নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
একদিন কেউ আমার জন্য অপেক্ষা করেছিল সারাদিন
অথচ অপেক্ষার তোয়াক্কা না করে সময়কে করেছি অবহেলা!
যাই যাই করে বেলা কাটিয়েছি অলসতায়।
কতগুলো প্রশ্ন আজো মনে উঁকি দেয় যখন তখন;
খুব জানতে ইচ্ছে করছে আজ,
আচ্ছা, অপেক্ষার প্রহরগুলো কেমন কেটেছিল তার তখন!
অপেক্ষায় থেকে থেকে সেকি আমায় ধিক্কার দিয়েছিল!
মলিন মুখে বসে বসে কি কাপের পর কাপ চা খেয়েছিল অথবা
চেঞ্জ স্মোকারের মত সিগারেট ছিলো ঠোঁটের কোণায়…
ধোঁয়া উড়া সময়গুলোতে তার অন্তর কি ব্যথায় কুঁকড়ে উঠেছিল!
ও কি বলেছিল অপেক্ষার প্রহর এত দীর্ঘ হয় কেন?
তখন একবারের জন্যেও ভাবনায় আসেনি
আমার জন্যেও কেউ অপেক্ষায় দাঁড়িয়ে!
দেখা হয়েছিল সেদিন শেষ মুহুর্তে,
অথচ কথা হয়নি একটিও,
শুধু আমার জন্য আনা
একশ দুইটি লাল টুকটুকে নাগলিঙ্গম হাতে দিয়ে
সে বলেছিল আজ তবে আসি।
(Thursday, 22 May 2014 at 22:36)
০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য......... ধন্যবাদ ইমতিয়াজ ভাইয়া
২| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর দুঃখনীয় অনুভূতি ।
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: মন বেজার কেন। অনেক ধন্যবাদ ভাল থাকুন
৩| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১
দ্য ইলিউশনিস্ট বলেছেন: শেষটা অসাধারণ হয়েছে। বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। খুব ভাল লাগল।
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ইলিউশনিষ্ট ভাইয়া ভাল থাকুন
৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫
দুখাই রাজ বলেছেন: বেশ লাগলো ।
শুভ সকাল ।
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখলাম । অনেক ধন্যবাদ দুখাই দা
৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮
অদৃশ্য বলেছেন:
খুব ভালো লাগলো...
শুভকামনা...
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস ........ ভাল থাকুন সব সময়
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩০
ইমতিয়াজ ১৩ বলেছেন: কবিতা অসাধারণ কিন্তু অপেক্ষার প্রহর সব সময় খুব কষ্ট দায়ক।
ভাল থাকুন সব সময়।