নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
কর্মক্লান্ত দিনশেষে বিছানায় এলিয়ে দিতেই গা,
ছুটে এসে আত্মজরা
বুকে মাথা রেখে শুয়ে থাকে কিছুক্ষণ,
ক্লান্তি কোথায় পালায়, ঠেরই পাইনে।
দু'পাশে দুটোকে রেখে যখন শুই,
ওরা না ঘুমানো অবধি জেগে থাকি,
ঘুমে বেঘোর চারটি চোখ অকষ্মাৎ
আহ! কি মায়ায় আঁকা মুখগুলো
স্বর্গ নেমে আসে আমার ভিটায়,
ঘরময় লাল নীল বেগুনি হাজার তারা
ঝলমল করে উড়ে বেড়ায়।
মাথায় হাত বুলিয়ে যাই নিস্তব্ধ সময়ে;
একবার এপাশ তো একবার ওপাশ..
অতি সন্তর্পণে,
কপালে এঁকে দেই বারংবার ভালবাসার চিহ্ন,
কখন যে দু'চোখ বেয়ে নেমে আসে ঘুম,
মুহুর্তেই চলে যাই ঘুম নামের অচিনপুরে।
ভালবাসার ঘ্রাণ নিয়ে পার হওয়া রাত
ডেকে আনে এক সমুদ্দুর আলোর প্রভাত,
স্বপ্ন সুন্দর স্বর্গরাত নিতে শিখায় ভালবাসার স্পর্শ,
আত্মার সাথে সম্পর্ক শিখায় ভালবাসতে....
ঘ্রাণ নিতে অনুভূতি থাকতে হয়,
অনুভবের স্পর্শে রাখতে হয় ভালবাসা
আর ভালবাসা শিখায় সম্পর্ক;
হুম, শিখতে হয়, বুঝতে হয়
ভালবাসার ঘ্রাণে আত্মার যোগ থাকতে হয়;
জীবন সুন্দর, শুধু উপভোগ করতে জানতে হয়।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ যেন বাবুকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমার দুইটা ছেলেরই ঠান্ডা লাগছে। তার উপর পরীক্ষা শুরু হইছে.......
বেশী পড়তে বলতেও কষ্ট লাগে । ভাল থাকবেন স্বপরিবারে
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩
আপনজনা বলেছেন: সব ভুলে যাই শুধু তোমাদের মুখের পানে চেয়ে; তোমাদের নিস্পাপ মুখ আমাদের মায়াময় করে দেয়।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই যত কষ্ট সবই ভুলে যাই। সোনাদেরকাছে থাকলে
ধন্যবাদ
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর!!
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধণ্যবাদ
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১১
যমুনার চোরাবালি বলেছেন: ভালো লাগলো।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ যমুনা
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসাময় উপলব্ধি। চমৎকার ।+
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসাময় উপলব্ধি। চমৎকার ।+
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসাময় উপলব্ধি। চমৎকার ।+
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসাময় উপলব্ধি। চমৎকার ।+
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসাময় উপলব্ধি। চমৎকার ।+
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ভালো লগলো । পারিবারিক আত্মার সুন্দর বন্ধনই মানুষকে ভাল হতে শেখায় ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য । ধন্যবাদ আপনাকে
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫১
বাংলার পাই বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন। মুগ্ধতা,
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন ।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৭
দুখাই রাজ বলেছেন: ভালো লিখেছেন । শুভ সকাল ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার এবং চমৎকার -------
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১২
ইমতিয়াজ ১৩ বলেছেন:
সুন্দর অভিব্যক্তি।
গত সারা রাত ছেলেটার জ্বর ছিল, এখনো আছে। ১০১ এর নিচে নামছেই না। দোয়া করবেন।
কপালে এঁকে দেই বারংবার ভালবাসার চিহ্ন,
কখন যে দু'চোখ বেয়ে নেমে আসে ঘুম,
মুহুর্তেই চলে যাই ঘুম নামের অচিনপুরে।
সারাটা রাত কেটেছে এ ভাবেই।
ভাল থাকবেন সারাবেলা।