নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকলে বড় হবো....

চারাগাছ

চারাগাছ একদিন ডালপালা ছড়াবে.....

চারাগাছ › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধেয় সোনাগাজী আপনি ঠিকই বলেছিলেন.....

০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৫



বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলন চলছে। সাইন্স ল্যাব থেকে উত্তরা কোথাও বাদ নেই। পেপার আর টিভি খুললেই দেখা যায় আজকের টুকরো ছবি। শ্রমজীবীরাও ছাত্রদের সাথে রাস্তায়, আছেন অভিভাবক, ডাক্তার, শিল্পী, আইনজীবি। যেই রিক্সাওয়ালার ছেলে মারা গিয়েছিল সেই রিক্সাওয়ালাও হয়তো আছে। হয়তো একা নন দলবল সহকারেই আছে।

ইসিবি চত্বরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন শিক্ষকেরা।ধানমন্ডির আবাহনী মাঠের সামনে শিল্পীদের ব্যতিক্রম প্রতিবাদে সাড়া দিচ্ছে সাধারণ জনতা।

ওবায়েদূল কাদের চৌধুরী বলেছেন 'ছাত্রদের সাথে সরকারের বিরোধ নেই। '

ছয় সমন্বয়ক বিবৃতি বলেছে ডিবি হেফাজতে থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় দিইনি। সাইন্স ল্যাব থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে।

শ্রদ্ধেয় সোনাগাজী আপনি ঠিকই বলেছিলেন। এরা 'সাধারণ ছাত্র' না। আপনি একদম ঠিক। এরা 'অসাধারণ'।

মন্তব্য ২৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:



আপ'নি যোগ না'দেয়া অবধি আন্দোলন কিন্তু পরিপুর্ণতা পাবে না; দেখিয়েন, যেন নন্দলাল না'হয়ে যান আবার।

০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৭

চারাগাছ বলেছেন:

হা হা হা। দারুণ বলেছেন।
এই আন্দোলন কারো জন্য অপেক্ষা করবে না। না আমার জন্য না আপনার। এই আন্দোলন ক্যাম্পাস থেকে রাজপথ চিনেছে।
রাজপথ থেকে একদিন দেশ।
"কেউ দাবায়ে রাখতে পারবা না।"
এটা বঙ্গবন্ধুর কথা।

২| ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সরকারের পতন সময়ের ব্যবধান মাত্র। আল্লাহ সীমালঙ্ঘন কারীদের পতন ঘটান। একটি উপযুক্ত অলটারনেটিভ থাকলে আল্লাহ
অনেক আগে এদের পতন ঘটাতো।

০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০১

চারাগাছ বলেছেন:
পেপারে দেখলাম সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেল নিক্ষেপ শুরু হয়ে গেছে।
সিলেটে শর্টগানের গুলি।
হবিগন্জে দলীয় কার্যালয়ে আগুন। সংসদ সদস্যদের বাড়িতে ভাঙচুর।

অবস্থা ভালোর দিকে যাচ্ছে না।

৩| ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৭

সোনাগাজী বলেছেন:




আপনি বলেছেন, "কেউ দাবায়ে রাখতে পারবা না।" এটা বঙ্গবন্ধুর কথা। ,

আমার প্রশ্ন, উনি এই কথা বলার পর, পাকীরা কিভাবে কি ব্যবস্হা নিবে, সেটার আভাস কি তিনি দিয়েছিলেন?

০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৮

চারাগাছ বলেছেন:
তিনি যখন কথাটা বলেছিলেন তখনো রক্তের দাগ শুকাইনি।

৪| ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্বৈরচারের মেয়াদ বেশিদিন হতে পারে না। এরশাদের ছিল ৯ বছর, শেখ হাসিনা ২০১৩ থেকে ২০২৪ - ১১ বছর। এরশাদ-বিরোধী আন্দোলন খুব কাছে থেকে দেখেছি। এবারের স্বৈরাচার-বিরোধী আন্দোলন তার চাইতেও ব্যাপক। ছাত্র-শিক্ষক-অভিভাবক-শিল্পী-সাংবাদিক - সবাই স্বৈরাচারের বিরুদ্ধে জ্বলছে। এরশাদ বিরোধী আন্দোলনে নূর হোসেন, মিলনসহ অল্প কয়েকজনের প্রাণ গিয়েছিল। এবার প্রাণ গেল ২৫০-এরও অধিক। স্বাধীন বাংলায় এমন কালো জুলাই আর কখনো আসে নি।

