নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকলে বড় হবো....

চারাগাছ

চারাগাছ একদিন ডালপালা ছড়াবে.....

চারাগাছ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নবাজ, কান্না আটকে রাখবেন না।

২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৮



"আমার ছেলে নতুন এক খেলা শিখেছে। আমাদের বাড়িতে দুইতলা নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে। নতুন পলেস্তরা করা ঘরে উচ্চস্বরে কথা বললে দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। প্রথম দিন ভয় পেয়ে বললো , "বাবা ! কে ছব্দ করে ?"

ব্যাপারটা বোঝার পর ভয় পরিণত হয়েছে খেলাতে , মজার সেই খেলা । বাবা বলে চিৎকার করে উঠে আর বাবা ফিরে ফিরে আসে। দারুন একটা মজার ব্যাপার আর সেই সাথে বিস্ময় ! আমাকে বলে , "বাবা , তুমি বাবা করো।"

আমি চিৎকার করে 'বাবা' বলে উঠি। চার দেয়ালে ধাক্কা খেয়ে শব্দটা অদ্ভুত হয়ে ফিরে আসে। ছেলেটা হা হা করে হেসে উঠে আর হাততালি দেয়। ফিরে আসে হা হা হাসির শব্দ , ফিরে আসে হাততালি , ফিরে শৈশব ! আহ শৈশব ! কি অদ্ভুত শৈশব !!

আমি আবার চিৎকার করে বলি , বা-বা !"
- স্বপ্নবাজ সৌরভ


স্মৃতিকাতর ব্লগার স্বপ্নবাজ সৌরভের বাবা মারা গেছেন ১৩ই ডিসেম্বর। এই বিষয়ে তিনি পোষ্ট দিয়েছেন। একটা দিন কেটে যাওয়ার আক্ষেপে যিনি মন খারাপ করতেন, সন্ধ্যাকালীন বিষন্নতায় যিনি চোখ ভেজাতেন। আজ বাবা হারিয়েও কান্না আটকে রেখেছেন।
ব্লগে শৈশব আর বাবা বিষয়ক আকুলতা আমরা পড়েছি। কিছু কিছু লেখায় বুঝতে পেরেছি লিখতে লিখতে তিনিও চোখ ভিজিয়েছেন। স্বপ্নবাজ সৌরভের যেমন মন তাতে বাবা হারানোর বেদনায় হু হু করে কান্নাটায় ভীষণ স্বাভাবিক ছিল।

কেউ একজন পিঠে হাত বুলিয়ে দিক আর সৌরভ হুহু করে কাঁদুক। দয়া করে কান্না আটকে রাখবেন না স্বপ্নবাজ।
ছেলেটাকে ঝাপটে ধরুন। আপনার বাবা যেভাবে ধরতেন।


মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২২

শূন্য সারমর্ম বলেছেন:



স্বপ্নবাজের সাথে যোগাযোগ করে উনার মনের অবস্থা নিয়ে লিখুন।

২| ২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অন্তত একজন একটু পিঠে হাত বুলিয়ে দিক। মাথার পেছনে নেড়ে দিক।
যে দিতো সে নেই।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: বাবা কি জিনিস সেটা আমি বুঝি।
আমার বাবা হুট করে মারা গেলো। তখন আমি অনুভব করি আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেলো। আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো।

৪| ২২ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: স্বপ্নবাজ ব্লগে আসছে না কেন?

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৪

শ্রাবণধারা বলেছেন: আপনার এই পোস্টটি কয়েক দিন আগে দেখে হৃদয় বিদীর্ণ হয়েছিল। আমরা যারা স্বপ্নবাজ সৌরভের বাবাটার কথা জানি, তাদের জন্য এই সংবাদ কতটা মর্মস্পর্শী, তা আপনি নিশ্চয়ই অনুভব করতে পারেন।

স্বপ্নবাজ সৌরভকে সান্ত্বনা দেওয়ার ভাষা বা জ্ঞান আমার নেই। শুধু প্রার্থনা করি তার বাবার জন্য এবং স্বপ্নবাজ সৌরভের জন্যও। বিশ্বাস করি, একদিন স্বপ্নবাজ আবার তার বাবাটাকে ফিরে পাবেন। সেদিন তার বাবা আরও নিবিড় মমতায় স্বপ্নবাজের কোলে ফিরে আসবে। পিতা-পুত্রের সেই মিলনের সময়ে আমরা যেন সাক্ষী হতে পারি- এমনটা প্রার্থনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.