নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

প্রথম রোষ্ট রান্না......... (সাথে রেসিপি)

১৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪৮

চাকুরী করার সুবাদে রান্নার ঝামেলা অনেকটাই এড়িয়ে চলি অথবা আমাকে এত বড় দায়িত্ব দেয়া হয় না yahoo । ছোট খাট রান্না করি তাও প্রতিদিন সকাল বেলা । ঈদ কিংবা বিভিন্ন মেহমানদারী করার জন্য আমার শাশুড়ী অথবা ভাসুরের বউ রান্না করে থাকেন । একসাথে বেশী তরকারী রান্না করলে কি হবে না হবে এজন্য শাশুড়ী ভয়ে দেন না রানতে ।



রান্নার অনেক ঝামেলা বাপরে । কি দিয়া কি রান্না করতে হবে । কোন মাছের সাথে কোন সবজি । এসব চিন্তা করলে মাথা ঘুরায় । সকালের রান্নার যোগাড় পাতি শাশুড়ী রাতে বলে দেন । সকালে মেয়েটা কাটাকুটি করে দিলে আমি রান্না করে ফেলি ।



সীন+মীম শুধু রোস্ট খেতে চায় । তো এবার ভাবী আসলে ভাবীর কাছ থেকে রোস্ট রান্না শিখে মোটামুটি ধরণের কিছু একটা হইছিল আশাকরি ভবিষ্যতে ভালই রান্না করতে পারব ইনশাল্লাহ big_smile



এবার দেখে নেই আমার রোস্ট রান্না কেমন হয়েছিল .......... দই একটু বেশী হয়ে গেছিলো । টক টা একটু বেশীই লাগছিল কিন্তু আমার কাছে ভালই লাগছে । বাচ্চারাও খাইছে মজা করেই ।

উপকরণ :



১। মুরগী ৩ টা

২। পেয়াজ কুচি আবার বাটা পেয়াজ

৩। রসুন বাটা-

৪। আদা বাটা

৫। দই

৬। দাড়চিনি/এলাচি/তেজপাতা

৭। জিরা বাটা

সবই আন্দাজ মত দিছি । নো মাপ টাপ.......



১। প্রথমে পেয়াজ আদা রসুন বাটা একত্রে মাংসের সাথে মাখিয়ে দইয়ে ডুবিয়ে রাখি আধাঘন্টা





২। ডুবো তেলে মাংস ভাজতে থাকি.........

[video (unkown provider)]





৩। একে একে সবগুলো ভেজে নামিয়ে রাখি





৪। পেয়াজ কুচি





৫। যে তেলে মাংস ভেজেছিলাম সেখানেই পেয়াজ কুচি ছেড়ে দিলাম

[video (unkown provider)]





৬। পেয়াজ ভাজা ভাজা হলে সেখানে একটু জিরা বাটা, রসুন বাটা পেয়াজ দিলাম খানিকটা





৭। আরেকটু দই দিলাম





৮। তেল ভাসার অপেক্ষায় আছি ।





৯। তেল ভাসলে মাংসগুলো ছেড়ে দিলাম ।





১০। তারপর ঝুলটা ঘন হয়ে আসলে আমার রোস্ট রান্না শেষ হলো





১২। নেন সাথে পোলাও .......... খালি রোস্টে চলবে কি করে ....... smile smile





তারপর গরম ঠান্ডা পরিবেশন করুন ছবির হাতের প্রথম রোষ্ট রান্না



বিদ্র: সোহানী বলেছেন: দারুন.... তবে আপু, রোস্টের কালার আনার জন্য পেয়াজ ভেরেস্তা করে সবার শেষে গুড়া করে দিয়ে দিবেন। স্বাদে গন্ধে ভালো হবে।



আপনারাও্ এমনভাবেই ট্রাই করবেন । ধন্যবাদ

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:০০

সোহানী বলেছেন: দারুন.... তবে আপু, রোস্টের কালার আনার জন্য পেয়াজ ভেরেস্তা করে সবার শেষে গুড়া করে দিয়ে দিবেন। স্বাদে গন্ধে ভালো হবে।

১৫ ই মে, ২০১৪ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে আপি এত কিছু জানি না তো । এখন শিখে যাবো একটু একটু করে । ধন্যবাদ আপি

২| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ওয়াও !!! খেতে ইচ্ছে করছে। সোহানী আপুর দেয়া তথ্য অংশটুকু পোস্টে আপডেট করে দিতে পারেন।

১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা দিয়ে দিচ্ছি । অনেক ধন্যবাদ :)

৩| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:২৬

টিঙ্কু জিয়া বলেছেন: খিদা লেগে গেলো গো আপা !!!! :( :( :(

১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে......... দাওয়াত দিবনে আবার রান্না করলে

৪| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:৩৭

ঢাকাবাসী বলেছেন: চমৎকার রেঁধেছেন।

১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু

৫| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:৪০

তীর্থ ৫২ বলেছেন: খামু :(( :(( :((

১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগামী তে রান্না করলে দাওয়াত দিবনে । থ্যাংকস

৬| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:১৫

বিপ্লব৫৫ বলেছেন: শুধু রেসিপিতে হবে না। রান্না করে খাওয়াকে হবে। ;)

১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওকে ......... ধন্যবাদ

৭| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৩

ক্যাপস্টেন বলেছেন: দেখে আমারও তো খেতে ইচ্ছে করছে। আমি নতুন ব্লগার। আপনাদের জন্য মেজবান আয়োজন করেছি। আমার ব্লগে দাওয়াত।

৮| ১৬ ই মে, ২০১৪ সকাল ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: দাওয়াত খেয়ে আসছি ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.