নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

টুকরো অকাব্য-৩...

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৮

১।

ভাজাপোড়াই বেশি চলে

মাহে রমজানে

রসনায় মত্ত হয়ে খেতে কি

কেউ কমজানে।



২।

ছোলাবুট, বেগুনি, পিয়াজু

আর যে আলোর চপ

ডুবো তেলে ভাজা এসব

খায় সবে কপাকপ।



৩।

ঘুম চোখ বিরক্তি মুখে

খেয়ে নিয়ে সেহরী

অপেক্ষায় খুশির প্রহর

আনন্দচিত্তে ইফতারী।



৪।

রমজানে রোজা রাখা

বড্ড কঠিন উপাসনা

কায়মনোবাক্যে সাধনায়

দুর মনের আবর্জনা।



৫।

রোজার রাতে পড়লে

বিশ রাকাত তারাবিহ

আলস্যটা কাটিয়ে দিয়ে

গায়ে শক্তিটা বাড়াবি।



৬।

রমজানের দিনগুলা কাটছেরে ভাই

বড়ই আরামে আয়েশে

হচ্ছে এসব কিছুই রাব্বুল আলামিন

আল্লাহ তাআলার খায়েশে।



৭।

এগারো মাসের ভিতর যে কোন একদিন

রাখতে গেলে রোজা

তৃষ্ণায় কাতর, পেটে ক্ষিদা, দুর্বল শরীর

রাখাটা হয় না সোজা।



৮।

যত বড় দিন হউক না কেনো

কষ্ট যেনো অতি স্বল্প

হই না কাতর রোজা রেখে কভু

ব্যাপারটা লাগে কল্প।



৯।

রোজায় একটু কষ্ট হয়

কমতি পড়ে রাতঘুম

আধো ঘুম জাগরণেই

সেহরী খাওয়ার পড়ে ধুম।



১০।

রমজানের রোজা শেষে

আনন্দে নাচে হৃদ

অপেক্ষার প্রহর শেষে

আসে খুশির ঈদ।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪০

চড়ুই বলেছেন: ভালো। :) :)

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: দুষ্টু চড়ুই থ্যাংকু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.