নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মানুষ বড় স্বার্থপর......

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯

সব ঠিকঠাক আর কই থাকে!!

প্রতিদিনই নিজেকে গুছিয়ে রাখতে

কতইনা ছল ছাতুরির আশ্রয় নিতে হয়;

ঘুনপোকা ঠিকই ঠের পেয়ে যায়..

অগুছালো করে দেয় খেয়ে গুঁড়ো করে।

অদ্ভুত আচরণ মানুষের...

যতক্ষণ নিজের সব দিয়ে দিতে পারি,

ততক্ষণই যেন ভাল থাকার সময়,

ঠিক তখন মনের বাতায়নে

এলোমেলো বাতাসেরা খেলে যায় অগোচরে।

আর যখনই নিজের করে অথবা

স্বাধীনভাবে কিছু পেতে চাওয়ার আবেদন জানাই,

বাঁকা চোখে মানুষরা কিভাবে যেন তাকায়...

চোখে জ্বলে স্বার্থপরতার আগুন,

আর চোখে চোখ রাখা হয় না,

না হলে, নিজেকে পুড়িয়ে করতে হবে ছারখার;

ফিরিয়ে নিতে হয় চোখ, চোখ হতে,

পর হতে আর সময় লাগে না।

অবাক চোখে শুধু নীল প্রজাপতিদের ওড়াওড়ি দেখি,

আকষ্মিক উত্তর হতে ধমকা হাওয়া এসে

আবার সব করে দেয় এলোমেলো।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১২

আলম দীপ্র বলেছেন: আমি কবিতা লিখতে পারি না । কিন্তু কাউকে লিখতে দেখলে খুব ভাল লাগে । খুব সুন্দর কবিতা।

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনিও পারবেন ভাইয়া চেষ্টা করলে

অনেক ধন্যবাদ

২| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: অপূর্ব কবিতা +

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.