নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

পুনের মার্কেটে কেনাকাটা.......(১)

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৪





ট্রেনিং করতে গিয়ে সময় কম পাওয়া যাচ্ছিল । সকাল ১০ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ট্রেনিং টাইম। তারপর রুমে গিয়ে রেডি হতে হতে ছয়টা বেজে যেত প্রায়দিনই। এনআইবিএম থেকে মার্কেটগুলো পড়েছে অনেক দুরে দুরে। আশে পাশে কোন মার্কেট নেই আমাদের কেনাকাটার। ২২ জনের সবাই ভাগ ভাগ হয়ে একদিন এ মার্কেট তো আরেকদিন অন্য মার্কেট। শুধু চেনার জন্য সবাই এক মার্কেটে একদিনে যাইনি। তো একদিন বিকেলে গেলাম পুনের আনামোরা মার্কেট। সেখানে অনেকগুলো মার্কেট একসাথে ছিল। ছিল বিগ বাজার মার্কেট।



আমি বড় আপা আর এক কলিগ ভাই সেদিন গিয়েছিলাম সেই মার্কেটগুলোতে। কেনাকাটার চেয়ে আমার মার্কেটের আশপাশ, সেখানকার পরিবেশ, মার্কেটের ভিতর পরিষ্কার পরিচ্ছন্নতা, ভীড় কম এসব দেখে বেশ লেগেছিল। কলিগ ভাইকে বললাম চলেন আগে কিছুক্ষণ ঘুরে দেখি। এই ফাঁকে অনেক ছবি উঠিয়ে ফেললাম........



১। মার্কেটের সামনে এমনভাবেই পানির ফোয়ারা ছিল...... ঝিরঝির পানি ঝরে পড়ছে অবিরাম। পরিবেশটা বেশ..... শীতল অনুভূতি। এমন পানির ফোয়ারা বিভিন্নদিকে ছড়ানো ছিল।





২। মার্কেটের সামনের একটুক অংশ





৩। আনামোরা মার্কেটে ঢুকার মুহুর্তে





৪। মার্কেটের সামনে হালকা পাতলা মানুষের ভীড়। এ মার্কেটে অনেক বাঙালীর দেখা পেয়েছিলাম দোকানগুলোতে। বাংলায় কথা বলেই কেনাকাটা করেছি।





৫। এস্কেলেটর দিয়ে নিচে নামতেই মার্কেট শুরু......





৬। চলন্ত সিড়ি থেকে আনামোরা আর আমার প্রিয় আকাশ





৭। মার্কেটের ভিতর........ কি সুন্দর মনোরম পরিবেশ। শান্ত শিষ্ট.......





৮। মার্কেটের ভিতরকার পরিবেশ..... পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর





৯। করিডোর..........





১০। করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় এমন ছোটখাটো দোকান ছিল দেয়ালে দেয়ালে





১১। আনামোরা থেকে বিগবাজারে যাওয়ার পথ......





১২। সুন্দর চারপাশ....... ভালই লাগছিল smile





১৩। বিগবাজারে যাওয়ার পথে হঠাৎ দেখি ডাবল লেয়ারের রঙধনু। তাড়াহুড়ার কারণে এক দুইটা ছবি তুলেছি... । আইনক্স হলো বড় সিনেমাহল ...... এখানে অন্য একদিন চেন্নাই এক্সপ্রেস সিনেমাটা দেখেছিলাম







বিগবাজারের ভিতরের পরিবেশ অনেক সুন্দর । পরিষ্কার পরিচ্ছন্নতায় বেশ মন কেড়েছে। বিগবাজারে প্রায় জিনিসই ফ্রি । যেমন একটা প্যান্ট কিনলে আরেকটা প্যান্ট ফ্রি। কসমেটিকসেই ফ্রি বেশী।



১৪। নিচে সবুজ ঘাসের গালিচা......





১৫। সবুজ ঘাসে বসে সেখানকার বাচ্চারা আইসক্রিম খাচ্ছে.......





১৬। ছবি তোলা দেখে হাসতেছে সুন্দরী আপুরা । আর সামনে আমার কলিগ আপু......





