নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ঈদের শপিং.........

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৮

মৌচাক, বসুন্ধরা, চাঁদনী ছক কোথায় ভীড়টা কম শুনি!

বোরকাওয়ালী, শাড়িওয়ালী, টাইস পড়া রুনি, ঝুনি, টুনি,

একটা নয় দুইটা নয় গোটা দশেক থলে হাতে

বিরক্তির রেশ চোখেমুখে স্বামী গোবেচারা সাথে।

এক ফাঁকে রুনি ঝুনি টুনি চলে যায় পর্দার আড়ালে

লাচ্চি, জুসে তৃষ্ণা মিটিয়ে ফের কেনায় পা বাড়ালে....

স্বামী কয়, কেনাকাটার শেষ কি হবে না গো আজ!

বসি আমি, ডেকো না হয় শেষ করে তোমাদের কাজ।

লাখ টাকার শাড়ি কিনে বউ, শালীরা পাখি থ্রি পিচ

সোসাইটিতে মান রাখতে ম্যাচিংটাও যে লাগবে ইশ!

কত ছেলের পকেট ফাঁকা হলো হায়! এই সিজনে

বউ শালীর আবদারে স্বামীরা অশ্রু ফেলে বিজনে...

কালো টাকার কুমির হয়েছ ভাই, জল ফেলে বল আর কি লাভ?

টাকা হলো হাতের ময়লা, ঝেড়ে ফেলে দেখ ফের কামানোর খাব।

গাড়ি বাড়ি টাকা কড়ি কামাই করে নাও সময়ে বৈধতায়

হিসেব নিবেন দয়াল আল্লাহ, কেউ নিবে না তোমার দায়।

সময় থাকতে দান করো গরীবে, বাড়িও না পা আর, পাপের পথে

নইলে শেষ খেয়া দিতে হবে পাড়ি কিন্তু তোমায়, করে সাপের রথে,

অন্ধকার গুহায় থেমে যাবে রথ, সাপ বিচ্ছু দংশিবে সোনার দেহ

জবাব দিতে হবে একাই পাপের; সঙ্গী হবে না বউ শালী কেহ।



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৩

শায়মা বলেছেন: আপুনি এত্ত এত্ত শাড়ির উপরে বসে থাকা ছবিটা কি কোনো শাড়িউলীর?

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সব ঈদে কিনছে বুঝি ।

২| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫২

ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামীকে এমন বিপদে ফেলবেন না প্লিজ।




তবে কবিতায় বাস্তব চিত্রটা ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ।

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ বিবাহিত .... বিপদে ফালাই না

৩| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৫

সোহানী বলেছেন: অসাধারন কবিতা................. ভাইরে আমি কিন্তু উল্টা নিজে সবাইকে কিনে দিতে চেস্টা করি......

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.