নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

বর-বউ হউক একে অপরের বিপদে হাত ধরিবার.....

২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১১

বউয়ের জ্বালায় মরে নাকি
সব বেটার দল
সংসারের সব ঝামেলা সঁপে
করে মিছে ছল।

টাকা কামান বাজার করা
এইতো মাত্র কাজ
বাকিটা সময় আড্ডাবাজি
চলে সকাল সাঁঝ।

ঘরে এসে মাতব্বরি
শাসন কোশন চলে
পান থেকে চুন কষলে
হাজার কথা বলে।

তরকারীতে নুন কম
ঝাল কেন বেশি
একটু খানি দোষ হলে
রাগে টান পেশি।

সকাল বেলা ঘুম ভাঙ্গে
আটটা কি নয়টায়
বউটার কখন ঘুম ভাঙ্গল
খবর নেয়না বেটায়।

তাড়াহুড়া করে বেটা
অফিসে ছুটল শেষে
এসি রুমে দিন কাটিয়ে
ফিরল আরাম আয়েশে।

এসেই বলে ও বউ
গরম ভাত বাড়
পানি আন লবণ দে
অন্য কাজ ছাড়।

আরামে থেকেও বেটারা
বউকে কষ্ট দেয়
সুন্দরী এক মাইয়া পেলে
তার পিছু নেয়।

বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে
তার কম্ম শেষ
অসুখ বিসুখ মায়ে দেখে
যত দু:খ ক্লেশ।

পড়াশুনা স্কুল কোচিং
মায়ের উপর ন্যস্ত
বাচ্চা নিয়ে ফেরেশানি
দিনভর মা ব্যস্ত।

শত কাজ রান্না বান্না
সংসার সামলানো
ক্লান্ত দেহে হাসি মুখে
বাচ্চা আগলানো;

কে হবে মায়ের মত
এমন মমতাময়ী
কাঁধে নিয়ে সব কষ্ট
হাসিটা ভুবনজয়ী।

এত সব করেও বেটারা
খুঁজে না পায় গুন
ইচ্ছে হয় সবগুলারে করি
এক সাথে গুম খুন।

বউ মরলে ওরা নিজেদের
ভাগ্যবান কয়
এই বুঝি পাওনা বউদের
প্রাণে নাহি সয়।

সময় থাকতে ভালো হও
বদের হাড্ডি যতসব
বউ ছাড়া নিস্তব্ধ শ্বশান
ঘরে নেই খুশি কলরব।

সুখে দু:খে হাসি খুশিতে ভরে থাকুক
প্রতিটা পরিবার
বর-বউ হউক একে অপরের বিপদে,
হাত ধরিবার।
(Wednesday, 14 May 2014 at 22:23)

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫১

মেহেরুন বলেছেন: ++++

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু আপি

২| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৭

আলম৪৩৪ বলেছেন: কবিতার হেডিংয়ের সাথে তো কবিতার কোন মিল নাই, শুধু নারীদের গুনগান আর পুরুষদের তিন গুষ্টি উদ্দার করা,
যদি ও বা তা আপনাদের পক্ষে তার পরে ও কবিতার ছন্দটা ভাল হয়েছে।
আমি যে প্রতিদিন সকালে আমার স্ত্রীকে চা করে খাওয়ায় এবার তা নিয়ে একটা কবিতা লেখেন!

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিকাছে লিখুম নে

৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৯

বিজন শররমা বলেছেন: কবে যে এদের কবতে লেখার বাতিক মরবে । কেঊ পড়ে না, তবুও লজ্জা হয় না ।

২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: িআপনেরে কিডা কইছে কবিতা লিখছি......... শুধু কিছু বাস্তব কথামালা সাজিয়ে লিখছি । আর আপনি সব জায়গাতে একই মন্তব্য করে যাচ্ছে। এভাবে সম্মানিত কবিদের অপমান করতেছেন কেন ভাই। ভাল না লাগলে পড়বেন । ব্লগগুলো সবার জন্য উন্মুক্ত।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো কথা । তবে পক্ষপাতিত্ব মানি না :) সমান অধিকার ।

@বিজন শররমা , ভাই আপনার আসল নিকটা দেন তো দেখি কি কি লিখেছেন সেখানে । কাপুরুষের মতো পর্দার আড়াল থেকে ব্লগের কবিদের এরকম মন্তব্য করছেন । সৎসাহস থাকলে আসল নিক থেকে মন্তব্য করেন না । মন্তব্যের দর/ওজন বাড়বে ।

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ সমান অধিকার

থ্যাংকু থ্যাংকু

৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫১

শ্রাবণধারা বলেছেন: বেশ মজার এবং অতিশয় বাস্তব...। শুভকামনা।

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: এত সব করেও বেটারা
খুঁজে না পায় গুন
ইচ্ছে হয় সবগুলারে করি
এক সাথে গুম খুন।


খুন করা কি ঠিক হবে?


সময় থাকতে ভালো হও
বদের হাড্ডি যতসব
বউ ছাড়া নিস্তব্ধ শ্বশান
ঘরে নেই খুশি কলরব।


সত্যি কথা।



সংসার যেহেতু দুই জন মিলেই হয় তাই দুই জনকেই সহনশীল হতে হবে।

অতি প্রাসঙ্গিক একটি কথা তা হলো নারী নির্যতনের পাশাপাশী কিন্তু পুরুষ নির্যাতনও কম হয় না। এটা নিয়ে একটি কবিতা লিখবেন।




ছান্দনিক কবিতার জন্য ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আপনার কথা সত্য

৭| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৩

আমি তুমি আমরা বলেছেন: শিরোনামের সাথে কবিতার ভেতরের জিনিসের কোন মিলই নাই। খালি পুরুষদের চৌদ্দগুষ্টি উদ্ধার করলেন। তবে কবিতার ছন্দ ভাল ছিল।

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ

৮| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭

ভূতের কেচ্ছা বলেছেন: শিরোনামের সাথে কনো মিল দেখলাম না..খালি আমাগো দোষ ধরলেন ..মনে হয় আমরা কনো কাম করি না খালি মাইয়া মানুষ দেখে বেড়াই...............

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম...... ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.