নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

আবেগী কিছু কথা.......

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪০

জীবন ক্ষণস্থায়ী সবাই জানি, মানি।

একটা শিশুকে পৃথিবীতে আনতে একজন মা তার উপর দিয়ে যাওয়া কত ঝড় ঝাপটা, সুনামি টর্নেডো সয়ে নেন দাঁতে দাঁত চেপে।



শরীরের রক্ত, মাংস, পুষ্টি, ধৈর্য্য, কষ্ট, রাত অঘুমা এ সমস্ত কিছু দিয়ে তিল তিল করে বড় করেন একটি শিশু তার উদরে। টানা নয় মাস পৃথিবীর সকল সুখ শান্তি আনন্দ ভুলে শুধু চিন্তা চেতনায় থাকে একটি নিষ্পাপ শিশুকে পৃথিবীতে নিয়ে আসা। এই কষ্ট, সুখ, অনুভূতি একজন মা ছাড়া কেউ বলতে পারে না।



শিশুর জন্মের সময় ব্যথায়, চোখের জলে, দাঁতে দাঁত চেপে সয়ে নেন সব আগত শিশুটির মুখেত দিকে তাকিয়ে। শিশুটি ভুবন ফাটানো কান্নায় আপনজনেরা খুশিতে নেচে উঠে। হ্যা জন্ম নেয়া, বা দেয়াটা আসলেই আল্লাহর রহমত এবং মানুষদের আনন্দের উপকরণ।



পৃথিবীতে বেঁচে থাকার, ঘরের নির্মল বিনোদন হচ্ছে সেই পরিবারের একটি শিশু।



যাক সে কথা, যা বলছিলাম,

নেটে আসি আমি ২০০৯ এর শেষের দিকে।



এর আগে জন্মদিন নিয়ে কোন আনন্দ বা সুখস্মৃতি আমার জীবনে নেই। আমরা আগেকার দিনের মানুষ এসব ঘটা করে পালন বা মনে রাখিনা। অথবা এসবের গুরুত্ব কেউই দেয় না। এখন যেমন আমার দুই ছেলের বার্থডেতে আমি একাই কেক কিনে এনে তাদের নিয়ে একাই আনন্দ করি। আমাদের বেলা এসব আনন্দ তেমন হতোই না।



নেটে আসার পর ফেইসবুকের কল্যাণে সবার জন্মদিনই আমরা পালন করি ঘটা করে, হ্যা তবে ভার্চূয়ালি। এখানে বাস্তব কেক নেই, নেই মোম, নেই ফুল ফল, কিছুই নেই তবুও আছে এক সমুদ্দুর নির্মল আনন্দ আর ভালবাসা।



জন্মদিনের কথা নিজের মনে না থাকলেও প্রযুক্তি ভুলতে দেয় না, বন্ধুদের, আত্মীয়দের অনেক অনেক কাছের প্রিয়জনদের। ভাল লাগা ভালবাসায় ভরপুর সব শুভেচ্ছাবাণীগুলো।



কাল ছিল আমার জন্মদিন। আমি ভুল্লেও আমার প্রাণ প্রিয় বন্ধুরা ঠিকই অসংখ্য ম্যাসেজ, গিফট কার্ড দিয়ে আমাকে ভালবাসার সাগরে ভাসিয়েছে আজ। এই অনূভুতি ব্যক্ত করার নয়।



এর চেয়ে বড় গিফট আর হতেই পারে না। আর পাল্টা ধন্যবাদ দেয়ার ভাষাও আমার জানা নেই।



কাল আমার অফিস বন্ধ ছিল। তাই নেটে ঠিকমত বসতে পারি নাই। শুভেচ্ছা বিনিময়ও সম্ভব হয় নাই। মনটা একটু খারাপই ছিল কাল । সেজন্য ক্ষমাপ্রার্থি।



মাঝে মাঝে ইচ্ছে হয় সব বন্ধুদের নিয়ে একজায়গায় বসে কিছুটা সময় কাটাই। সবাইকে কফি আইস্ক্রিম খাওয়াই। এই আকুতিতে কোন পাপ নেই, থাকে না। তবুও আমাদের সমাজে অনেক ধরাবাঁধা নিয়ম আছে। যা থেকে বের হওয়া অসম্ভব। ইচ্ছা থাকা স্বত্বেও কাউকে নিমন্ত্রণ করতে পারছি না, আমি সরি।



