নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
আমি মেনে নিলে
তুমি মানতে চাও না,
আমি যখন বুঝে নেই
তুমি তখন আমাকে ভুল বুঝ ।
যখন ব্যাপারটা সহজ করে সম্মুখে আগাই
ঠিক তখনই মুহুর্তকে নিমেষেই জটিল করে তোলো।
স্বার্থটাকে ত্যাগ করি একটু শান্তির আশায়
নিঃস্বার্থ হতে দেখি না তোমায় কখনো।
আমি হারতে ভালবাসি
তুমি জিতে গেলে সব সময়ই।
আমি সহজ হলে
তুমি হয়ে উঠো ইষ্পাতের মতো কঠিন।
তোমার দেয়া আঘাত ভুলে যাই
তুমি সামান্য কথাটিও মনে রাখো অনন্তকাল।
যখন অতন্দ্রায় জেগে থাকি তোমার কথা শুনার জন্য
তখন তুমি অঘোরে পড়ে আছো ঘুমের রাজ্যে।
আশা করি যখনই হয়ত তোমার কাছ থেকে পেতে পারি অবাক কিছু।
অপেক্ষায় থাকা প্রহর ভরে দাও নিরাশার জালে।
আমি কথা বলি সহজ করে
তুমি যুক্তির ঝড় তোলে আমাকে হারিয়ে দাও।
আমি সুখ বিসর্জন দিয়ে দু:খকে আলিঙ্গন করে সুখি হই
আর তুমি সুখ ঠেলে দু:খকে বরণ করো যা তোমার বোধগম্য নয়।
সময় অপেক্ষা করে না
কারো জন্য সময়ের মায়া নাই।
বদলাবে না তুমি
আমিও বদলাতে পারি না।
বদলাবে শুধু সময়
সম্পর্কও হয়ত হবে না মধুর।
তাই আমি আমার মতই থাকি
আমার চলে যাওয়া সময় আমার কাছে অনেক দামী।
উল্টো পথের যাত্রী আমরা
চলো সুখি হই উল্টো পথে হেটেই।
=====================================
ছবিটি নেট সংগৃহীত........
১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু
২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
জেমস বন্ড বলেছেন: আপুর কবিতা পড়তেই আসা হয় ।
++
১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন তো আর আসো না
৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৫
ফেরী ওয়ালা বলেছেন: সময় অপেক্ষা করে না
কারো জন্য সময়ের মায়া নাই।
১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৫
ফেরী ওয়ালা বলেছেন: সময় অপেক্ষা করে না
কারো জন্য সময়ের মায়া নাই।
১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
৫| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৪
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: "আমি কথা বলি সহজ করে, তুমি যুক্তির ঝড় তুলে আমাকে হারিয়ে দাও"
বাহ, কি চমৎকার বলেছেন।
কবিতায় ভালোলাগা। +++
১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত আগের কবিতা পড়েছেন দেখে অনেক ভালো লাগলো
জাজাকাল্লাহ খাইরান
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
এসএমফারুক৮৮ বলেছেন: চমৎকার ।