নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১।
কি করি কি করি! ভেবে ভেবে সময় পার,
অলসতা করতে গিয়ে কাজ জমলো হাজার
২।
কাজ তো বড় নয়; বড় হলো মানুষ
ইচ্ছা থাকলে মঙ্গলেও উড়ায় ফানুস।
৩।
আজ না, যাব না হয় কাল,
অসুবিধা কি পরশু গেলে?
সুন্দর মুহুর্ত থাকে না বসে
যাবে কি করে...
পরশু সময় না পেলে।
৪।
সময় নেই সময় নেই বলে
তোমরা চেঁচাও!
সময় বের করা নিজের কাছে
এত কেনো প্যাঁচাও।
৫।
জীবন হল যন্ত্রের মত
থাকি শুধু বিজি
ফাও কামে সময় যত
থাকি না ইজি।
৬।
গুছিয়ে করলে কাজ
সময় পাবে অধিক
ক্লান্তি ছুঁবে না কভু
শরীর থাকবে ঠিক।
৭।
ইচ্ছে করলে সবই হয়
যোগ দেয়া যায় আনন্দে
ইচ্ছেগুলোরে মনে এনে
সব কাজে যাও সানন্দে।
৮।
যোগাযোগ ছাড়া নষ্ট হয়
যত আত্মীয়তা
যোগাযোগেই তো রক্ষে হয়
সব আন্তরিকতা।
৯।
সময় নেই বলে কেনো
ভুলে গেলে সব সম্পর্ক
বিপদে পড়লে কে আগাবে
মিথ্যেই সব যুক্তি তর্ক।
১০।
সময় থাকতে স্বার্থ ভুলে
হয়ে উঠো সামাজিক
সবই করতে হবে, অযথাই
খাঁড়া করো না লজিক।
১১।
একটা পল দুইটা পল
হাজার লক্ষ কোটি দামী
অলসতা করে কভু
মাঝপথে যেয়োনা থামি ।
১২।
সবই থেমে যাবে
অতলে হারাবে একদিন
সময় চলে যাবে
পথ চলা হবে সঙ্গীহীন ।
০৩ রা জুন, ২০১৪ দুপুর ১২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর লিখছেন । অনেক ভাল লাগা রইল
================
১।
ফাঁকি দেয়া স্বভাবে
করবোটা কি কন?
কাজের বেলায় ঘুমে
স্বপ্নে প্রিয়জন......
২।
কাজীরা কি কাজ করে নাকি
বিচার তাদের কাজ
কি সমস্যা বলেন দেখি ভাই
বিচার করব আজ ।
৩।
বললেই কি আর হয় সব
বলেন দেখি আমারে!
একটু পরে করছি বলে
সব কাজই হয় জমারে ।
৪।
সে কথাটি জানি ভাইরে
তুমি আমি সকলে
জেনে বুঝেই ভুল করি
মাথা নষ্ট চিন্তার দখলে ।
৫।
যন্ত্রের মত মানুষ ছুটে
টাকা কামানোর পেশায়
হাসি খুশি ভুলে সব
মত্ত থাকে নেশায় ।
৬।
কাজের আগে ভাবা হয় না
করি যখন যা মন চায়
উলট পালট সব জীবনযুদ্ধে
শেষে করি হায় হায় ।
৭।
অনেক ইচ্ছায় উপায় নাই
দু:খরা ঘর বাঁধে মনে
চুয়ে চুয়ে হৃদে রক্তক্ষরণ
কষ্ট দেয় যে আপনজনে ।
৮।
ভালবাসার গভীরতা
আছে নাকি এই ভবে!
ভুলে গিয়ে যোগাযোগ
সম্পর্ক ঠিক রয়েছে কবে?
৯।
অজুহাত দিয়ে দিয়ে
থাকে সে দুরে দুরে
সময় চলে গেলে পরে
মরবে পিছে ঘুরে ঘুরে ।
১০।
কতজন আর হতে পারে বল
বড় মনের অধিকারী
মানুষের জন্য মানুষ নয় আর
হয় না পরোপকারী ।
১১।
সালের পর সাল পেরিয়ে
কেটে গেল যুগ যুগ
আলসেমীতে তরুন বয়স
যৌবনে বুড়ো রোগ ।
১২।
একলা আমি একলা তুমি
যেতে হবে একলা
ভেবে যদি থাক সঙ্গী হবে
তাইলেই কিন্তু ঠকলা ।
২| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
দাদা- বলেছেন: আপনিও অনেক সুন্দর লিখছেন । অনেক ভাল লাগা রইল ।
০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:৪১
দাদা- বলেছেন:
১।
ফাঁকি দিলেই পড়বে ফাঁকে
বুঝবে পরে ঠেলা,
কাজের সময় কাজ করো তাই
করোনা অবহেলা ।
২।
কাজের জন্যই মানুষ কাজী,
মানুষের জন্যই কাজ,
ইচ্ছা থাকলে করেই ফেলো
সরিয়ে মুখের লাজ।
৩।
সময়ে সব করাই ভালো
সময় থাকে না বসে,
হাতে নিয়ে সময় খানিক
ঘুরে বেড়াও চষে।
৪।
সময় কারো হয় না যে দাস
সময়ের দাস মোরা,
বের করা তাই কষ্ট সাধ্য
অসময়ের ঘোড়া ।
৫।
জীবনযন্ত্রে নিষ্পেষিত
সদাই ব্যস্ত তাই,
আসল কামে কামাই করে
দিন আনি দিন খাই ।
৬।
কাজের আগে ভাবতে হবে
কেমনে করলে কাজ,
স্বল্প সময়ে সঠিক কাজে
পাবেই তুমি তাজ ।
৭।
ইচ্ছে করলে উপায় আসে
আসে খুশি মনে,
বাঁধভান্গা সব ইচ্ছানন্দ
ভাসে মনের কোণে।
৮।
মনপ্রাণে ভালোবাসা যত
বাড়ায় গভীরতা,
সময় সময়ে সব যোগাযোগে
থাকে তবে আত্মীয়তা।
৯।
না দিয়ে কোন অজুহাত
সময় নাইকো বলে,
পারো থাকতে বন্ধুর দ্বারে
যখন বিপদ এলে।
১০।
সময় করে পরের তরে
ওঠো'হে পরোপকারী,
মানুষের জন্য মানুষ যখন
কোন যুক্তির ধার না ধারি।
১১।
বিন্দু দিয়ে সিন্ধু হলে
পল পল দিয়ে সাল,
আলসেমি সব দুরে রেখে
ছেড়ো না বন্ধু হাল।
১২।
এই ভাবেই কোন একদিন
সময় যাবে থেমে,
একলা তখনই যেয়ো বন্ধু
না রেখে কাউকে বামে।
........................