নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
(১) স্বপ্ন উড়াই.......
----------------------
স্বপ্নগুলো উড়াই বাতাসে
দু'হাতে
উড়ে উড়ে যায় তার দ্বারে
রোজ প্রাতে ।
ছুঁয়ে দেখে না একটিবার!
স্বপ্ন ফিরে আঘাতে
ঘুম কি তার ভাঙবে না
সুখ স্বপ্নের আভাতে ।
যা পিংক স্বপ্ন উড়ে যা তুই
অপেক্ষায় তার দুয়ারে
দেখবি সে আসবে, ভাসবে
ভালবাসায় জোয়ারে ।
(Thursday, 15 May 2014 at 09:37 )
(২) প্রভাতের আলো হয়ে তুমি আস..
---------------------------------------
সময় এখানে এসে থেমে যায়
দুচোখ যখনই তোমার দেখা পায়।
তীব্র রোদ্দুর দিনে তুমি মেঘ শীতল হাওয়া
দহন জ্বালা মুছে দিতে তুমি হয়ে যাও দাওয়া।
দগ্ধ জীবনে তুমি নিয়ে আসো তৃপ্তির গোলাপী আভা
ধুয়ে মুছে যায় ক্ষণিকের তরে জলন্ত আগ্নেয়গিরির লাভা।
প্রভাত, দুপুর, গোধূলীর পরই সন্ধ্যা আসে হাজার রঙ ছড়িয়ে
মেঘমুক্ত আকাশে চাঁদ হেসে মায়াবি আলোয় দেয় ঘর ভরিয়ে।
ক্লান্তির দিবাবসানে শ্রান্ত দু'চোখে ঘুম হয়ে থাক তুমি জড়িয়ে,
কল্প রাতে স্বপ্ন মোহে ক্রমেই ঘুমে বিভোর রাত যায় গড়িয়ে।
প্রভাতের আলো হয়ে দুচোখে আবার ফিরে ফিরে আসো তুমি
কাজের অদম্য স্পৃহার পরশ বুলিয়ে শান্তিময় করো কর্মভূমি।
(21 August 2014 at 20:37)
০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
২| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার লেখা সব সময় ভাল লাগে। তবে ছবি ব্লগ বেশী ভাল লাগে।
এখনকার পোষ্টে ভাল লাগা অংশটুকু হল: -
সময় এখানে এসে থেমে যায়
দুচোখ যখনই তোমার দেখা পায়।
০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ । ছবি উঠাতে পারছি না অনেকদিন
৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৪
মামুন রশিদ বলেছেন: বাহ, ভাল লিখেন আপনি ।
০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দেশী ভাইয়অ
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৪
আবু শাকিল বলেছেন: চমৎকার কবিতা ।
+