নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ডেট এক্সপায়ার......

২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩১

আমাদের সময়ে মানে যখন স্কুল কলেজে পড়তাম তখন বাংলা সিনেমার পাগলই ছিলাম এক প্রকার । আমরা প্রথম টিভি কিনি ১৯৯০ কিংবা এর কিছু আগে পরে হবে । তখন আমরা চুনারুঘাট শহরে বাসা ভাড়া নিয়ে থাকতাম । বাড়িতে থাকতাম না কারণ তখন আব্বা ছিলেন দেশের বাইরে । আর আম্মা ছাড়া আমাদের পরিবারের দেখাশুনার লোকজন ছিল না । বাড়িতে যারা ছিলেন তারা শুধু খাওয়ার ধান্ধায় থাকতেন । যেমন বাজার করালে, বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কিনাতে গেলে বিভিন্ন ভাবে আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম চাচাত ভাইদের উপর । শেষ পর্যন্ত আম্মা ঠিক করলেন শহরে থেকে আমাদের পড়াশুনা চালিয়ে যাবেন । বাড়িতে থাকাকালীন মাত্র একবার এক আত্মীয় থেকে দুইদিনের জন্য সাদাকালো টিভি আনানো হয়েছিল । আমাদের বাড়ির ভাইবোনদের মাঝে সে কি উল্লাস বাপরে এখনো মনে হলে সেই উচ্ছাস ফিরে পাই যেন ।



তখনকার দিনে সিনেমা দিত মাসে একবার তাও রাতের বেলা বোধয় ।আমাদের চাচা তার বারান্দায় টিভি বসালেন আর উঠানে গ্রামের মানুষসহ আমাদের বাড়ির মানুষ একেবারে লোকে লোকারণ্য ...........। সেদিন রাতে প্রথম বাংলা সিনেমা দেখেছিলাম সাদা কালো । জাফর ইকবারের সিনেমা । নাম মনে করতে পারছি না তবে গানটা মনে আছে ....



পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি।।

যারে বাঁধন কেটে যা

যারে হৃদয় ভেঙ্গে যা,

শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়।

জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়।।

যারে আকাশে উড়ে যা

যারে পথ ভুলে যা

জানি রে এ জীবনে তোকে পাবার নয়।

আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয়।



সাদা কালো টিভিতে খারাপ আবহাওয়ার কারণে বার বার শুধু ঝির ঝির করতে থাকে । এন্টেনা কত ভাবে ঘুরানো হল তার ইয়ত্তা নেই । সে কি বিষ্ময়ের চোখে আমরা এতগুলা মানুষ সিনেমাটি দেখেছিলাম । অনেকেই চোখের পানি মুছেছেন । আবেগ ঝড়ে পড়েছিল সেদিন আমাদের উঠোনে । দুইদিন রেখে টিভি যাদের তারা নিয়ে গিয়েছিলেন । খুব মন খারাপ হয়েছিল । অনেকদিন সিনেমাটি মনে রেখেছিলাম । আমরা সিনেমা নিয়ে আলোচনা করে সময় কাটিয়েছিলাম ।



জাফর ইকবাল





চুনারুঘাটে যখন আসলাম তখন আম্মারে ফুসলাতে লাগলাম আমরা দু বোন । অবশেষে আম্মা রাজী হলো । ফুফাত ভাইকে দিয়ে ঢাকা থেকে ১৪" রঙিন সিঙ্গারের লাল একটা টিভি কিনে আনা হয় । খুশিতে আমরা ভাই বোন পাগলপাড়া । তখন দুইটা চ্যানেল দেখতে পারতাম একটা ন্যাশনাল ওয়ান হিন্দি চ্যানেল আর বিটিভি ।

শাবানার সেকাল একাল

http://i.imgur.com/gs95Nvl.jpg' style='border: 1px solid #ccc;align:center;clear:both' width='120' />







তখন বেশীর ভাগ সময় আমরা হিন্দি সিনেমা নাটকই বেশী দেখতাম । আর বিটিভিতে পনের দিন পর পর সিনেমা হতো । সিনেমা মিস হতো না কারণ বাংলা সিনেমার ভক্ত ছিলাম এই কারণে শাবানা কবরী ববিতা সুচরিতা উনাদেরকে বেসম্ভব ভাল লাগত সুন্দর লাগত । অভিনয়ও ভাল লাগত ।



ববিতার সেকাল একাল













সেই দিন কার নায়ক নায়িকা শাবানা রাজ্জাক ববিতা সুচন্দা সুচরিতা জসিম ইলিয়াস কাঞ্চন বুলবুল আনোয়ার হোসেন আনোয়ারা উজ্জল ফারুক আরো অনেক নায়ক নায়িকা এই মুহুর্তে নাম মনে আসতেছে না । তাদের সবারই ভিউ কার্ড কিনে জমাতাম আহারে কত হাজার হাজার ভিউকার্ড ছিল আমাদের ভাইবোনদের ।



সুচরিতা......





হারিয়ে যাওয়া তারকারা.....





