নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
লিমেরিক-১৬ (আত্মীয়দের নেয়া হয় না খোঁজ)
--------------------------------------------------
হরেক রকম ইফতারীতে প্রতিদিনই হচ্ছে ভূঁড়িভোজ
আত্মীয়, প্রতিবেশীরা কি খাচ্ছে, হয় না নেয়া খোঁজ;
মাংস পোলাও বিরিয়ানি আর খিচুড়ি
বেগুনি পেয়াজু চপের নেইকো জুড়ি;
রঙ্গরসে রসনা বিলাসে স্বার্থপরের মত কেটে যাচ্ছে রোজ।
লিমেরিক-১৭ (প্রসঙ্গ সেমাই)
------------------------------------------
সোনার দেশের মানুষেরা করে কেন এমন, ঘৃনিত কাজ
খুশির দিনে সেমাই খাবো, সেই সেমাইয়ে ঘেন্না ধরে আজ,
বিস্কিট সেমাই তৈরী করতে ময়ান
ঘর্মাক্ত দেহে পাড়ায় তাগরা জোয়ান
এত লোভী মানুষ দেখে, নিজেকে বাঙ্গালী ভাবতে লাগে লাজ।
লিমেরিক-১৮ (ঈদ সেলামী চাই)
-----------------------------------------------
ধাক্কাধাক্কির কেনাকাটায় মার্কেটে, এক ফোঁটা অক্সিজেন নাইরে
হাঁসফাঁস গরমে চোখে উড়ে শস্যফুল, কোথায় যাই ভাইরে;
ভাই বলে টাকা চাই বোন বলে জামা
তৃপ্তির কেনাকাটায় নেই কোন মানা।
নতুন পেতে চায় ঈদে সবে; আমারও তো কিছু একটা চাইরে।
লিমেরিক-১৯ (ঈদের খুশি ম্লান)
---------------------------------------
ম্লান হয়ে যায় ঈদের খুশি; ঈদের বাজার বড্ড চড়া
নতুন জামা তৈরীতে টেইলাররাও কথা শুনায় কড়া,
রিকশাওয়ালা সব ঘাড়ত্যাড়া
একটু গেলে চায় দিগুন ভাড়া,
সব চাহিদার ভীড়ে; অঢেল টাকাতো আর দেয় না ধরা।
লিমেরিক- ২০(ঈদের মওসুম)
----------------------------------------
অযস্র টাকা লেনদেনে চলে এলো খুশির ঈদ মওসুম
মার্কেট, মল, ফুটপাতে রাতে দিনে চলে কেনা কাটার ধুম,
খোকাখুকু, বুড়া বুড়ি সবে চায় নতুন জামা
নতুন জামার বায়নাতে বাদ যায় না মামা;
হিসাব মেলাতে মেলাতে কর্তার, দু চোখে আসে না আর ঘুম।
২| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৪
হিলিয়াম এইচই বলেছেন: লিমেরিক বরাবরই আমার পছন্দের। আপনাকে অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৫
মামুন রশিদ বলেছেন: নাইস! ঈদের শুভেচ্ছা ।