নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» লিমেরিক-১৩

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২২

লিমেরিক-৬১ (আইন নিজের হাতে)
এমন তরো স্বাধীন দেশটি তুমি, কোথাও খুঁজে পাবে নাকো
যেমন ইচ্ছা তেমন আইন নিজে নিজেই তৈরী করে থাকো;
যত্রতত্র গাড়ি করো পার্কিং
বাস-ট্রাক যেন রাস্তার কিং;
লাভ হবে নিজে না বদলালে যত আইনই সামনে রাখো।
27 August at 2014 19:19


লিমেরিক-৬২ (পরীক্ষায় নাই গ্যাপ)
উদাস বসে সীন ছেলেটা মাথায় দিয়ে ক্যাপ
চিন্তা তার একটাই পরীক্ষায় নাই কোন গ্যাপ
বাচ্চাদের মাথায় পড়ার চাপ
চোখেমুখে সমাপনীর উত্তাপ;
ফাঁস ঠেকাতে প্রশ্নের, শিক্ষাবোর্ড নিলো এ স্ট্যাপ।
28 August at 2014


লিমেরিক-৬৩ (ভাঙ্গনে ভেসে যায় স্বপ্ন)
ভেঙ্গে নেয় মোদের স্বপন ভেঙ্গে নিয়ে যায় বাড়িঘর
সর্বনাশি পদ্মা মেঘনার লাগি হলো নিজের বাড়ি পর
কই পাই একটু মাথা গুঁজার ঠাঁই!
পোলাপান নিয়ে, বল কোথা যাই?
থই থই জল নেমে কবে যে জাগবে সারি সারি চর।
29 August at 2014 •


লিমেরিক-৬৪ (হিংস্র হায়েনা হয়েছে মানুষ)
মানুষ হয়ে কেমনে তোরা নির্মমতায় মানুষ করিস খুন?
রক্ত দিয়ে গড়া দেহ সেওতো অন্য কারো ভাই বা বোন
দুনিয়াতে করিস যদি খুন-খারাবি
ইহকাল-পরকাল দুই-ই হারাবি,
নিজের ভাল চাইলে তবে হিংস্রতা ছাড়, ওরে মানুষ শুন।
30 August at 2014 19:25



লিমেরিক-৬৫ (মেয়াদোত্তীর্ণ এ ক্যাপসুল)
ভরসা আজ কিসের তরে, যেখানে দেশ চালকরাই দোষী সাব্যস্ত
যেমন ইচ্ছে চালাও দেশ, সকল ক্ষমতা তোমাদের হাতেই ন্যস্ত;
মেয়াদোত্তীর্ণ ভিটামিন এ ক্যাপসুল
শিশুদের খাওয়ায়ে করেছ একি ভুল,
ধিক দিয়ে লাভ কি! মানুষের প্রাণ নিতে এরা হয়ে পড়েছে অভ্যস্ত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: লিমেরিক-৬৫ বেশ টাচি। আল্লাহ আমাদের রক্ষা করুন ভেজাল ঔষধের হাত থেকে।

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আসলেই ভয়ও লাগে অনেক

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.