নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
বুকের এক কোণে নয়
বুকের গহীনের আনাচে কানাচে
সর্বত্র আগুন জ্বলে...
তীব্র কষ্টগুলো লিখে যাই অবিরত
কবিতার ছেঁড়াপাতায়.......
কষ্টের পরিধি আকাশ সম
একি লিখে শেষ করার মত!
তবুও তুচ্ছ এসব হৃদয় দহন;
অবিমিশ্র ভালবাসায় গড়া এ মন যে।
কষ্ট বাগানে আগুন লাগিয়ে দুরে দাঁড়িয়ে তুমি,
নির্নিমিষ তাকিয়ে; পারোও বটে!
খুব সুখানুভূতি হচ্ছে বুঝি?
কিন্তু মুখাবয়বে তো হর্ষস্রোতের
রেখাপাত দেখতে পাচ্ছি না।
যে বাগানে আগুন দিয়েছ;
মনে রেখো পুড়বে তুমিও
শুন! ভালবাসা কখনো পুড়ে না।
তাজরীন পুড়ছিল,
জ্বলে পুড়ে ছাই হয়েছিল শত মানুষ;
মানুষের আর্তনাদ ভেসে আসছিল
টিভি পর্দা থেকে...
পুড়া গন্ধে ভারি ছিল বাতাস;
আর ঠিক তখনও তুমি পুড়িয়ে ছিলে আমায়
হিংসার আগুনে; কথার আগুনে; অসদাচরণ
... ...তিক্ত কথা, ওরে বাবা!
এমন কেনো হে মানব তুমি!
শুনেছি আগুনে পুড়ে পুড়ে সোনা হয় খাঁটি!
সবাই জানে; সবাই মানে, কিন্তু
হৃদয় পুড়ে তো খাঁটি হয় না..
পুড়া হৃদয় নিয়ে বাসব ভালো কিভাবে বলো!
আগুনে যখন পুড়াও এ হৃদয়
তখন তাকিয়ে দেখো চারপাশ;
সামনে বাগান ভরা ভালবাসার গোলাপ,
পিছনে কলকল বইছে মিষ্টি ঝর্নার সুর
বামে দেখো রংধনু বৃষ্টি...
আর ডানে দাঁড়িয়ে আমি;
নাও না হাত পেতে আমার পুরো পৃথিবী
বাকি দিনগুলোও কি কাটাতে চাও রসহীন
প্রেমহীন, ভারিক্কি মন নিয়ে হেলায় ফেলায়...?
ঠিকাছে! থাকতে পারো এমনি করে.....
বলার কিছুই ছিল না আগেও; এখনো নাই।
(Friday, 9 May 2014 at 23:48)
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ উনমন । ভাল থাকুন । উৎসাহ দেয়ার জন্য আবারো ধন্যবাদ
২| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কষ্ট বাগানে আগুন লাগিয়ে দুরে দাঁড়িয়ে তুমি,
নির্নিমিষ তাকিয়ে; পারোও বটে! ভাল লাগল।
১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন
৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০১
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন লেখনী , ভাললাগা আপু ।
১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়অ]া
৪| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক ব্যাথার প্রকাম এক কবিতায়
ভাল লাগা রইল সুন্দর উপস্থাপনার জন্য।
১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন
৫| ১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর লেখনী ।
১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন
৬| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা । চমৎকার কবিতা +
শুভেচ্ছা রইল
২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা ভাল থাকুন
৭| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৬
এমএম মিন্টু বলেছেন: কবিতায় আর ছবি দুই মিলেগেছে । একটি চমৎকার পোষ্ট চতুর্থ ভালো লাগা ।
২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ মিন্টু ভাইয়া ভাল থাকুন
৮| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৬
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর +
২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু ভাল থাকুন
৯| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৯
নুর ইসলাম রফিক বলেছেন: ভাল লাগলো ভাই
২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১০| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৫
সুমন কর বলেছেন: ভাল লাগল।
২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫১
একাকি উনমন বলেছেন: সুন্দর আর মুগ্ধ করার মত লেখা. শুভেচ্ছা অনেক.