নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
লিমেরিক-২১ (জুস)
বাজার সয়লব নিত্য নতুন ফ্লেভারের জুস
বাচ্চারা জুস পেলেই হয় তাদের দিল খুশ
জুস ভর্তি আম জাম লিচুর ফ্লেভার
আম লিচুর রস মেশায় না নেভার
ক্যামিক্যালযুক্ত জুসে ক্ষতি; আছে কি হুশ?
লিমেরিক-২২ (ফরমালিন)
সোনার দেশের কোন খাদ্যটা আছে শুনি ভেজালমুক্ত?
সবজি, মাছ, মাংস, ফল-ফলাদি সবই ফরমালিনযুক্ত,
বাঙ্গালীর উদর মহাশয়ে
ফরমালিনটাও নিলো সয়ে!!
মুনাফা লোভীরা তাই বাজারে ফরমালিন করে নিল পাকাপুক্ত।
লিমেরিক-২৩ (ফরমালিনের ফলাফল)
জন্ডিস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আর কিডনিটা বিকল
হার্ট এটাক, লিউক্যামিয়া শরীর ভোগ করে এ রোগ সকল,
অবেলায় ঝরে যায় কত তাজা প্রাণ
পৃথিবী ছেড়ে নিতে হয় মাটির ঘ্রাণ।
মরবি, ভুগবি তোরা, যতই করিস না কেন বাজার দখল।
লিমেরিক-২৪ (মনের কথা কেউ জানে না)
রাস্তাঘাটে দিনরাতে হাজার মানুষ করে আনাগোনা
কার ভাবনাতে কি আছে ভাই, যায় না কভু জানা!
কেউ কাউকে ঠকানোর চিন্তায়
কেউ বা থাকে খারাপের নিন্দায়,
পরোপকারী কেউ, কেউ নিজ স্বার্থে কামায় গুনাহ।
লিমেরিক-২৫ (মন নিয়ন্ত্রণ)
মনের কথা কেউ জানে না, মন চলে সে তার নিজের মতো
ইচ্ছে করলেই পারে মানুষ, দুর করতে মনের ঝঞ্জাল যতো,
মনটারে শক্ত করা নিজের হাতে
ইচ্ছেটাও তো চলে মনেরই সাথে,
মন্দ ত্যাগে মানুষরা যদি হতো মানুষ, কতই না মজা হতো।
১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট । সুন্দর মন্তব্যের জন্য
২| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: অনবদ্য পোস্ট..........জনসচেতনতামূলক পোস্ট......কাজের পোস্ট । সুন্দর +
১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই। ভাল থাকুন সুন্দর থাকুন
৩| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫১
মাহফুজা সুলতানা বলেছেন: ভালো লাগলো
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
৪| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ
খাবটা কি !!!
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি গ্রামে যেতে হবে খেতে হলে
৫| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৫
শুঁটকি মাছ বলেছেন: কি যে খাব ভেবে পাইনা।
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেইটাই....... খাবারের লিস্ট ছোট হয়ে যাচ্ছে ধীরে ধীরে ।
৬| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রতিটা লিমেরিক ই ভাল লাগলো তবে বিশেষ ভাবে ভাল লাগা লাইন দ'টি হলো:
মনটারে শক্ত করা নিজের হাতে
ইচ্ছেটাও তো চলে মনেরই সাথে,
শুভ কামনা আপনার জন্য।
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া । আপনার জন্যও রইল শুভ কামনা ভাল থাকুন
৭| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৩
লেখোয়াড় বলেছেন:
রাস্তাঘাটে দিনরাতে হাজার মানুষ করে আনাগোনা
কার ভাবনাতে কি আছে ভাই, যায় না কভু জানা!
,............. এই দুই লাইন বাল লাগল। দার্শনিক ভাব আছে।
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ
৮| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৫
নুরএমডিচৌধূরী বলেছেন: অসাধারন,অসমভব রুপে ভাল লেগেছে, লিখাটা পড়ে সত্যিই আমি বিমোহিত ,একটা বাসতোব জীবনমূখী কবিতা.....অনেক অনেক শুভ কামনা রইল
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ভাল থাকুন
৯| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৪
মোস্তাফিজ ফরায়েজী জেরী বলেছেন: সুন্দর, অনেক ভালো লাগলো।
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
১০| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৮
দৃষ্টিসীমানা বলেছেন: পোস্টে +++++ ।
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট । ভাল থাকুন
১১| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার +++
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ । ভাল থাকুন ভাইয়া
১২| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫১
টাইম টিউনার বলেছেন: আপু!!! যা ধরতে পারলাম ককখখক । খ খ সমান। কিনতু ক এর চাইতে ছোট। কিনতু তিন টা ক কি সামান হতে হবে ? আর লাইন গুলো মাপবো কিসের ভিত্তিতে? অঃসাধারন লিখছেন। হাজার টা প্লাস।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মাঝের দুই লাইন একই মাত্রা আবার বাকি তিনলাইন এক মাত্রা
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৭
সোহানী বলেছেন: অসাধারন জীবনমূখী কবিতা...... সত্যিই তাই।