নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
লিমেরিক-৬ ( মানুষরে করে মানুষ অবহেলা)
——————————————————
চুরিদারি, খুন খারাবি, মানুষকে মানুষ করে অবহেলা
মানুষরা মানুষ নিধন করে ভাসায় স্বপ্ন সুখের ভেলা;
অস্থায়ী বাস দু’দিনের দুনিয়ায়
আচম্বিতে পাড়ি অনন্ত অজানায়,
আলো নিভে যাবে একদিন, ভেঙ্গে যাবে সব সুখেরই মেলা।
লিমেরিক-৭ (যান্ত্রিক মানুষ)
—————————————————-
ঢাকা শহরের মানুষগুলো কেমন জানি হয়ে যাচ্ছে অচেনা, যাচ্ছে তাই
রাস্তায় পড়ে থাকলেও কেউ দেখায় না দয়া, কেউ নয় আর ভাই ভাই
তুচ্ছ কারণে একে অপরকে ধরে মারে
বিপদ নিতে চায় না কেউ, নিজ ঘাড়ে;
তাইতো ঢাকার রাস্তায়, অলিগলিতে শুধু যান্ত্রিক মানুষের দেখা পাই।
লিমেরিক-৮ (ব্যস্ত জীবন)
————————————–
দিনের আলো যায় চলে ব্যস্ততায়; খোকারা থাকে একা
রাতের বেলা শাসন কোশন; বেদম চলে পড়ালেখা
পড়তে পড়তে রাত বাজে যখন দশটা
খোকাদের চোখে এসে যায় ঘুমের রেশটা
গল্প গুজব হয়না ; আলো নিভে পাই আঁধারের দেখা।
লিমেরিক-৯ (ঘুমের আকাল)
——————————————-
ঘুমের কেনো এমনতরো লাগল রে ভাই আকাল
মধ্যরাতে ঘুমিয়ে হায়! উঠতে হয় সাত সকাল;
অসাড় দেহে দুনিয়ার ঘুম চোখে নামে
রাত কেটে যায় স্বপ্নহীন বেঘোর ঘুমে,
ব্যস্ত দিনে এটা ওটা করতেই, নেমে আসে বিকাল।
লিমেরিক….১০ (জোনাকি বেলা)
————————————————–
একদা জোনাকিরা উড়াউড়ি করতো আধো আলো ছায়ার জোছনায়
উদ্যম নাচে গানে ঝিঁ ঝিঁ পোকাদের সাথে হারাতাম সুরের মূর্ছনায়
বাঁশের ঝাড় থেকে কতক জোনাকি ধরে
সফেদ আতশ বোতলে রাখতাম ভরে;
জোনাকি বেলা হারালো অকালে, এবেলা কেঁদে যাই অনুশোচনায়।
০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ হামিদ ভাইয়া
২| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১১:৩৯
টুম্পা সাড়া বলেছেন: কতদিন যে হলো জোনাকির দেখা পাই না...
৩| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: লিমেরিক ৭ বেশি ভাল লেগেছে ।
০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:১০
রাগিব নিযাম বলেছেন: লিমেরিক নিয়ে পড়ে থাকুন, এ লাইনে খুব কম মানুষই আসে। ভালো লেগেছে। ++
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
৫| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১১:১৭
হামিদ আহসান বলেছেন: ভাল লাগা রইল চমৎকার লিমেরিকগুলোতে..........................