১৭। বাবু নিয়ে সেখানকার একজন...... ক্যামেরা দেখে তিনি তাকিয়ে আছেন আমার দিকেই





১৮। বিগ বাজারের ভিতরকার পরিবেশ...... এই লাইনে কাপড় চোপড়





১৯। এই লাইনে নিত্য প্রয়োজনীয় রান্না সামগ্রী/ভোগ্য পণ্য





২০। ছেলেদের কেনাকাটা





২১। কসমেটিকস





২২। ইলেকট্রনিক্স





২৩। মেয়েদের জামাকাপড়





২৪। বিলকাউন্টার অনেকগুলো......





২৫। মার্কেটের সামনে জোকারের সাথে বসে ছবি তুলছেন। আমিও উঠিয়ে দিয়েছি স্বপরিবারের





২৬। জোকারের সাথে বাবু, জোকারের নাক টিপে দিচ্ছে পিচ্ছিটা...





গত বছর আগষ্টে গিয়েছিলাম পুনে। ব্যস্ততার কারণে পোষ্ট করা হয়নি।

আজ এই পর্যন্তই..........

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আমাদের জন্য কিছু কিনে আইনেন। :)

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা ........ গত বছর গিয়েছিলোম সরি

মন্তব্যের জন্য থ্যাঙকু

২| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওরে বাবা !! কত্ত বড় মার্কেট !
শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: তোমাকেও ধন্যবাদ আপি :)

৩| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বিশাল বিপনী।
শেয়ারের জন্য ধন্যবাদ।
নাইস পোস্ট।

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস ভাইয়া মন্তব্যের জন্য :)

৪| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৫

টেকনিসিয়ান বলেছেন: বিপনী গুলো সত্যিই সুন্দর। আমার দৌড় কলকাতার বিগ বাজার পর্যন্ত, আমিও একটি পোষাক এর সাথে একটি ফ্রি পেয়েছিলাম কিনতু বহুত হিসাব নিকাশ কষে বের করেছিলাম ঢাকার সাথে দর সমান মানে ফ্রি টা আর ফ্রি ছিল না :P

আচ্ছা এনআইবিএম মানে পুরো অর্থ কি? বা আপনার ট্রেণিং কি বিষয়ে ছিল জানতে ইচ্ছে করছে ?

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট। আমি বাংলাদেশ ব্যাংক হতে ট্রেনিঙ এ গিয়েছিলাম। এইচআরএমএস উপরের ট্রেনিঙ ছিল

৫| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৯

আমি ইহতিব বলেছেন: বাহ্‌ বাহ্‌ বিনা পয়সায় পুনে মার্কেট আর বিগবাজার ঘুরে এলাম, আফসোস শপিংটা শুধু করতে পারলামনা ;)

শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে........
থ্যাংকু ইহতিব

৬| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২২

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: দারুণ লেগেছে আপনার পোস্টটা। !:#P পুনেতে তো দেখি ইউরোপ বা আমেরিকার মতো ব্যাপার স্যাপার। B:-)

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ..... রাস্তাঘাট এত সবই সুন্দর। সুন্দর মানে যানজট নাই। ট্রাফিক সিগনাল, কারো তাড়াহুড়া নাই ওভারট্যাক নাই ...... দশ মিনিট পর পর গুড়ি গুড়ি বৃষ্টি হয় । সে এক অন্য রকম পরিবেশ । এত খাটাখাটনির পর গায়ে ঘাম বের হয়নি।

ধন্যবাদ

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ..... রাস্তাঘাট এত সবই সুন্দর। সুন্দর মানে যানজট নাই। ট্রাফিক সিগনাল, কারো তাড়াহুড়া নাই ওভারট্যাক নাই ...... দশ মিনিট পর পর গুড়ি গুড়ি বৃষ্টি হয় । সে এক অন্য রকম পরিবেশ । এত খাটাখাটনির পর গায়ে ঘাম বের হয়নি।

ধন্যবাদ

৭| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৭

লিখেছেন বলেছেন: মহা যশ

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস

৮| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫২

ইন্টারনেট জায়ান্ট বলেছেন: বাহ বেশ সুন্দর।

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস ভাইয়া

৯| ০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

নির্মাল্য বলেছেন: বিগবাজার সেরকম কিছুই নয় আরো অনেক বড় শপিং মল আছে ,সেগুলো ঘুরে আসুন ভালো লাগবে,...তবে চেন হিসেবে বিগবাজার বাকিদের থেকে এগিয়ে

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এইটুকুই সুযোগ পেয়েছিলাম ঘুরার । ভবিষ্যতে পেলে ইনশাল্লাহ ঘুরবো । ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.