নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনা....৩

০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৪

ঘন আঁধার ঘরে বাস হবে, একা সুনসান

পাপী তাপী অধম বান্দায় করলে গুনগান

তোমার তরে প্রভু, একটু যেনো পাই দয়া

চলতে ফিরতে রেখো হেদায়েতেরই ছায়া।

ঈমানের সাথে তরাইতে চাই শেষ খেয়া

যেদিন নিয়ে যাবে জান, পড়ে রবে কায়া।

ভুল পথ হতে ফিরাও আমায় থাকতে সময়

আখেরী ভাবনা লয়ে দ্বীনেতে বাড়াও প্রণয়।

চোখের রঙ্গীন পর্দা সরায়ে, তব পবিত্র করে দাও মন

শুদ্ধপবিত্রতায় জীবন সাজাই, চল তবে এই করি পণ।



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৫

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ,




প্রার্থনা সব সময়ই সুন্দর ।
আপনার প্রার্থনার প্রতি সম্মান জানিয়ে বলি - প্রার্থনা শুধু কিছু কথা নয় । যা বলা হয় তার উপর সম্পূর্ণ শ্রদ্ধা আর তা মেনে চলাও । আমরা কজনে তা করি ? করিনে বলেই তো আমাদের আমাদের প্রার্থনার আশ্রয় নিতে হয় বার বার ।
ভুল পথ হতে ফিরাও আমায়
এটা আমরা বলতে হয় তাই বলি কিন্তু বিশ্বাস করিনে । তাই বারবার আমরা ভুল পথেই চলি । এতে আমাদের অনেক লাভ হয় , প্রাপ্তিযোগ ঘটে । এর বাইরে আমরা অনেকেই যেতে পারিনে ।
এই মেঘ এই রোদ্দুরের মতো আমরাও ক্ষনে ক্ষনে রূপ বদলাই । তাই আমাদের সমাজ, আমাদের পৃথিবীর আকাশটা মেঘেই ঢেকে থাকে , কভু নীল হয়না ।

আপনার প্রার্থনা যেন পূর্ণতা লাভ করে আমাদের সবারই সতত নিজেকে চেনার মাঝ দিয়ে ।

২| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য ভাইয়া......... চেষ্টা করে যাই বার বার

আল্লাহর কাছে প্রার্থনা চাই তিনি যেন মন ঠিক করে দেন হেদায়েত করেন । অনেক ধন্যবাদ ভাইয়া

৩| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন ------ ভাল লাগলো

০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৬

রাহুল বলেছেন: আমিন!!

০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.