পরিশেষে আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুদের অনেক অনেক ভালবাসা জানাই...সবার প্রতি আমি কৃতজ্ঞ, এবং প্রাউড পিল করি এত ভাল ভাল ভাই বোন বন্ধু আমার জীবনের সাথে জড়িত বলে।



বিদ্র: মোবাইলে টাইপ করেছিলাম কাল তাই কাল আর পোষ্ট করা হয়নি। ভুল ত্রুটি মার্জনীয়। ভাল থাকুন সবাই, আল্লাহ হাফেজ।



ফেইসবুক, প্রথম আলো ব্লগ, চলন্তিকা ব্লগ, শব্দনীড় আর বন্ধু ব্লগে জন্মদিন নিয়ে হয়েছিল বিশাল আয়োজন। যা দেখে আমার সত্যিই চোখে পানি এসে গেছে........



শুভেচ্ছা বাণির মধ্যে থেকে কিছু ম্যাসেজ



এই মেঘ এই রোদ্দুর

লিখে লিখে ছবি তুলে

যেতে চাও যাও যদ্দূর;

দেখে নেবো চেখে নেবো

আমরাও সাথে যাবো তদ্দূর!

আমি জানিনে তা কদ্দূর!



রাশি রাশি শুভেচ্ছা দিয়ে গেল সবে তাই

নতুন কি বলি আর ভেবে কিছু নাই পাই

চলতে পথের বাধা করে চূর্ণ

শুভাষীশে প্রাপ্তিতে হয়ে পূর্ণ

যায় যেন দিনমান এ প্রার্থনা করে যাই ।



এবং জন্মদিনের শুভেচ্ছা আপু...

প্রত্যুষ আলো পড়েছে চোখে

চোখ মেলে তাকাও,

আগামী আজ ডেকেছে তোমায়

হাত বাড়িয়ে দাও !



জীবন হোক ছন্দময়

স্বপ্নগুলো রঙিন,

ভালোবাসায় ভরে উঠুক

তোমার জন্মদিন !



জন্মদিন, শুভ জন্মদিন !!



Faithful and Loving

Generous and Warmhearted

Creative and Enthusiastic

Broad-minded and Expansive

A very happy happy birthday





আজকে তোমার জন্ম দিন

শুভ শুভ শুভ দিন,

ভাল থেকো সুখে থেকো

থেকো চির দিন।

তোমায় দেবার কিছুই নেই

শূন্য দু’টি হাত,

বিধির কাছে তোমার জন্য

করছি মোনাজাত।।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

শুভ জন্মদিন যদিও লেট করে জানালাম !:#P !:#P !:#P

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমস্যা নাই ভাইয়া । ভাল থাকুন । অনেক ধন্যবাদ

২| ১৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

সুমন কর বলেছেন: আমি তো এইমাত্র জানলাম !!!

শুভ জন্মদিন !! !:#P !:#P

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা ভাল থাকুন

৩| ১৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১০

শাহরীয়ার সুজন বলেছেন: দেরিতে হলেও আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা...আপনার স্বপ্ন ভঙ্গও যেন সুন্দর হয় এই কামনা করি|

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন দোয়া করি

৪| ১৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

হানিফ রাশেদীন বলেছেন: চারপাশ ভরে উঠুক অপার সুন্দরে। সেই সঙ্গে তোমার স্বপ্ন।

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ । সুন্দর প্রার্থণা আপন্ওি ভাল থাকুন

৫| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৬

আরজু মুন জারিন বলেছেন: শুভ জন্মদিন ফাতেমা ছবি। ভাল থাকুন। আমি আর ও তিনবার উইশ করেছি বিভিন্ন ব্লগ এ।

ভাল থাকুন পুরো বছর জুড়ে। অনেক শুভকামনা রইল।

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু সব জায়গাতেই পেয়েছি। ভাল থাকুন

৬| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২২

ইমতিয়াজ ১৩ বলেছেন: শুভ জন্মদিন (১৭ আগষ্ট)

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ভাইয়া ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.