নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাত জাগা অজস্র তাঁরা বানায় আলোর সেতু ..\nনিরব রাতে নিরবতা ভাঙ্গে উড়ন্ত ধূমকেতু ..\nছায়াপথ ধরে আমি হেঁটে যাই ..\nএকা আমি একলা রাতে শত শতাব্দি ধরে ..

ছায়াপথের যাত্রী

রাত জাগা অজস্র তাঁরা বানায় আলোর সেতু…নিরব রাতে নিরবতা ভাঙ্গে উড়ন্ত ধূমকেতু… ছায়াপথ ধরে আমি হেঁটে যাই.…একা আমি একলা রাতে শত শতাব্দি ধরে….

ছায়াপথের যাত্রী › বিস্তারিত পোস্টঃ

কাপ কে নিবে ?? হোয়াই টু টেক টেনশান ... ???

২৬ শে জুন, ২০১৮ রাত ৮:০১

ক্রিকেটে ওয়ান ম্যান শো দিয়ে হয়তো কাজ হয় ।। কেউ একজন ভালো স্কোর করলো ধরেন ১৫০ ... বা কোন বোলার ৫-৬ টা উইকেট নিলো !! দলের জন্য অনেক ক্ষেত্রেই তা উইনিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ।।

কিন্তু ফুটবল এগারো জনের খেলা, এখানে ওয়ান ম্যান শো দিয়ে খুব একটা কাজ হয় না, যার যার পজিশানে প্রতিটি প্লেয়ার কে অবদান রাখতে হয় ... না হলে একটি দলের পক্ষে জয় পাওয়া কঠিন হয়ে পড়ে !!

অনেক কে দেখলাম পর্তুগালে ফিদা ... রোনাল্ডো নির্ভর পর্তুগাল শেষতক ফাইনাল পর্যন্ত যাবে ...আই ডোন্ট হোপ সো !!
মেসি নির্ভর আর্জেন্টিনার অবস্থা তো আরও খারাপ ... সুতো নিজের নাটাইয়ে নেই ... নিয়তি কি সাথ দিবে বুঝা যাবে কয়েক ঘন্টা পরে !! ব্রাজিল ফ্যানরা শুধু হেক্সা নয় পারলে আগামী বিশ্বকাপটাও ওদের দিয়ে দেয় !!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৮ রাত ৮:২১

কাইকর বলেছেন: মনের কথা বলেছে

২৬ শে জুন, ২০১৮ রাত ৯:৪১

ছায়াপথের যাত্রী বলেছেন: থ্যাঙ্কস বুঝতে পারার জন্য ।
যারা ভালো খেলছে, শৈল্পিক ফুটবল খেলছে তাদের মধ্যে কারও কাপ পাওয়া উচিত ।।
বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কলম্বিয়া নতুন কোন দেশের হাতে কাপটা গেলে মন্দ হয় না !!

২| ২৬ শে জুন, ২০১৮ রাত ৯:৩৭

সনেট কবি বলেছেন: সহমত

২৬ শে জুন, ২০১৮ রাত ১১:১৩

ছায়াপথের যাত্রী বলেছেন: ধন্যবাদ মতামত প্রকাশের জন্য।

৩| ২৬ শে জুন, ২০১৮ রাত ১০:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি চাই,
এবার নতুন দল চ্যাম্পিয়ন হোক!

২৬ শে জুন, ২০১৮ রাত ১১:১৪

ছায়াপথের যাত্রী বলেছেন: আমি ও চাই নতুন দল চ্যাম্পিয়ন হোক !
বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কলম্বিয়া নতুন কোন দেশের হাতে কাপটা গেলে মন্দ হয় না !!

৪| ২৭ শে জুন, ২০১৮ ভোর ৪:২৬

কিশোর মাইনু বলেছেন: নতুন দল হলে আমি বেলজিয়াম সাপোর্ট করব।
এই দলটির গোলকিপার থেকে শুরু করে স্ট্রাইকার পর্যন্ত প্রতিভা আছে।

& আমি ব্রাজিল সাপোর্টার,কিন্তু মেসির ফ্যান।

৫| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: বিশ্ব ফুটবলের মেয়র লিওনেল মেসি এবং গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.