নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ক্ষয়িষ্ণু বেলা.......

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৮

ক্ষয়িষ্ণু মঞ্জুলা......

বহু সময় ধরে হেঁটে চলেছি নিস্তব্ধ রাত্রিরে

সঙ্গী যারা ছিল একে একে হারিয়েছি,

কখনো তমোহর ছিল সহগামী

কখনো বা একা......

গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত রাত্রিরে আনমনে হেঁটেছি

কখনো শিউলী ফোটা রাত অথবা সঙ্গী ছিল...

লাল সাদা সন্ধ্যা মালতির ঘ্রাণ।

হেঁটেছি ভাবনাদের সঙ্গী করে কখনো,

অন্তর্দর্শনে নিজের ভুলত্রুটি বিসর্জন সঁপে দেই

শিউলীর তলায়, ঘাসে, শিশিরে অথবা তমোহরকে।

ইদানিং সহচর হয় রোজ রাতে বকুলের মাতাল ঘ্রাণ...

হেঁটে যাই বকুল তলার পথ মাড়িয়ে....

ন্যুব্জ হয়ে এক একটি বকুল কুঁড়াই আঁছল ভরে

নেতিয়ে যাবে, শুকিয়ে যাবে জেনেও

সব ফুল একত্র করে মালা গাঁথি...

ঘ্রাণ নেই প্রাণ ভরে।

সাথি হারা আমি একা একাই থাকি.. হাঁটি

যে যার প্রয়োজনে নিজে থেকেই হারায়

মানুষ দুরে যায়.....

চলে যায় চিরতরে..

হারায় না শশী, বকুল, শিউলী, শিশিররা...

ক্ষয়িষ্ণু সময়; ক্ষয়িষ্ণু মুহুর্ত.....

ক্ষয়ে ক্ষয়ে যায় বুঝি সুর, ঐক্যতান...

আমার সকল মঞ্জুলা....।





ক্ষয়িঞ্চু মানে - ক্রমশ ক্ষয়প্রাপ্ত এমন

মঞ্জুলা-সুন্দর, মনোহর, সুদৃশ্য

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৩

সরদার হারুন বলেছেন: ভাল হয়েছে । চালিয়ে যান।

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন :)

২| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৩

এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে কবি

শুভ কামনা।

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনার প্রতিও শুভকামনা রইল

৩| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৯

মাহবু১৫৪ বলেছেন: খুব ভাল

+++++

৪| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৯

মাহবু১৫৪ বলেছেন: খুব ভাল

+++++

৫| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১১

ইমতিয়াজ ১৩ বলেছেন: ++ এবং প্রিয়োতে।

৬| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লেগেছে।

ধন্যবাদ, বোন কাজী ফাতেমা।

৭| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৮

প্রতিফলন বলেছেন: পথ চলা অব্যাহত থাকুক ছন্দগাঁথা দিয়ে। শুভকামনা

৮| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১২

লেখোয়াড় বলেছেন:
অপূর্বসুন্দর।
+++++++++++++

৯| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৯

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর কবিতায় + । ভাল থাকুন সব সময় ।

১০| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০২

মৃদুল শ্রাবন বলেছেন: ক্ষয়িষ্ণু সময়; ক্ষয়িষ্ণু মুহুর্ত.....
ক্ষয়ে ক্ষয়ে যায় বুঝি সুর, ঐক্যতান...
আমার সকল মঞ্জুলা....।

কবিতার ভেতর এমন একটা অনুভূতি, এমন একটা বাস্তবতা, এমন একটা আফসোস!!!!

অনেক ভাল লাগল।

১১| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লেগেছে ক্ষয়িষ্ণ বেলা। বেলা আসলেই ক্ষয়িষ্ণু ।যৌবন শেষ হলেও মানুষের জীবনে ক্ষয়িষ্ণু বেলার আগমন ।

১২| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লাগা রিল +++

১৩| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৮

ইমতিয়াজ ১৩ বলেছেন:
ছদ্ম নামে নয় যারা
পোষ্টে আপনার নাম এ্যাড করা হয়েছে, আপনার কোন অপত্তি আছে কি?

১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ অনেক ভাল লাগল ভাইয়া........ এত নামের ভীড়ে আমার নামখানাও আছে দেখে যারপর নাই ভাল লাগল। আমি অন্য ব্লগে ছদ্মনামে লিখি তার একটা ছোট কারণ আছে। সামু ছাড়া সব জায়গাতেই আমি এই মেঘ এই রোদ্দুর হিসাবে আছি।

আন্তরিক ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.