নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
শ্যামপুর ইকোপার্ক ঘুরে এলাম আমরা তিন ভাই বোন আর সীন মীম...
১৩-০৫-২০১৪ তারিখে অফিস বন্ধ থাকার সুবাধে আমার ছোট ভাই এসেছিল বাসায় । প্ল্যান করলাম কোথাও না কোথাও ঘুরব । আশে পাশে কোন জায়গা খুঁজে না পেয়ে শেষে ইকো পার্কের কথা মনে হল । আগে কখনো যাওয়া হয়নি ।
রিক্সাওয়ালারাও চিনে না । রিক্সা করে বুড়িগঙ্গা ব্রীজের এখানে নেমে অন্য রিক্সা করে শ্যাম পুর ইকো পার্ক গিয়ে পৌছলাম । বিকেলটা ছিল মেঘাচ্ছন্ন । একটু ভয় ভয়ই লাগছিল । তবে ভালও লাগছিল কারণ রোদ বেশী হলে হয়তো বের হতেই পারতাম না । সেদিন খুব বাতাস ছিল ।
টিকেট কেটে ঢুকলাম আমরা । বাহ বেশ সুন্দর পরিবেশ । এত মানুষের ভীড় নাই শো শো বাতাস বইছে । সামনে বুড়িগঙ্গা নদী । আহারে কি রোমান্টিক মুহুর্তগুলো ছিল । রাস্তা দিয়ে সোজা হেটে আমরা ঘাটে পৌঁছালাম । গিয়ে দেখি নৌকা সারি সারি দাড়িয়ে আছে । প্রথমেই ইকো পার্ক না ঘুরে নৌকায় উঠে পড়লাম কারণ তা-সীন+তা-মীম নৌকায়ই উঠতে চাইলো প্রথম ।
বেটারা মামার সাথে হেব্বি আনন্দ পাইছে । আমরা ভয় পাই ঢেউ আসলে বেটারা ভয় পায় না তাজ্জব । যদিও কালা পানি কিন্তু এখন তো পানির মৌসুম তাই তেমন কাল আর গন্ধ ছিল না পানিতে । আধাঘন্টা ঘুরছি নৌকাতে । আর ইচ্ছেমত ছবি তুলছি।
আমার ক্যামেরা মরার শেষ প্রান্তে এসে গেছে বুঝি । বার বারই অন্ধকার স্ন্যাপ উঠে বুঝতেছি না কেন এমন হচ্ছে । আমি তাদের ছবি উঠালে সুন্দর আসে আর তারা আমার ফটো উঠালে কালো আসে sad কি বেসম্ভব কাজ কারবার । যাই হোক আধাঘন্টা ঘুরার মাঝেই হঠাৎ দেখি আকাশ কালো হয়ে আসছে আর জোরে বাতাস বইছে । মাঝি বলল আর ঘুরা যাবে না । ঘাটে নাও ভিড়াতে হবে । বিপদজনক মুহুর্ত । আমরা আর না করিনি । শেষ পর্যন্ত উঠে আসলাম নদী থেকে । এসে যে খানিক্ষণ ইকো পার্ক ঘুরে দেখব তা আর হয়ে উঠেনি ।
ঝড় তুফানের ভয়ে তখনই চলে আসি ।
১।বেশ প্রশস্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন ........
[img|http://i.imgur.com/jW2cgOI.jpg
২। তা-সীন হেটে যাচ্ছে.....
৩। দু পাশে কামিনী ফুলের গাছ লাগিয়েছে । ফুল ফুটলে বেসম্ভব ভাল লাগার স্থান হবে । ঘ্রানে মাতাল করে দিবে ।
৪। ঘাটে দুইটা নৌকা.......
৫। নৌকা.....
৬। নৌকার মাথায় বসে অনেক ছবি উঠাইছি । সবারগুলো ভাল আসছে কিন্তু আমার ছবি ভাল আসেনি ।
৭। কি ঢেউ রে বাবা উথাল পাথাল..........
নৌকায় আধা ঘন্টা ঘুরলাম। আবহাওয়া খারাপের কারণে বেশীক্ষন থাকতে পারিনি। যেই না রিক্সায় উঠছি আর ঝড় শুরু। ফ্লেক্সি দোকানে অনেক্ষণ বসেছিলাম। বসে বসে আইস্ক্রিম খেলাম। বৃষ্টি থামলে বাসায় আসছি মাগরিবের আযানও পড়ছে সাথে সাথে ।
৮। বেটারা মামার সাথে কি খুশি দেখেন....
