নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার কথোপকথন...১

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

এই শোন,



- হুম..... বল,



- পরে আছো আজ নীল শাড়ি

নিয়েছো তো মনটা কাড়ি।



- সত্যি ! তুমি আমায় দেখেছিলে

বলতো কেমন মানিয়েছিলো আমায় নীলে।



- আচ্ছা তুমি কি চিনো হুমায়ুন আহমেদের সৃষ্ট ইন্দ্রানী

তোমাকে লাগছিলো তাই, যেনো নীল পরীদের রাণী।



- কথাগুলো মিথ্যা নয়তো ?

খুশি করানোর জন্য বলছো হয়তো!



- না না সত্য কথা, মিথ্যা আমি বলিনি

নীল শাড়ীতে দেখে তোমায় বেড়েছিলো যে বুকের দুরদুরানি।



- কি যে বলোনা আবোল তাবোল

এমনি করেই থেকো তুমি, মনটাকে করবে না তো রদবদল?



-নীলে তোমায় মানায় গো বেশ

আরো লাগতো ছাড়া যদি রাখতে কেশ।



- তুমি আমায় চাইবে যেভাবে

সাজাবো নিজেকে ঠিক সেভাবে।



- কপালে দিতে যদি একটা নীল টিপ

তাহলে ভাবতাম জ্বলছে যেনো আমার সামনে নীল প্রদীপ।



- এতো কিছু দেখলে কখন

তাকিয়ে দেখেছি উদাস ছিলো তোমার দুনয়ন।



- কানে ছিলো লম্বা দুল

খোঁপায় ছিলো নীল ফুল।



- হায় হায় এতোটাই দেখেছো আমায়

ভুল বুঝেছি, মনে হয়েছিলো রেখেছো অবহেলায়।



- হাত ভরা নীল চুড়ির ঝনঝনানিতে

মিশেছিলে আমার বুকে, ডেকেছো কাছে যেনো হাতছানিতে।



- ভাল এমনি বাসবে তো



- নিজেকে নীলে সাজিয়ে কাছে আসবে তো ?



- ডাকলে তুমি হাত না, মন বাড়িয়ে



- মন দিয়েই ডাকি গো, বুকে তোমায় রাখবো জড়িয়ে।



- সঙ্গী করে রাখবে বলো?



- আমার নীল পরি এবার আমার ঘরে চলো।





-------------------------------------------

সবই কাল্পনিক ............



এ্যানিমেশন সংগৃহীত......

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৬

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল লাগল ভালবাসার নীল কাব‍্য।

আমারও একটা নীল কবিতা আছে।

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা আগের লেখা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.