নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

শিশুতোষ অ(ছড়া)......

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৭

১। বোকা খোকা

============

গরম দুধ না খেয়ে খোকা

ঠান্ডা দুধ খায়

এক চুমুক খেয়ে বোকা

ফেলে দেয় গায়।

ঠোঁটের উপর দুধ লেগে

মোছ হয়ে যায়

দুষ্টুরাজা শেষে রেগে মেগে

দাঁড়ায় আয়নায়;

সাদা দাঁড়ি মোছ দেখে

একাই হাসে খিলখিল,

ছোট খোকার চঞ্চলতায়

ঘর আলোতে ঝিলমিল।







২।

চড়ুই পাখি.... তোরে ডাকি

.......................................

জানালার গ্রিলের উপর

বসে চড়ুই পাখি

পর্দার ফাঁকে খোকার

ফ্যাল ফ্যাল আঁখি,

মা, ওমা, তুমি কই

দেখে যাও চড়ুই,

কিচির মিচির সুরে

ডাকছে দেখ!

ক্যামেরায় তোমার

ওর ছবি রেখ ।



চড়ুই পাখি ও চড়ুই পাখি

গলা ভাঙ্গছে ডাকি ডাকি!

ডাকছে তোকে খোকা

ওরে তুই যে বড় বোকা,

বন্ধু হবি নাকি? হলে তবে বল!

খোকাকে তোর সঙ্গে নিয়ে চল

উড়াল দিয়ে যাবি গাছে গাছে

খোকাকে তোর রাখবি পাশে;



উড়াউড়ি,ঘুরাঘুরিতে

পাখি তুই বড় অস্থির

খোকাকে তোর সঙ্গে

দেয়া, হবে না স্বস্তির।



মুক্ত তুই স্বাধীন তুই,

থাক চড়ুই পাখি, তুই তোর বাড়ি

ইচ্ছেমতন আসবি যাবি,

খোকার সঙ্গে কিন্তু নিস না আড়ি।







৩। এই গরমে

==============

গরম টা যে হাঁসফাঁস

ঘেমে নেয়ে সর্বনাশ

ছোট খোকা এই গরমে

সাইকেল চালায় আরামে

গা টাও করে না খালি

কাজ হয় না দিলে গালি,

এঘর ওঘর ঘুরে ফিরে

সাইক্লিংয়ে মত্ত; কিরে!

ফ্যানটার নিচে বস না

এত দুষ্ট আর হোস না;

ভেজা চুল ভেজা গা

ঝাপটে ধরে বলে মা,

একি! টক গন্ধ তোর চুলে গায়ে

বিছানায় উঠবি না ময়লা পায়ে।



মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৩

আবু শাকিল বলেছেন: প্রথম টা খুব বেশি ভাল লেগেছে

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ শাকিল ভাইয়া :)

২| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লেগেছে ছড়া গুলু
শুভকামনা

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ শুভকামনা আপনার প্রতিও অনেক ভাল থাকুন

৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৫

অন্ধবিন্দু বলেছেন:
তিনটি ছড়াই ভালো লেগেছে। নিয়মিত লিখুন।
শুভ কামনা রইলো।

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ........ সুন্দর মন্তব্য লেখার প্রেরণা যোগায়
:) ভাল থাকুন

৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৬

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস ভাইয়া :)

৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪

ডার্ক ম্যান বলেছেন: সাইকেল ওলা ছেলেটা কে

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার ছোট ছেলে............. তা-মীম

৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫২

ডার্ক ম্যান বলেছেন: সে কি চিটাগং বা কক্সবাজার থাকে???

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে না .......... সে ঢাকা তার মায়ের সাথে থাকে ....... :) শিশুতে পড়ে আপাতত

৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


এমন ছড়া আজকাল পাওয়াই যায়না। ছড়াগুলো আমার ছেলেকে শেখাবো ।

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ কান্ডারি । সুন্দর মন্তব্য লেখার প্রেরণা যোগায়

৮| ০৫ ই মে, ২০১৪ দুপুর ২:৫৫

প্রিন্স ঠাকুর বলেছেন: খুব ভালো লাগলো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.