০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০২

চারাগাছ বলেছেন:
আজকের অবস্থা ভালোর দিকে যাচ্ছে না।

৫| ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৯

ভুয়া মফিজ বলেছেন: শ্রদ্ধেয়???? আপনের ডার্ক হিউমার সেন্স বেশ ভালো। :P

০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

চারাগাছ বলেছেন:
সোনাগাজী নিজেও বেশ রসিক।
আমাকে দেয়া প্রতিউত্তরটা বেশ মজার ছিল।

৬| ০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

কাঁউটাল বলেছেন:

৭| ০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৫

সোনাগাজী বলেছেন:



ভুয়া মফিজ বলেছেন: শ্রদ্ধেয়???? আপনের ডার্ক হিউমার সেন্স বেশ ভালো।

-শ্রদ্ধেয় শব্দটা আপনার নিজের জন্য মানায়; আপনি বাংলাদেশে পুলিশ ও মিলিটারীকে "জাতিসংঘের শান্তি মিশন থেকে বাদ দেয়ার পক্ষে স্বাক্ষর নিচ্ছেন পিটিশনে"; কি পরিমাণ সিগনেচার পেলেন?

৮| ০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

ভুয়া মফিজ বলেছেন: @সোনাগাজীঃ আপনের ডিপ্লোমা গেয়ান দিয়া আর কি বুঝবেন!! বলদামীরও একটা সীমা থাকা উচিত। :-B

সিগনেচার আমি নিতেছি না, কে নিতেছে সেটা https://www.change.org/ নামের আন্তর্জাতিক সংস্থার প্ল্যাটফর্মে গিয়া দেখেন। তবে আপনেই ''শ্রদ্ধেয়'' থাকেন। মানুষের এটেনশান পাওনের তীব্র আকাঙ্খা আপনের, আমার এই বিষয়ে কোন শখ নাই।

৯| ০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২১

কামাল১৮ বলেছেন: অসাধারনরা আন্দোলনে যোগদিলে সেই আন্দোলন কখনো সফল হবে না,প্রয়োজন ছিলো সাধারনের আন্দোলনে যোগ দেয়া।যতক্ষন সাধারণ জনগন আন্দোলনে যোগদান না করবে ততক্ষন আন্দোলন সফলতার মুখ দেখবেনা।

১০| ০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২২

তানভির জুমার বলেছেন: আজকে এক পুলিশ কে দেখলাম কাজে যাওয়ার সময় ছাত্রদের সাথে হাত উচিয়ে মিছিল দিচ্ছে। স্বৈরাচারের পতন আসন্ন।

১১| ০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

আলামিন১০৪ বলেছেন: সে এখন নিজের সো*না নিয়ে উদ্বিগ্ন কখন যে পেগা*সাস ভিডিও ভাইরাল কইর‌্যা দেয়

১২| ০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

১৩| ০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

রাােসল বলেছেন: দালাল কামাল১৮ এর সুর বদলাইতেছে।

১৪| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:০২

রানার ব্লগ বলেছেন: একজন ভদ্রলোক অন্য এক ভদ্রলোক কে শ্রধ্যেয় বলেছেন অমনি আহ কি চমৎকার দেখা গেলো কিছু উলো বনে মুক্ত ঝরানো আই ডি বেহুদা উত্তেজিত হয়ে পুচ্ছ নাড়িয়ে দিলো।

১৫| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:১৭

সোনাগাজী বলেছেন:



@ভুয়া মফিজ,

"বাংলাদেশে পুলিশ ও মিলিটারীকে "জাতিসংঘের শান্তি মিশন থেকে বাদ দেয়ার পক্ষে স্বাক্ষর নিচ্ছেন পিটিশনে"র লিংক ব্লগে কার পোষ্টে দেয়া হয়েছিলো ও সিগনেচার করার জন্যকে অনুরোধ করেছিলো? সেটা আপনি! আপনি জাতির বিপক্ষে কাজ করছেন।

১৬| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:৩৮

ভুয়া মফিজ বলেছেন: @ আবাল গাজীঃ শুধু দেশ না, আন্তর্জাতিক গণ-মাধ্যম আপনের নেত্রীকে ডিক্টেটর উপাধি দিছে। তারা বলতেছে, আপনের নেত্রীর চোখে যেই পানি, সেইটা Crocodile tears. এইসব দেখেন না? আপনে কি পুরাই আন্ধা? এই স্বৈরাচারের পেটোয়া বাহিনীদেরকে ব্যান করার দাবী ''জাতির বিপক্ষে কাজ''? নিরীহ বাচ্চাদের বুকে-মাথায় গুলি করা বাহিনীর ব্যান চাওয়া অন্যায়? শান্তি রক্ষী বাহিনীতে যাওয়ার প্রি-কন্ডিশান কি, সেই সম্পর্কে ধারনা আছে কোন?

