নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

পাঁচটি লিমেরিক......

২৫ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪৫

লিমেরিক-১ (মৌসুমি ফল)

----------------------------------

মৌসুমী ফল মৌসুমে খাব, এটাই নিয়ম নয়কি?

অসময়ে জমিয়ে রাখা ফল খেয়ে তৃপ্তিটা হয়কি?

বিষ মিশিয়ে লোভ দেখিয়ে

টাকা কামাই লোক ঠকিয়ে

মানুষের শত্রু মানুষ, তিক্ত যন্ত্রণা প্রাণে সয় কি!





লিমেরিক-২ (পতাকার উল্লাস)

---------------------------------

বিশ্বকাপ জ্বরে এত বাকবিতন্ডা এতো উল্লাস এত আনন্দ

ভিনদেশী পতাকা নিয়ে বাঙালীর অতি ভক্তি মনে লাগে দ্বন্ধ;

বাড়ির ছাদে রঙ বেরঙের পতাকার বাহার

আহা কিঞ্চিত ব্যয়েই জুটত গরীবের আহার;

বড় বড় পতাকার ব্যয় গরীবরা পেলে হতো নয় কি মন্দ!



লিমেরিক-৩ (বিশ্বকাপ উল্লাস)

-----------------------------------------------

বল একটা, বাইশজনের মাঝে ছড়ায় উত্তাপ

ধাওয়া পাল্টা ধাওয়া, গোলবারের কাছেই চাপ

হাজার কোটি চোখ টিভির পর্দায়

আড্ডা রাতভর চা, পান জর্দায়;

আনন্দ উল্লাস শেষ; শেষ হবে যেদিন বিশ্বকাপ।



লিমেরিক-৪ (বরষা)

----------------------------

ঝরো ঝরো বরিষে বরষা; মন ভিজে শীতল ধারায়

দখিনা বায়ে বারিষের অঝর ধারায় মন হারায়

বৃষ্টি পড়ে ঝির ঝির

পাতা কাঁপে থির থির

দুষ্ট অভি বৃষ্টিতে ভিজবে বলে আনমনে পা বাড়ায় ।



লিমেরিক-৫ (অপরিকল্পিত নগরি)

------------------------------------------------

যন্ত্রের এই ঢাকা শহরে যদি নামে, দিনভর বৃষ্টি,

খানাখন্দ রাস্তার পর রাস্তায় হয় যে, জ্যামের সৃষ্টি;

উঁচু নিচু রাস্তায় জলে থৈ থৈ

পানি যে নামবে সে পথ কৈ!

অলিগলি কালো পানিতে ভাসে, যতদুর যায় দৃষ্টি।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৪ বিকাল ৫:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দর লিমেরিক!

সময়ের সত্যকে ধরার চেষ্টা!!!!

+

২৬ শে জুন, ২০১৪ সকাল ৯:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ বিদ্রোহী :)

২| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১১:৫০

এসএমফারুক৮৮ বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.