নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

পাঁচটি লিমেরিক.......(৬)

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২০

লিমেরিক-২৬ (মৃত্যুই সত্য)

---------------------------

মরণ চিন্তা দিনে রাতে স্মরণে যেন আসে একবার

চলে যেতেই হবে, আলো নেই ঘর হবে অন্ধকার;

সেকেন্ডের নাইরে ভরসা

নি:শ্বাস বন্ধ হবে সহসা;

হুশিয়ার হও; পার পাবে না শেষে করলে হাহাকার।





লিমেরিক-২৭ (শাওয়ালের রোজা)



হাদিসে আছে শাওয়াল মাসে যে রাখবে ছয়টি রোজা

নবী বলেছেন, সহস্র রোজার সওয়াব সে পাবে সোজা,

আরো আছে, ছয়টি রোজা রাখবে যে ব্যক্তি

কঠোর শাস্তির শৃঙ্খল থেকে পাবে সে মুক্তি,

শাওয়াল মাসের এবাদতের গুরুত্ব, গেল কি বুঝা?





লিমেরিক-২৮(বয়ে যায় বেলা)



সূর্যের আলো নিভে গিয়ে কখন চলে আসে আঁধার!

কত কিছু ঘটে যায়; কতক বুঝি কতক লাগে ধাঁধার,

কেউ হাসে কাঁদে, কেউ গায়

কারো ঠাঁই শেষ ঠিকানায়,

দ্বিধা, দ্বন্ধ, ভুলত্রুটি; পেরিয়ে যেতে হয় কত বাঁধার।





লিমেরিক-২৯ (লঞ্চ ডুবি ফের)



বার বার সেই! একই ঘটনার হয় পুনরাবৃত্ত

জলে স্থলে হায়! আহাজারি মৃত মানুষের নৃত্য,

শত শত মানুষ নিয়ে পদ্মায় লঞ্চ ডুবে

কর্তৃপক্ষ চুপ, সাধারণরা ফাঁটে ক্ষোভে

ক্ষমতার অধিক জোড় দেখালে, ডুবে যেতে হয় সত্য।





লিমেরিক-৩০ (গুরুত্ব জ্ঞানহীন প্রশাসন)



ডিজিটাল বাংলাদেশে নাই কি আধুনিক যন্ত্রপাতি?

খুঁজে পায়না এখনো পিনাক, চলে যায় যে দিনরাতি,

ভেসে উঠছে হায় কত লাশ

কত তাজা প্রাণ অকালে নাশ,

প্রশাসনের অমনোযোগে মনে জ্বলে না আশার বাতি।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী , বেশ ভাল লাগল ।

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস

২| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: বেশ লাগলো।

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আশরাফ ভাইয়া ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.