নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ঝটপট ডিমের ঝাল পিঠা........

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০

শুক্রবারে হঠাৎ মনে হল কিছু একটা খাই .... কঠিন জিনিস করে খাওয়ার মত টাইম নাই । তখন সন্ধ্যা....... ভাবলাম তা-সীন তা-মীমকে ডিমের পিঠা করে দিলে মন্দ হতো না । শেষ পর্যন্ত রান্না ঘরে ডিম নিয়া ঢুকলাম । ডিম ভাজার সময় অসচেতনার কারণে ডিমটি সুন্দর ভাজা হয় নাই । গুড়ামচা হয়া গেল sad এদিকে আটা সুন্দর করে চিনি দিয়ে মিক্সড করে রেডি করছি আগেই। কিন্তু ডিমটা সুন্দর করে ভাজা না হওয়ার কারণে মনটা গেল খারাপ হয়ে । পরে কড়াইতে তেল দিয়ে ডিমটির একটু একটু টুকরো করে আটার মিক্সড এর মাঝে ডুবিয়ে ডুবিয়ে অনেকগুলো গুলগুলি তৈরী করলাম । সুন্দর কালার এবং মচমচে মিষ্টি পিঠা সবাই মজা করে খেলাম । একদিন সন্ধ্যায় সেই ডিম পিঠা বানানের অভিযানে নামলাম । কিন্তু এখন আর মিষ্টি নয় ঝাল........ পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিলাম ।



এখন আর আগের মত ভুল করলাম না । সুন্দর করে ডিম ভাজলাম........ এবং শেষ পর্যন্ত সুন্দর ডিমের পিঠা বানানোর সাথে সাথে দেখি একজন মেহমান উপস্থিত তাছাড়া বাসায় এমনিতেই মেহমান আগে থেকেই আছেন । জেএসসি পরীক্ষার্থী আর তার মা আছেন (আমাদের কলিগের বউ আর মেয়ে) । একটা ডিমের পিঠা মাত্র তিন অথবা চারজনের জন্য পরিবেশনা করা যায় ।

ভালই হইছে সে সময় মেহমান ভাবী উপস্থিত হওয়াতে । অন্তত পিঠার প্রশংসা তো পাইছি । দুই ভাবীই অনেক প্রশসংসা করেছে পিঠার yahoo yahoo ......



প্যাচাল শেষ । আইয়নযে এখন আপনাগো রেসিপির উপকরণগুলা আংগুল ধরাইয়া দেখাইয়া দেই...... খেয়াল কইরা



উপকরণ :

১। আটা/ময়দা

২। কাঁচা মরিচ পেয়াজ

৩। বিস্কিট দুইটা

৪। ডিম একটা

৫। পেয়াজ আর আদা পিষা (তিন চামচ) অথবা আন্দাজ মত

৬। একটু/সামান্য পরিমাণ হলুদ

৭। লবন/পানি/তেল সবই পরিমাণ মত । (আর একটা ইয়া বড় ডেগার/চাক্কু) ডরাইয়েন না মানুষ না পিঠা ঘ্যাচাং করণের লাইগা



১। ডিমটা ভাজলাম এমন লম্বালম্বিভাবে.........





২। আটার সাথে একটু হলুদ, লবণ, বিস্কিটের গুড়া, পেয়াজ-আদা পিষা, লবণ দিয়ে পাতলা করে মিক্সড করলাম ...





৩। ভাজা ডিমটাকে পাতলা ময়দার ময়ানে চুবিয়ে গরম তেলে ছাড়লাম ......





৪। ভাজা হচ্ছে ।





৫। একপিট ভাজা হলে অন্যপিটে চামচ দিয়ে ময়দার গুলা ছড়িয়ে দেই





৬। আবার





৭। আবার...... এভাবেই সবটুকু আটার ময়াদ দিয়ে ঠিক এরকমই একটা পিঠা তৈরী হচ্ছে......





৮। তৈরী হয়ে গেল পিঠা । মাত্র আধাঘন্টার মত সময় লাগে.......





৯। তারপর চাকু দিয়ে কাটলাম........ মাঝখানে ডিমটা দেখা যাচ্ছে





১০। নাস্তা রেডি......





১১। একজনের নাস্তা/কালকের মেহমানের.... : big_smile





১২। এটা হলো মিষ্টি পিঠা (যেটা ডিম ভেঙ্গে যাওয়ার পর বানিয়েছিলাম)



মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২২

বৃশ্চিক রাজ বলেছেন:
দারুণ রেসিপি। :)

একেবারে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেয়া থেঙ্কস।

আপনার ব্লগ দেখে দেখে ট্রাই করতেই হবে। :)

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ বৃশ্চিক

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

রুচি বলেছেন: রেসিপি পোষ্ট আমার খুউউব্বি প্রিয়!! পিঠা খুব মজা হয়েছে। আমারটাও দেখতে পারেন:
Click This Link

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি । ওকে দেখতেছি........

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কি স্বাদ, আহ্ কি ঘ্রান মজা পাইলাম দৃষ্টিতে।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: :-P :-P তাই
ধন্যবাদ

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

aoaiii বলেছেন: এই পিঠাটা আমার দাদু র আমার ফুপি অনেক বানাত।কতদিন খাই না।এখানে আমি একদিন ট্রাই করেছিলাম।সেই টেস্ট এর ধারে কাছে ও হয় নি যদিও যাকে খাইয়েছি তার পছন্দ হয়েছে খুব।আপনারটা দেখে ই সুন্দর লাগছে।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপু

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

স্বপনচারিণী বলেছেন: দুইটাই দারুন! আপনার আসলেই স্পেসাল মাথা আছে। অনেক ধন্যবাদ স্পেসাল দুই রেসিপির জন্য।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবই সহজ রেসিপি আপি । এসব মাথার কাজ না । বড় কিছু পারি না আর সময়ও নাই । ধন্যবাদ

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪

পণ্ডিত মশাই বলেছেন: আমার গিন্নীরে তাক লাগিয়ে দিব। ধইন্ন্য

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধইন্ন্য

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

অপর্ণা মম্ময় বলেছেন: রেসিপিটা খুব সহজ। ভাবছিলাম পিঠাটা বানিয়ে ছবি তুলেই আপনার এখানে কমেন্ট করবো। শুক্রবার এটা বানাবো, ছেলেকে কথা দিছি। আমার মতো অলস মানুষের জন্য এইসব ইজি রেসিপি খুব কাজের ! ধন্যবাদ আপু

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অপেক্ষায় থাকলাম আপু অন্য একদিন দিয়ে দিবে রেসিপি । ধন্যবাদ

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৫

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
দেখা যাক বাড়ীতে বানাতে পারে কিনা। নাহলে কিন্তু আপনাকে ডেকে আনবো !:#P

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ভাইয়া ঠিকাছে -আছি দাড়িয়ে
তারপর দাওয়াত খামুনে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.