৯। ইকো পার্কের একাংশ
১০। গোল ঘর আছে কতগুলো । এখানে বসতে অবশ্যই ভাল লাগবে । কারণ পাশে নদী । ঠান্ডা বাতাস মন ভাল হয়ে যাবে নিশ্চয়ই ।
১১। গোল ঘরে সুমি হেটে যাচ্ছে
১২। রাস্তার দুপাশে সাদা সাদা কাঠ বেলী ফুটে আছে........ । তখন অন্ধকার ছিল তাই ফ্লাশ পড়ে গেছে
১৩। আড্ডা চলছে.........
১৪। গোল ঘর
১৫। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা গুলো দেখে যে কারো ভাল লেগে যাবে
১৬। বৃষ্টি.............
আমার ক্যামেরা নষ্ট হওয়ার পথে
১৯ শে মে, ২০১৪ দুপুর ১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন যেন না হয় ।
ধন্যবাদ
২| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে বাহ! এই জায়গা সম্পর্কে তো জানতামই না!
১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জানিয়ে দিলাম । এবার ঘুরে আসুন ছবি তোলে আমাদের দেখান ধন্যবাদ
৩| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:২৯
সঞ্জীবনী বলেছেন: ভালো লেগেছে আপু
১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল আপু । ধন্যবাদ ভাল থাকুন...
৪| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৫৮
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: পার্কটি খুবই ছোট পরিসরে করা হয়েছে। তবে স্থানীয়দের জন্য বিকেলে সময় কাটানোর জন্য ভাল একটি ব্যবস্থা হয়েছে।
১৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম । ধন্যবাদ
৫| ১৯ শে মে, ২০১৪ দুপুর ২:০২
সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম।
শেয়ার করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।
১৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সুমন দা
৬| ১৯ শে মে, ২০১৪ দুপুর ২:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পোষ্ট ভাল লাগল আপু।
১৯ শে মে, ২০১৪ দুপুর ২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুজন ভাইয়া
৭| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:০৮
সময়ের ডানায় বলেছেন: বেশ পোস্ট। ছবিগুলা দারুণ হইছে।
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
৮| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৭
হেডস্যার বলেছেন:
সুন্দর পোষ্ট। শ্যামপুর ইকোপার্ক নামে কিছু আছে বলে জানতাম না।
একটু ক্লিয়ার করে যদি বলতে্ন কিভাবে যাব... :#>
১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা নতুন হইছে মনে হয় একবছরও হয়নি ।
এই প্রথম গেলাম । বুড়িগঙ্গার তীর ঘেষেই এই পার্ক ।
ধন্যবাদ
৯| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:০৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: নতুন একটি পার্ক সম্পর্কে জানলাম।
ধন্যবাদ।
১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ বঙ্গভূমি
১০| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:২৯
হামিদ আহসান বলেছেন: এখানে যে একটা ইকু পার্ক আছে ভুলেই গেছিলাম। একবার সাইন বোর্ডটা দেখেছিলাম আরকি। এছাড়া এসম্পর্কে আর কিছুই জানতাম না। আপনার সুন্দর পোস্টটা দেখে ভাবছি যাবো একদিন......................
২০ শে মে, ২০১৪ সকাল ১০:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম...... ধন্যবাদ
১১| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:৫২
দি ভয়েস বলেছেন: বাহ ! বেশ চমৎকার যায়গা তো । তবে আপনার ছবিতেই একটা চক্কর লাগিয়ে এলাম । কপালে থাকলে একবার যাব নিশ্চই ।
২০ শে মে, ২০১৪ সকাল ১১:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাল্লাহ
ধন্যবাদ
১২| ২০ শে মে, ২০১৪ রাত ৩:১৩
কামরুল ইসলাম রুবেল বলেছেন: কিভাবে যেতে হয়?
২০ শে মে, ২০১৪ সকাল ১১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি ফরিদাবাদ থেকে রিক্সা করে গিয়েছি ।
ধন্যবাদ
১৩| ২০ শে মে, ২০১৪ দুপুর ১২:৩২
জাহিদ ২০১০ বলেছেন: এই ইকো পার্কের বয়স এক বছর না আরও বেশি। আপনি খুব ভালো সময়ই গিয়েছেন। যদি আর এক মাস আগে যেতেন তাহলে বুড়িগঙ্গার অমৃত সুঘ্রাণ পাইতেন।
আমার একজন পরিচিত লোক বলছিল সেখানে যাবে কিনা। আমি বলছিলাম যাইতে পারেন তবে সেখানে গিয়ে আমার চৌদ্দগুষ্টি উদ্ধার করতে পারবেন না কিন্তু।
ছবিগুলান ভাল লাগছে।
২০ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম পানি বেশী হওয়াতে সমস্যা হয় নাই । ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:০১
ঢাকাবাসী বলেছেন: চিন্তা কইরেন না বছর দুয়েক যাউক দেখবেন আম্লীঘের পান্ডারা সব দখল কইরা দুকান আর ফ্লাট বানাইসে! ইকো হুঁ!