নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনা...........

০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৫১

চক্ষু মোদে দেখি একি !

দুনিয়া আঁধার লাগে

থাকব কেমনে একা গোরে

প্রভু মনে ভয় জাগে।



কোটি কোটি বছর প্রভু

পৃথিবীর আয়ূ দিলা

এত ছোট জীবন তুমি

মানুষের কেন দিলা!



শিশু কালে আনন্দ নিয়া

যৌবনে পদক্ষেপন

রঙিন চশমায় দুনিয়া দেখি

মনে কালিমা লেপন;



হেলাফেলায় সময় বিনাশ

রঙে রসের মজলিশে

মধ্য বয়সে মেলেনা অংক

যাচ্ছি হিসেব কষে।



জীবন ভর অবহেলায় করেছি

কত নামাজ রোজা কাজা

কেমনে করব আদায় প্রভু, ভয়!

মওকুফ করবে কি সাজা?



এত অল্প সময় করেছ দান

ঘুম আসে না দিবস রাতে;

ভয়ার্ত আমি নাদান আমি কি!

আলো দেখতে পাব প্রাতে?



সময় নিয়ে গেলে তড়িৎ গতিতে

ফিরে যেতে তো পারব না আর;

মনে দাও আলো, বুকে দাও বল

শেষ স্টেশন যেন হতে পারি পার।



ওই বুঝি বাজল শেষ হুইশেল

ছেড়ে যাবে ট্রেন: গন্তব্যে পৌঁছবে

থামবে শেষ স্টেশনে; সেই দিন

সকল আখের একসাথে গুছবে।



মাফ করো, ক্ষমা করো প্রভু

মনে বড় যাতনা,

কিঞ্চিত দয়া যেন তোমার হয়

এই হল প্রার্থনা।



মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আমিন

০৮ ই মে, ২০১৪ সকাল ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন ;)

২| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

মামুন রশিদ বলেছেন: মৃত্যু অমোঘ নিয়তি । একে ফাঁকি দেয়ার উপায় নাই ।

০৮ ই মে, ২০১৪ সকাল ১১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: একে ফাঁকি দেয়ার কোন উপায় নাই । মনে যে ব্ড্ড ভয় লাগে ।

৩| ০৭ ই মে, ২০১৪ রাত ১০:২৬

অন্ধবিন্দু বলেছেন:

প্রার্থনায় সামিল হলাম। প্রভু সরল পথ দেখান আমাদের।
ধন্যবাদ, কাজী ফাতেমা।

০৮ ই মে, ২০১৪ সকাল ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন । আপনাকেও ধন্যবাদ ভাল থাকুন শুদ্ধতায় চলুন

৪| ০৮ ই মে, ২০১৪ সকাল ১০:০৮

অদৃশ্য বলেছেন:





চমৎকার লিখা...


শুভকামনা...

০৮ ই মে, ২০১৪ সকাল ১১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৫| ০৮ ই মে, ২০১৪ সকাল ১০:২৩

আমি স্বর্নলতা বলেছেন: মাফ করো, ক্ষমা করো প্রভু
মনে বড় যাতনা,
কিঞ্চিত দয়া যেন তোমার হয়
এই হল প্রার্থনা।



মাশআল্লাহ আপু অনেক সুন্দর লেখা।

০৮ ই মে, ২০১৪ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি :)

৬| ০৮ ই মে, ২০১৪ সকাল ১১:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে। আপনি যেন আমার মনে কথাগুলোকেই বলেছেন।

০৮ ই মে, ২০১৪ দুপুর ১২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুকরিয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.