নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মনে বাজে রূপালী গান...

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৮

এরুম ওরুমে ছড়ানো ছিটানো জিনিসপত্র গুলো..

এলোমেলো পড়ে থাকতে দেখলে মেজাজটা হতো খিটখিটে,

ঘরোয়া কাজে যখনই নিজেকে ব্যস্ত রাখতে হতো

তখনই মিউজিক প্লে অন করে কর্মে মনোনিবেশ;

গুনগুন করে গানের সাথে তাল মিলিয়ে

কাজগুলো কখন যে হয়ে যেত শেষ...

ঠেরই পেতাম না; ক্লান্তিও ছুঁতো না আমায়..

অদ্ভুত ভাল লাগায় কেটে যেতো মুহুর্তগুলো;

অফুরন্ত সময়ে অজস্র গানের দেশে ভেসে বেড়াতাম...

চান্নি পসর রাত্তিরে ভাইবোনেরা পাটি পেতে বসে পড়তাম

পুরো উঠোন জুড়ে; গানের এলোমেলো ডালি সাজিয়ে,

হেরে গলা ছেড়ে দিয়ে মাতিয়ে তুলতাম সবে গানের আসর...

গান পাগল মানুষ আমি; গানেই ফিরে পেতাম জীবন।

মন নষ্ট যদি হয়ে যেতো কখনো; জীবন লাগতো এলোমেলো

ল ভলিউমে গানে কাটতাম সাঁতার...

সব দু:খ গান ভুলিয়ে দিত, অথবা

গানের নদীর জলে ভাসিয়ে দিতাম কষ্টগুলো....

এভাবেই সুখে গান ছিল আমার নিত্য সঙ্গী...

আজ এই মুহুর্তে গান আমাকে ছেড়ে চলে গেছে....

ব্যস্ততা আর মানুষের মন কেড়ে নিয়েছে গানের ঢালি....

শূণ্য ঢালিতে ঢেলে দিয়েছে তাদের ইচ্ছেগুলো...

সেই ইচ্ছে নিয়ে গান ছাড়া আমি একা..

গান যে ছিল একদা প্রাণ; নিয়ে গেলো সময় স্রোতের টানে;

মিস করছি বড্ড সুরের অনুরণন, টুংটাং মিউজিক....

সুরেলা সেই বাঁশির সুর; মেঠোপথ ধরে গাওয়া বাউলের গান;

পল্লী ভাটিয়ালী জারি সারি; আর পুরোনো দিনের রূপালী পর্দার গান।

যা শুনলে জুড়িয়ে যেত প্রাণ।

সন্ধ্যা নামলেই যেন কানে সুরের অনুরণন তুলে পুরানো গানগুলো

"নিশি রাত বাঁকা চাঁদ আকাশে

চুপি চুপি বাঁশি বাজে বাতাসে.. বাতাসে"

অথবা,

"সন্ধ্যারও ছায়া নামে এলোমেলো হাওয়ায়

ভাল লাগে জীবনের এই গান গাওয়ায়"

খুব করে গাইতে ইচ্ছে করে যখন ভরা পূর্নিমায়

প্রকৃতির সবুজ করে জ্বলমল....

"চাঁদের হাসির বাঁধ ভেঙ্গেছে উছলে পড়ে আলো

ও রজনীগন্ধা তোমার গন্ধসোঁধা ঢালো......"

রূপালী দিনের গানেই ছিল হৃদয় নিংড়ানো সুরের ছোঁয়া।

সব চলে যায় সময়ের স্রোতে......ভেসে যায়

নিমজ্জিত হয় গভীর সমুদ্রের অথৈ....

ফিরে আসেনা আর গান; ফিরে আসেনা সুখসময়...

শুধু স্মৃতি রোমন্থন করে মন, সময়ে অবগাহন।







মন্তব্যের সাথে ভুল ধরিয়ে দিলে বেশী খুশি হবো smile

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২০

মকসুদ মনি বলেছেন: 'সব চলে যায় সময়ের স্রোতে.'....তবুও থাকে স্মৃতির হাত ধরে কেউ কেউ কিছুটা সময়।

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম । ধন্যবাদ মন্তব্যের জন্য

২| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নস্টালজিকতা ছুঁয়ে গেলো।

ভালোলাগা।

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

সুমন কর বলেছেন: ভালো লাগেনি।

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: :(( :(( :(( :(( :((

৪| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

আরজু মুন জারিন বলেছেন: ফিরে আসেনা আর গান; ফিরে আসেনা সুখসময়...
শুধু স্মৃতি রোমন্থন করে মন, সময়ে অবগাহন। :(( :(( :((

পোস্টটিতে ভাল লাগা জানিয়ে গেলাম। অনেক শুভেচ্ছা রইল কাজী ফাতেমা। ভাল থাকবেন।

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু আপি :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.