নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

একান্ত অনুভূতি.......১

১২ ই মে, ২০১৪ বিকাল ৩:০৯

এক.

বাসায় দরজা নক করতেই তা-মীম বলতেছে শুভ মা দিবস মা,

তারপর আমার হাত ধরে রুমে এসে ড্রয়িং খাতায় আঁকা ছবির সাথে মা আমি তোমাকে ভালবাসি লেখাটা গিফট করে



আর ছোট চায়ের কাপে পানিতে ডুবিয়ে রাখা কতগুলো বাগান বিলাস ফুল উপহার দেয় .........











তা-সীন টিচারের কাছে পড়তেছিল। পড়া শেষ হলে সেও ড্রয়িং খাতায় দুইটা লাল জবা ফুল ও শুভ মা দিবস লেখাটি গিফট করে । ছোট ছোট ঘটনা গুলো জীবনে অনেক আনন্দ বয়ে আনে । এসবই তো সুখ । অনুভব করতে শুধু মন লাগে । অনেকের এমন মন নেই । এজন্যই আমি সব দিবসকেই সম্মান করি ।











মা দিবসের সেরা উপহার আমার জন্য........... আল্লাহ যেন তোমাদেরকে মানুষ করেন আমার সোনামনি বাবারা smile



দুই.

ফেসবুকে অনেকেই বলতে/লেখতে দেখেছি । মা রে ভালবাসতে দিবস লাগে নাকি । আরে এটা তো সবাই জানে । তবুও জীবনে কিছু কিছু দিন না হয় স্পেশালই থাকুক । প্রতিদিনই মাকে ভালবাসি ।



হাসি কান্না সুখ দু:খে জড়িয়ে থাকি আপনজনেরা । কিন্তু প্রতিদিনই কি আমাদের সাথে এমন আন্তরিকতা গড়ে উঠে পরিবারের সবার সাথে । সে দিন উপলক্ষে সবাই মাকে আরো গভীরভাবে অনুভব করেছে । হয়তো অনেকেই মাকে অবহেলা করে ।



মায়ের সাথে খারাপ আচরণ করে । এ থেকেও কিন্তু শিক্ষার আছে । যারা এমন করে তারা অবশ্যই মায়ের প্রতি বিশ্বের প্রতিটি সন্তানের ভালবাসা দেখে হয়তো সে মনে মনে অনুতপ্ত হয়েছে অথবা মাকে মনে করে চোখের পানিও ফেলছে অথবা সে ওয়াদাও হয়তো করে নিতে পারে যে জীবনে কোনদিন আর মায়ের সাথে খারাপ আচরণ করবে না ।



মাকে বাবাকে ভালবাসতে অবশ্যই দিবস লাগে না । তবুও জীবনের কর্মব্যস্ততার মাঝে অনেকেই তার মায়ের সাথে সময় কাটিয়েছেন মাকে উপহার দিয়েছেন । মায়ের সাথে ছবি তুলেছেন । এটাও বা কম কিসে । নাকি আমি ভুল বললাম ?



পৃথিবীর সব মা ভাল থাকুক সুন্দর থাকুক তার সন্তানদের নিয়ে । কোন সন্তান দ্বারা যে কোন মা বাবা দু:খ কষ্ট না পান । কারণ মা বাবা যদি উহ শব্দটিও উচ্চারণ করেন মা বাবার ব্যবহারে তথাপিও আল্লাহ মাফ করবেন না ।







তিন.

গান শুনতেছি আর ওদের ভাত খাওয়াচ্ছি। গানটা ছিল... সখি ভালবাসা কারে কয়...

সাথে সাথে জেরী কয় মা-ভালবাসা কারে কয় সেকি জানে না....

মা আমি তোমাকে ভালবাসি এটাইতো ভালবাসা। না জাইনা গান গায় মেয়েটা



চার.

জেরী দুষ্টামি করতেছে, আমি কই বেটা মাইর খাবি। তখন আমার হাত নিয়ে গালে একটা ছোঁয়া দেয় আর কয় মা, দেখ আমি মার খাই নাই, গাল খাইছে। শুন, মানুষরা কখনো মাইর খেতে পারে না

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৪ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্য নাই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.