নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
কি খেতে চাও? কি খাবে তুমি?
মাঠা! দই! দুধ! ডিম!
আম! কলা! আপেল!
সস! পছন্দের তালিকায় আর কি আছে?
হে মানুষ! তোমরা এতো লোভী কেনো!
এত খেতে চাও কেনো?
পছন্দের তালিকাটা আর লম্বা করো না,
খেয়ে পস্তাতে হবে বলে দিলুম।
সস খাবে! তাতে টমেটো নেই, আছে বিষ!
ফুসকা খেতে চাও?
যদি তৈরীর দৃশ্য দেখে ফেলো একটিবার!
ফুসকার ধারে কাছেও পা মাড়াবে না।
মাঠা খাবে!
বললে কি বিশ্বাস করবে মাঠা প্রিয়ো মানুষরা!
যদি সত্য বলি, বলবে অবিশ্বাস্য,
জান কি?
মাঠা তৈরীতে ক্যামিকেলের সাথে মিশানো হয় টয়লেটটিস্যু!
অহ খোদা! একি সর্বনাশের খেলায় মেতেছে মানুষ,
বিশ্বাস হয়! বিশ্বাস হলে ভাল।
দই, দুধ, ডিম কিছুই আর খাওয়ার যোগ্য নেই।
ফল ফলাদি মাছ সব্জি কি খাবে তুমি!
ফরমালিনে দখল করে নিয়েছে বাজার;
বাজারের দখলে আছে রক্তপিপাসু,
প্রাণ হরণকারী একদল অসুর।
মানুষ! তোমাদের সংখ্যা বেশি হওয়া স্বত্বেও,
তোমরা অসুরের কাছে হেরে যাচ্ছ বারবার;
কারণ তোমরা অলস, পরিশ্রমি না,
তোমরা এখনো কেনো বেঘোর ঘুমে?
তোমাদের সন্তানদের কথা ভেবে জেগে উঠো,
রুখো, একবারের জন্য রুখে দাঁড়াও
হাজার মহিশাশুর, অসুরদের বিরুদ্ধে...
পারবে, হ্যা! তোমরাই পারবে,
কারণ, মানুষ, তোমাদের সংখ্যাই যে বেশি।
আর তা যদি না পারো,
তাহলে পছন্দের তালিকা থেকে
একটি একটি প্রিয় খাদ্য অকালে ঝরে পড়তে দাও,
আর চেয়ে চেয়ে শুধু দেখে যাও;
হ্যাঁ, আর একটি কথা, প্রস্তুত থেকো মানুষ!
পরবর্তি প্রজন্মের কাছে জবাবদিহীতার জন্য!
চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম, গ্রহণ করো!!
(তালাস টিভি শো দেখলে পছন্দের তালিকা থেকে অনেক খাবারই বাদ পড়ে যাবে। পছন্দের তালিকা ক্রমেই ছোট হতে থাকবে)
০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য । বাঙালী খাইয়াই মরে ভাই
ধন্যবাদ
২| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভেজালের এই পৃথিবীতে আসল কিছু পাওয়ার আশা করা কল্পনায় স্বপ্ন দেখার মতোই।
০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যে রজন্য
৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৮
অপূর্ণ রায়হান বলেছেন: ভালোই লিখেছেন !
আসলেই - কি খাবো !!
শুভেচ্ছা
০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম খাওয়ার কিছু নেই সব হারিয়ে যাচ্ছে দুষ্টুদের জন্য
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮
আজমান আন্দালিব বলেছেন: ভেজালের যুগে এইবার মানব তোমার খাবার দাবার কমাও।