্পটি চমৎকার। আমি অফলাইনে পড়েছিলাম। অল্প কথায় ভাল লিখেছেন।

২৬ শে জুন, ২০২৩ রাত ১০:১৫

চারাগাছ বলেছেন: অফলাইনে পড়ে মন্তব্য করার জন্য অনলাইন হলেন।
অনেক ধন্যবাদ কাছের-মানুষ আপনাকে।

১০| ২৬ শে জুন, ২০২৩ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।
পাঠককে চমকে দিতে পেরেছেন।

২৭ শে জুন, ২০২৩ রাত ৩:৩৬

চারাগাছ বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব।
কাবাবের গন্ধ না পেয়ে আমিও চমকে গিয়েছিলাম।

১১| ২৭ শে জুন, ২০২৩ সকাল ৯:৪৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কেউ নিশ্চয়ই পারবে।

আপনি কেন নন !! লিখে ফেলুন একটি !!!

২৭ শে জুন, ২০২৩ দুপুর ১:২৩

চারাগাছ বলেছেন: গভীর অনুভূতি নিয়ে লিখতে সবাই পারে না।

১২| ০২ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আহা!! এমন দিনগুলি দ্রুত চলে যায়। লেখা ভালো হয়েছে।

১৪ ই জুলাই, ২০২৩ ভোর ৪:৩০

চারাগাছ বলেছেন:
অনেক ধন্যবাদ জানাই।

১৩| ০৪ ঠা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

মিরোরডডল বলেছেন:




গানটা শুনেছি চারাগাছ, ভালো লেগেছে।
চাই, আবার চাই না, এই করেইতো পার করে দিচ্ছি একজীবন।



১৪ ই জুলাই, ২০২৩ ভোর ৪:৩১

চারাগাছ বলেছেন:
হ্যাঁ কনফিউশন!

মিরোরডডল কেমন আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.