নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১।
বাগান জুড়ে ফুটে আছে গাছভর্তি গোলাপী গোলাপ
ছিঁড়ে একটা দিতে চাও একিগো! পাগলের প্রলাপ
গোলাপ চাইনা,বসে করি খানিক্ষণ পীড়িতের আলাপ।
(১৬ মাত্রায় লেখা)
২।
ভালবাসা কথা বলে কানেকানে চুপিসারে
অসময়ে পিড়িত দেখে দুষ্টলোকে উঁকিমারে
ভালবাসলে যখন তখন জীবনেরই ঝুঁকিবাড়ে।
(১৬ মাত্রায় লেখা)
৩।
শরতের আকাশ থেকে ধরায় আনব সাদা মেঘের ভেলা
ভেলাতে করে ঘুরব দু'জন পদ্মা মেঘনায় সারাবেলা
জলতরঙ্গে ভাসব দুজন ঢেউয়ের সাথে খেলব মজার খেলা
(১৭ মাত্রায় লেখা)
৪।
যে জানেনা ভালবাসতে, সে কি করবে মনের এত খোঁজ জেনে
ঐ মানুষরা ভালবাসা কি গো বুঝে? টাকা বুঝে, নাও মেনে
দু হৃদয়ের কাছাকাছি সে টান যদি থাকে কাছে নেয় টেনে।
(১৯ মাত্রায়)
৫।
খালি হাতে এসোনা কিন্তু; ফুল নিয়ে এসো এক গুচ্ছ
শতেক রঙ্গা ফুলতোড়া এনো, মন ময়ূরের যেনো এক পুচ্ছ
পথের ধারের বুনোফুল হলেও হোক, ওগুলো কিন্তু নয় তুচ্ছ।
(১৭ মাত্রায় লেখা)
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু আরেকটু বুঝিয়ে দেয়ার জন্য কাশেম ভাই
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫০
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ছবিটা সুন্দর হয়েছে।
কবিতা ভাল রাগলো।
ভাল থাকবেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪
সোহানী বলেছেন: ছবি সহ কবিতা..অসাধারন..... ভালো লাগা সহ ++++++++++
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০০
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী + ছবি
ভাললাগা +
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪
আবু শাকিল বলেছেন: কবিতা সুন্দর।
কবিতায় ১৬,১৭ ১৯ মাত্রা গুলো বুঝিয়ে দিলে কৃতার্থ হই।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সবাই মাত্রা দিয়ে লেখে আমিও চেষ্টা করেছি মাত্রা ঠিক রাখার জন্য
১৬ মাত্রা মানে কবিতার প্রতি লাইনই ষোল মাত্রা বাকিগুলো এমনই
ধন্যবাদ
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৪
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাও তো লেগেছে ভাইয়া ভাল থাকুন ধন্যবাদ
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ছবিত্যাগকৃত কবিতা । ভাল লাগলো অন্তর আত্মায় ।
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫
এম এ কাশেম বলেছেন: চমৎকার !
হাইকুর ভঙ্গিতে লিখা
তবে হাইকুর প্রধান বৈশিষ্ট হলো
৩ লাইনে যে কোন ঋতুর প্রাকৃতিক
দৃশ্য ফুটে উঠতে হবে, ছন্দ মিলের দরকার নাই,
তবে দিলে মহা ভারত অশুদ্ধ হবে বলে ামি মনে করি না।
সুন্দর ছবির জন্য
শুভ কামনা প্রিয় ছবি।