নায়ক রাজ রাজ্জাক একাল সেকাল





ফারুক





আনোয়ার হোসেনের একাল সেকাল (প্রয়াত)









বুলবুল আহমেদ





সুচন্দার একাল সেকাল (স্বামীর সাথে)

http://i.imgur.com/zyBsQun.jpg' style='border: 1px solid #ccc;align:center;clear:both' width='120' />







আলমগীর





সোহেল রানা





আনোয়ারা





জসিম রোবেল





আগের সিনেমাগুলোর কাহিনী ছিল স্বপরিবারে বসে দেখার মত । আবেগ ছিল দু:খ ছিল আনন্দ ছিল নাচগান ছিল সবই ছিল সবে মিলে দেখার মত সিনেমা । এখনও এসব আছে কিন্তু সকলে মিলে দেখার মত নয় । অশ্লীল সিনারী ক্যামেরার সামনে তুলে ধরে অথবা অশ্লীল অঙ্গভঙ্গি অথবা গালিগালাজে ভরপুর সিনেমা । না আছে ড্রেসের ঠিক ঠিকানা না আছে কোন রুচিসম্মত পোষাক । শেষ দিকে এসে হুমায়ূন আহমেদের সিনেমা দেখতাম পরিবারের সকলে মিলে । এখন তো তাও নেই । বাংলা সিনেমা আর দেখা হয়ে উঠে না ।



সেই সুন্দর সুন্দর চেহারার মানুষগুলো এখন অন্যরকম হয়ে গেছেন । তারা সিনেমা ছেড়ে দিয়েছেন । জায়গা করে নিয়েছে নতুন জুটিরা।



সব কিছুরই শেষ আছে । পুরাতন নায়ক নায়িকাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে । দুই তিন যুগ আগেও যারা চুল ফুলিয়ে উড়না গলায় পেঁচিয়ে দুল দুল দুলুনি দিয়ে চলাফেরা করেছেন অভিনয় করেছেন , নানান স্ক্যান্ডালে জড়িয়েছেন, প্রেম করেছেন একাধিক, বিয়ে করেছেন একাধিক । হয়তো রূপের গরিমা হয়তোবা আকাশচুম্বী সফলতা অথবা সকলের প্রিয় সেলিব্রেটি হিসাবে চলাফেরা করেচেন বীর দর্পে তারা এখন ৩৬০ ডিগ্রির কাছাকাছি চলে এসেছেন । নতুন হাওয়া আর নতুন বাতাস নতুনদের ঝাপটায় তার হয়ে গেছেন অচল । মঞ্চ এখন নতুনের দখলে । আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে । এই যে এত কিছু করছি তার সবই শেষ হয়ে যাবে । আমাদের এক্সপায়ারি ডেট ক্রমেই এগিয়ে আসছে ........... নায়ক নায়িকারা তো ইতিহাস করে গেছেন । আজীবন লোকের মুখে মুখে চোখে চোখে মনে মনে থাকবেন আর আমরা ধুরু আমরা না আমি কারো মনেই থাকবো না । সাবধান সকলেরই ডেট এক্সপায়ার সমাগত.........

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: শেষ দিকের কথাগুলো সত্যিই মনে ধরেছে..

আসলেই তো......

২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস ফয়সাল ভাইয়া

২| ২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: সাবধান সকলেরই ডেট এক্সপায়ার সমাগত........

ভালো লাগলো।

২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অেনক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১২

আমিনুর রহমান বলেছেন:




প্রিয় নায়ক-নায়িকারদের ছবি দেখেই মুগ্ধ !


পোষ্টে +++

২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫০

মামুন রশিদ বলেছেন: দারুণ পোস্ট । ব্লগিংয়ের শুরুতে বাংলা সিনেমা নিয়ে পোস্ট দিতাম । আমাদের সোনালী সময়ের সেই সব সুন্দর রোমান্টিক সিনেমা নিয়ে ।


এনি ওয়ে, একই জেলার মানুষকে শুভেচ্ছা ।

২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি জানলেন কিভাবে ..... ভাল লাগল দেশী মানুষকে পেয়ে

ধন্যবাদ অনেক অনেক

৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:
পুরনো দিনের কথা মনে করিয়ে দিলেন।

নাইস পোষ্ট|||

++++++

২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৮

ডার্ক ম্যান বলেছেন: টেলিভিশন নিয়ে আমার অতীত স্মৃতি মনে করিয়ে দিলেন।দুষ্টামি করতে করতে ৯৩ সালে সাদা-কালো টিভি ভেঙ্গে ফেলছিলাম।যদিও তখন শিশু ছিলাম তারপরও এই কাজের পুরস্কার পেয়েছিলাম বাবার কাছ থেকে আর সেটা ছিলো বেদম প্রহার।এর কিছুদিন পর national রঙিন টিভি কেনা হয়ছিলো কিন্তু তার সার্ভিস এখনো বলবৎ আছে।

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম........ ভাল লাগল কথাগুেলা

অনেক ধন্যবাদ ডার্ক

৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


অসম্ভব ভালো একটা পোস্ট। পোস্টের প্রেমে পরে গেলাম।

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বেসম্ভব ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.