আপনের মতো আন্ধা ছাগলের সাথে কথা বলা সময়ের অপচয়। আপনে ভুলেও দেশে যায়েন না। পোলাপান আপনেরে চিনলে ল্যাংটা কইরা রাস্তায় হাটাবে কইলাম। রিস্ক নেওনের দরকার কি?

১৭| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:২৩

মেঠোপথ২৩ বলেছেন: @ ভুয়া মফিজ , বাদ দেন। জাস্ট ইগনর। জনাব সোনাগাজী জেনেশুনেই অন্যায়ের পক্ষ নেন, কারন তিনিও তাদের একজন। আপ্নে কেন অযথা উলবনে মুক্তা ছড়াইতেসেন?

১৮| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:২৯

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার চারাগাছটা কিসের? বটবৃক্ষ নাকি বাশ?

১৯| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১১:০৬

আমি সাজিদ বলেছেন: আমাকে ব্লক করে দিয়েছে এই লোকটা। তারে লাস্ট কমেন্ট পড়াইতে পারি নাই। আপনার এইখানে লিখে যাই, সারাদিন ব্লগে পড়ে থাকে, চোখে পড়বেই ওইটার।

শিপ থেকে পালিয়ে আমেরিকা যাওয়ার অঙ্কে গল্প জানা আছে। আমি না হয় সো কল্ড প্রাইভেট পাশ হই ( যদিও না), কিন্তু আপনি যে পড়াশুনাই করেছেন জীবনে তা আপনাকে মানুষ বানাতে পেরেছে বলে মনে হচ্ছে না। আপনি হয়েছেন চেতনা গ্রহের ধরে মেরে খাও জোনের বুড়ো নিঃসঙ্গ এলিয়েন পলিসোনাটিক্স গাজী ভারসন ৭২ ।

২০| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১১:২৩

ভুয়া মফিজ বলেছেন: @আমি সাজিদঃ এই মাল পড়াশোনা করেছে বলে মনে হয় আপনার? বাংলা লিখতে গেলেই যার প্রতিটা লাইনে বানান ভুল, বাক্য গঠনে ভুল, যতি চিহ্নের ব্যবহারে ভুল...............কোন ব্যাপারে ঠিকমতো কিছু বলতে পারে না। একটা প্রশ্ন করলে আরেকটা উত্তর দেয়। বেশীরভাগ পোষ্টে না বুঝেই ল্যাদায়............আর কি বলবো? কতোই বা বলবো? B:-)

২১| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:১৭

নতুন বলেছেন: বিএনপি জামাতের লোকেরা বেজায় খুশি।

বিদেশী চাপ বাড়ছে, কিন্তু এই যাত্রায় সরকার বেচে যাবে মনে হচ্ছে।

দেশের জনগনের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া দরকার।

সাথে এটাও ভাবনায় আসে যে আমাদের মানুষেরা ভোট বিক্রি করে। আশা করি দেশের জনগন ভোটাধিকার পেলে সেটা বিক্রি করা শুরু করবেনা।

২২| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৭:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



তবে এটা ঠিক কোটা আন্দোলনের আড়ালে সরকার বিরোধীরা সরকার পতনের জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে এবং দল নিরপেক্ষ ছাত্র আন্দোলনের নামের আড়ালে মূলত তাদের লোকজনেরাই আন্দোলন করছে।

দুর্ভাগ্যের সাধারণ জনগণ।

সরকার পক্ষ এটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেনি।
পারলে এটাকে 2018 সালেই শেষ করে দেওয়া যতো এবং এবছরও প্রথমদিকে শেষ করে দেওয়া সম্ভব ছিল।

২৩| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৭:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভূঞা,

আপনি উন্নত দেশে থাকেন। আপনার আচার-আচরণ এটিকেট হবে খুবই উন্নত।
আপনার মন্তব্যে সেটা প্রমাণিত হয় না

২৪| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৮

জটিল ভাই বলেছেন:
[ssb]ভূম ভাই দেখছি ভালোই নিজেকে রিফিল করছেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.