নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
পথের ধারের মানুষগুলা শুবে আজ কোনখানে
বাসস্থান ভাসিয়ে নিল অঝর ধারার বরষনে।
তৃপ্তির ভেলা ভাসিয়ে দি জলবিহারে আপনমনে,
প্রাসাদে বাস করি তাই, বর্ষা বরণ সুরের টানে।
জলে ভেজা চুলা জ্বলবে না ফুটপাতের আবাসনে,
স্বপ্ন সব ভেসে যায়, বরষার ঐ জোয়ারের টানে।
খেটে খাওয়া মানুষরা রাত কাটাবে কই, কে জানে!
নদী সাগর ভাঙ্গেনি, শহর ডুবে তবু বর্ষা বানে।
শহরের অলিগলি, কালো পানিতে ভাসে ক্ষণে ক্ষণে,
অচিন্তিত নগর রাস্তা, প্রায়ই বিপদ ডেকে আনে।
কবে যে সুন্দর শহর পাবো, চেয়ে আছি পথপানে,
পথের মানুষরা মাথা গুঁজবে, নতুন আবাসনে ।
২৪ শে জুন, ২০১৪ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সোহেল ভাই
২| ২৪ শে জুন, ২০১৪ দুপুর ২:১৬
বকুল০৮ বলেছেন:
মানবিক কবিতা- ভালো লাগা!
২৪ শে জুন, ২০১৪ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বকুল ভাই
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৪ দুপুর ১:০১
সাইফুল সোহেল বলেছেন: অসাধারণ