নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
লিমেরিক-৫১ (সুপার মুন)
সেদিন নিশিতে উঠেছিল নাকি সুপার মুন
আলোর প্রেমে কত জনই হলো বুঝি খুন
মুন দেখা আমায় দিল না
আনমনা তাই মনে ছিলনা
মোহনীয় আলোকে, ছড়িয়ে পড়ল তার গুণ।
14 August 2014 at 20:03
লিমেরিক-৫২ ( ♥)
ভালবাসার মানে সে কি জানেনা?
অবুঝ মনটারে বুঝেও যে বুঝেনা
মনে অবিরাম ক্ষত
বুকে জমা দু:খ যত;
পাথর মানুষ ভালবাসা খুঁজেনা।
Wednesday, 13 August 2014 at 20:09
লিমেরিক-৫৩ (চোখে পড়ছে পোকা)
চোখ টিপ দেয় যখন তখন, বেটা কি যে দুষ্ট
এদিক ওদিক চেয়ে হাসে দুষ্টু, টিপে দুই ওষ্ঠ,
চোখে পড়ছে পোকা
খাইছে বেটা ধোঁকা;
আহারে বেটার চোখে জল, মনে বুঝি ম্যালা কষ্ট!!
18 August 2014 at 19:34 •
লিমেরিক-৫৪ ( ধানী জমি সব বন্যায় ডুবিয়ে দিল)
তলিয়ে গেল কৃষকের ধানী জমি সব বানের জলে
বিনষ্ট হলো সোনার ফসল, কৃষানীর দু:খ কপালে
ফসল হারিয়ে কৃষকরা দিশেহারা
বিপদে হবে কি সাহায্য স্বার্থ ছাড়া?
প্রশাসন এগিয়ে যায় না, গরীবরা হাজার তড়পালে।
19 August 2014 at 18:56 •
লিমেরিক-৫৫ (পা পিছলে ধপাস)
পা পিছলে পড়ে মফিজ, বৃষ্টি ভেজা উঠান
ধপাস করে পড়ে শোয়, একেবারে সটান
বৃষ্টির দিনে কাদা
পথ চলতে বাঁধা,
বর্ষার দিনে বুড়োরাই এ কান্ডটা ঘটান ।
21 August 2014 at 18:49 •
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো + সুপার মুন কি আগেও একবার পোস্ট করেছিলেন ?
ভালো থাকবেন
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হতেও পারে । মনে নাই । তবে ফেইসবুকেও দেখতে পারেন কারণ আগে ফেইসবুকে পোষ্ট করেছি
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভেচ্ছা। লিমেরিকের বাংলা প্রতিশব্দটা কি হবে?
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: Click This Link
এ বিষয়ে জানতে এখানে ক্লিক করুন ।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!