নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মে ফুল..........

১৮ ই মে, ২০১৪ সকাল ১০:৪৮

প্রতি বছরই বাংলাদেশ ব্যাংকের ফুলের বাগে মে ফুল ফুটে । সময় করে গিয়ে ছবি তোলা আর হয় না । এবারও এর ব্যতিক্রম হয়নি । অনেকগুলো মে ফুল ফুটেছে । ফুটেছে চারপাঁচদিন আগে । কিন্তু ছবি তোলার সুযোগ হয়না । লোকজন বেশী থাকে । লজ্জাও লাগে । শেষ পর্যন্ত আজ কয়েকটি ছবি তুলেছি। সোনালী গেটে দুপাশে দশ বারোটি টবে ফুটেছে অসম্ভব সুন্দর মে ফুল । মনকাড়া সৌন্দর্য নিয়ে সে ফুটে প্রতি বছর মে মাসে । থাকে আট দশ দিন । যখন ফুলটি ফুটে তখন গাছের পাতা টাতা কিছুই থাকে না । ফুলটি মরে যেতে থাকলে তখন সবুজ পাতাগুলি গজায়



মে মাসে ফুটে বলেই এই মে ফুল নামে পরিচিত । মে মাসে অন্য ফুলও ফুটে । ব্যাংকের গেইটে একটা সাদা কাটগোলাপ উফ অসহ্য সুন্দর সাদা ফুলে ভরে আছে গাছটি ।



মে মাস এলেই গোলাপী/লাল রংয়ের ফুটবলের মত ফুলটি ফুটে থাকে গাছে । এই ফুলটির জন্মস্থান সম্ভবত আফ্রিকা । মে ফুল ছাড়াও এর নাম রয়েছে আরো বল লিলি, গ্লোব লিলি, পাউডার পাফ লিলি বা আফ্রিকান ব্লাড লিলি নামেও পরিচিত।



বাগানের মালি কয় এপ্রিলের মাঝামাঝিতে গাছটি মাটি ফুঁড়ে বের হয় । সবুজ ডগায় পাতা ছাড়া ফুলটি ফুটে মে মাসে । গোলাকার মিষ্টি গোলাপী আবার মনে হয় লাল রঙ । এ গাছগুলো নাকি ডিসেম্বরের দিকে মরে যায় । মাটির নিচে আলোর মত শেখড় থেকে পরের বছর আবার ফুল ফুটে ।



আমারও খুব ইচ্ছে করছে এমন ফুল টবে লাগানোর smile



ব্যাক গ্রাউন্ড সোনালী হওয়াতে ছবিগুলো তেমন ভাল আসেনি.......

১।





২।





৩।





৪।





৫।





৬।





৭।





৮।





৯। সাদা কাটগোলাপ ফুল......



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ সকাল ১১:২৩

রাইসুল খান বলেছেন: সত্যিই ফুল গুলো সুন্দর, কাঠগেপালাপ টা বেশি সুন্দর।

১৮ ই মে, ২০১৪ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রাইসুল ভাইয়া

২| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:২৬

সোহানী বলেছেন: ওয়াও.... দারুন !!!!!!!!!

১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি :)

৩| ১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর ।

১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দেশী ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.