নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১।
বৃষ্টি ঝরছে দিনটি ধরে
হিম হিম হাওয়া
চুপটি করে ঘরে বসে
চিড়ে ভাজা খাওয়া।
২।
বিন্দু বিন্দু বৃষ্টির জল
সবুজ পাতায়
ফোঁটা হয়ে ঝরে পড়ে
চোখের পাতায়।
৩।
ভিজতে ভারি মজা
আহ!গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে
মন প্রাণ জুড়ায় যেন
বৃষ্টির অপরূপ সৃষ্টিতে।
৪।
বৃষ্টি এলেই দেখি সবে
মাথা ঢাকে ছাতায়
একটুখানি রহমতের ফোঁটা
পড়তে দাওনা মাথায়!
৫।
মেঘের ফাঁকে উঁকি দিল
তির্যক আলোর সূর্য
হঠাৎ করে ঝরে, ঝরোঝর
রোদ বৃষ্টির মৌখর্য।
৬।
সবেগে বর্ষিত হলো
এক পশলা বৃষ্টি
সবুজ হলো আরো সবুজ
চোখের মেললো তুষ্টি।
৭।
বৃষ্টি বুঝি ভয় পাও
মাথায় তাই ছাতা
ভিজলে একটু হয় কি
পাবে নাকি ব্যথা।
৮।
কান্না যেনো শুনতে পাই
বৃষ্টি ঝরছিল যখন
আমার কান্না উড়িয়ে নিয়ে
বৃষ্টি ঝরছিল তখন।
৯।
রাতের বৃষ্টি নিয়ে আসে
চোখে বেঘোর ঘুম
হিম দেশের স্বপ্ন রাজা
চোখে বসায় চুম।
১০।
বৃষ্টি নিয়ে রচিত হয়
কাব্য শত হাজার
বৃষ্টির পরশে শিহরণ
মম হৃদ মাঝার।
১১।
আঁধার কালো আকাশ
ঝরায় বৃষ্টি ঝমঝম
এমন দিনে ঘরের কোনে
পরিবেশটা থমথম।
১২।
আষাঢ় মাসে থই থই পানি
মাঠের পর মাঠ জুড়ে
ঢেউয়ে ঢেউয়ের ঘর্ষনে যেনো
ঝাঁক ঝাঁক বক উড়ে।
১৩।
ভারি বর্ষনে পড়ে যায়
মাছ ধরার ধুম
রাত বিরাতে মাছ ধরে
হারাম হয় ঘুম।
১৪।
বৃষ্টির দিনে খেতে মজা
ইলিশ খিচুড়ি
আরো ভাল সিঙ্গারা আর
মচমচে ডাল পুরি।
১৫।
বৃষ্টি আমার ভালবাসা
ভেজায় মন প্রাণ
বৃষ্টির পরে ভাল লাগে
ভেজা মাটির ঘ্রাণ।
২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৪
স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন:
২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন:
৩| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১:০৪
শেরজা তপন বলেছেন: অকাব্য কোথায় বেশ প্রানবন্ত কাব্যই হয়েছে!
অফটপিক: 'মৌখর্য' শব্দটা এর আগে শুনিনি। অর্থটা জানাবেন কি?
২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: মুখরতা এর অর্থ থ্যাংকস
৪| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১:২০
ৎঁৎঁৎঁ বলেছেন: বৃষ্টি বুঝি ভয় পাও
মাথায় তাই ছাতা
ভিজলে একটু হয় কি
পাবে নাকি ব্যথা।
বৃষ্টি কাব্য মজা হইসে!
২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে
৫| ২২ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৭
হাফিজ হিমালয় বলেছেন: বাহ। এক ঝাঁক বিষ্টি
২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ হাফিজ ভাইয়া
৬| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৪
আমি দিহান বলেছেন: ন্যানো কাব্যগুলো খুব ভালো লাগলে।
নিরন্তর শুভকামনা।
২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট
৭| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৯
হামিদ আহসান বলেছেন: ভিজে গেলাম তো....................
সুন্দর হইছে কাব্যমালা.................
২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছাতা দিব নাকি । থ্যাংকো
৮| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার ছন্দমালা। হবু সত্যেন বাবু .......
২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: লজ্জা দিয়েন না । অনেক ধন্যবাদ
৯| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: মৌখর্য মানে মুখরতা
১০| ২৪ শে জুন, ২০১৪ সকাল ৭:১৫
রাহাগীর মনসুর বলেছেন: বাহ
২৪ শে জুন, ২০১৪ সকাল ১০:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১১| ২৪ শে জুন, ২০১৪ সকাল ১০:৪০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বৃষ্টি আমার ভালবাসা
ভেজায় মন প্রাণ
বৃষ্টির পরে ভাল লাগে
ভেজা মাটির ঘ্রাণ।
বেশ ভালো লাগলো ! ++
সময় হলে আমার ব্লগে ঘুরে যাবেন !
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৫
অ্যামফিবিয়্যাস বলেছেন: ৯ আর ১৫ খুব ভাল লাগলো