নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
লেখক নই পাঠক আমি
আনন্দ পাই পড়ে
গল্প কবিতা ছড়া পদ্যে
শব্দরা পড়ে ঝরে।
শব্দের তরী ভেসে চলে
অথৈ উপমা সায়রে
প্রেমের বৈঠা হাতে মাঝি
যাও কোথা ওরে!
মাঝিরা সব শব্দ যাদুকর
শব্দের খেলা দেখায়
ছন্দের ঝড় তোলে মনে
সুখের স্বপ্ন আঁকায়।
কবিতার সায়রে ভাসি আমি
গল্পের জলে ডুবি
শব্দের জালে আটকাও আমায়
কেন বলতো কবি?
আমিও যে লিখতে চাই
কবিদের মত করে
লিখতে শিখাও আমায় কবি
মিনতি তোমাদের তরে।
কবি কিন্তু নই, ছবি আমি
করতে চাই লেখার সূচনা
ছড়া কবিতা গল্প আর লিখব
পদ্য, গদ্য ও রস রচনা।
(Monday, 5 May 2014 at 22:33)
১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবিও হবে ভাইয়া
ক্যামেরা তো সঙ্গেই থাকে ইনশাল্লাহ
থ্যাংকু ইমতিয়াজ সাথে থাকার জন্য
২| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৫
কলমের কালি শেষ বলেছেন: হুম । সুন্দর ।
২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
৩| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৯
মামুন রশিদ বলেছেন: বাহ, সুন্দর লিখেছেন । এভাবেই লিখতে থাকেন ।
২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কেমন আছেন । অনেকদিন পর দেখলাম আপনাকে
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: কবি কিন্তু নই, ছবি আমি
করতে চাই লেখার সূচনা
ছড়া কবিতা গল্প আর লিখব
পদ্য, গদ্য ও রস রচনা।
তা হলে ছবি ব্লগের কি হবে?