নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকলে বড় হবো....

চারাগাছ

চারাগাছ একদিন ডালপালা ছড়াবে.....

চারাগাছ › বিস্তারিত পোস্টঃ

এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।

০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮

‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি জাতি কখনও কল্পনাও করেনি। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীর সহযোগিতায় বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে সপরিবারে হত্যার মধ্য দিয়ে সেই পঙ্ক্তিকে নিষ্ঠুরভাবে প্রতিষ্ঠা করেছে। আমরা হারিয়েছি আমাদের অস্তিত্বের শেকড়কে। -- অসীম সাহা। ০৪ আগষ্ট। ২০২৩।


‘August is the cruelest month’ । কবি এলিয়টের কবিতাটা পড়া আছে। কবি এলিয়ট আগস্ট মাসের নিষ্ঠুরতা সম্পর্কে আগেভাগেই জেনেছেন কিভাবে। অসীম সাহা কতবার পড়েছেন জানিনা। এই কবিতা নিয়ে তিনি কলাম লিখেছেন। যারা কবিতা পড়েননা তারা গিলেছেন শুধু। এরপর কেটে গেলো একবছর। আরও একটা আগস্ট। এবারো কি ‘August is the cruelest month’ ?

আসীম সাহা কি বলবেন? ‘August is the cruelest month’ ??

কিন্তু আপনারা যারা কবিতা শুনতে জানেন না তারা হয়তো জানেন না , কবি এলিয়টের ‘August is the cruelest month’ নামে কোন কবিতা নেই। কবিতাটা হচ্ছে -

"April is the cruellest month, breeding
Lilacs out of the dead land, mixing
Memory and desire, stirring
Dull roots with spring rain."

হ্যা আগস্ট নয় এপ্রিল! অসীম সাহা এপ্রিল কে আগষ্ট বানিয়ে দিয়েছেন।
কবি এলিয়ট এপ্রিল কে কেন "April is the cruellest month" বলেছেন সেটা না হয় পরে আলোচনা করা যাবে।

অসীম সাহারা মূলত কবিতা শুনতে জানেনা।

যে কবিতা শুনতে জানে না
সে ঝড়ের আর্তনাদ শুনবে।
যে কবিতা শুনতে জানে না
সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে।
যে কবিতা শুনতে জানে না
সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।
যে কবিতা শুনতে জানে না
সে নদীতে ভাসতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে মাছের সঙ্গে খেলা করতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে মা’য়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে সন্তানের জন্য মরতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে সূর্যকে হৃদপিন্ডে ধরে রাখতে পারে না।

("আমি কিংবদন্তীর কথা বলছি" আবু জাফর ওবায়দুল্লাহ)











মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৮

মিরোরডডল বলেছেন:





অসীম সাহা আগস্ট কে এপ্রিল বানিয়ে দিয়েছেন।

এখানে এপ্রিল কে আগস্ট বানিয়ে দিয়েছেন হবে নাহ?

Please correct me if I'm wrong.


০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১২

চারাগাছ বলেছেন: মিরোরডডল সঠিক।

২| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার ক্রুয়েল মাস কোনটা?

০৪ ঠা নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

চারাগাছ বলেছেন:
আমার জীবনে একটা ক্রুয়েল মাস আছে।
কোন লেখায় হয়তো প্রকাশ পাবে।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৮

কর্মমুখী ডাইনো বলেছেন: আপনি কী এই কবিতা সম্পর্কে আগে থেকে অবহিত ছিলেন নাকি রিসেন্টলি পিনাকীর ভিডিও দেখে আপনার মনে হলো এরা কবিতা পড়তে জানে না?

০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:২১

চারাগাছ বলেছেন:
আমি ইংলিশ লিটারেচারের ছাত্র ছিলাম।
ইংরেজি কবিতা সম্পর্কে কিছুটা ধারণা আছে।
অসীম সাহার August is the cruellest month নিয়ে ফেসবুকে লিখেও ছিলাম।

৪| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:৩৫

কর্মমুখী ডাইনো বলেছেন: ওইটা না, বলতেছি শেষে যে কবিতাটা দিছেন, সেটার কথা। অসীম সাহার বিষয়টা হাইস্যকর হইছে। সে একটা ছাগু।

০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১:১১

চারাগাছ বলেছেন:
পিনাকীর বক্তব্যটা ততোটা মনে না ধরলেও কবিতাটা মাথায় ছিল।
আচ্ছা অসীম সাহা না হয় ভাওতাবাজি করলো কিন্তু যারা ছাপলো তারা?

৫| ০৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলাদেশের ক্ষেত্রে শতভাগ মিলে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.