নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
বলা নেই কওয়া নেই হুট করে বৃষ্টি নামল আজ
অঝোরে ঝরল দিনমান ধরে স্তব্ধ কোলাহল, কাজ।
পূর্বাবাস পাইনি আগে থেকে, আকাশ সাজেনিতো কালোর সাজ
কখনযে নিমেষেই মনপ্রাণ ভিজিয়ে, নিভিয়ে দিলো রোদের ঝাঁঝ।
পশুর বর্জ্যের গন্ধে যখন আকাশ বাতাস হয়েছিল ভারি
গুমোট বায়ে ভরপুর ঘর, শিউলী, বেলী নিয়েছিল আড়ি।
জানালার শার্শিতে গরম হাওয়া হরদম দিয়ে যেতো ঝাপটা
মানুষ তরুলতা প্রকৃতির সাথে মিলাতে পারছিল না খাপটা।
সকল প্রশংসা তার, রহমান রহিম তিনি পরম দয়াময়
মানুষের অন্তরের খবর রাখেন সর্বদা সময় অসময়।
বিদঘুটে ঘ্রাণে যখন ধরার মাটিতে ঠিকে থাকা ছিল দায়
অঝোর বর্ষণ দিয়ে আল্লাহ, ভাসিয়ে নিলেন দুর্গন্ধ বায়।
মানুষ কেনো বুঝে না হায়! তিনিই সর্বশক্তিমান, ক্ষমতা সব তার হাতে
ঘড়িতে আসান ঘড়িতে তুফান, ভালমন্দ করতে পারেন আমাদের সাথে।
নদীর এ কূল ভাঙ্গে এ কূল গড়ে সেতো প্রকৃতিরই লীলাখেলা
এই কূলে ঝড়-বৃষ্টি আশির্বাদ আর ঐ কূলে সর্বনাশের খেলা।
চন্দ্র সুর্য গ্রহ তারা কীট পতঙ্গ সব কিছুই মাবুদ তোমার সৃষ্ট
হে আল্লাহ, প্রতাপশালী ঘূর্ণিঝড়ে করোনা তোমার সৃষ্টির অনিষ্ট।
হুদহুদ কে দুর্বল কর দাও তুমি মাবুদ, সমস্ত শক্তি নাও কেড়ে
সকল ভয় উৎকণ্ঠা যেনো বায়ে উড়ে যায় অসহায়দের ছেড়ে।
১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ইনশাল্লাহ হবে ্ আজই দিবো
২| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০২
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার প্রার্থনা কাব্য ।
শুভেচ্ছা অনেক
১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রায়হান ভাইয়া
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২২
ইমতিয়াজ ১৩ বলেছেন:
সকল প্রশংসা তার, রহমান রহিম তিনি পরম দয়াময়
মানুষের অন্তরের খবর রাখেন সর্বদা সময় অসময়।
হুদহুদ কে দুর্বল কর দাও তুমি মাবুদ, সমস্ত শক্তি নাও কেড়ে
সকল ভয় উৎকণ্ঠা যেনো বায়ে উড়ে যায় অসহায়দের ছেড়ে।
বাস্তব পরিাস্থিতির কাব্যিক প্রকাশ অসাধারণ, তবে সবচেয়ে ভাল লাগা পংক্তিগুলো কপি করিছি।
নতুন কোন ছবি ব্লগ হবে না ????
ভাল থাকুন সবসময়।