নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১।
সাদা বেগুনি লাল নীল
সীম ফুল
এনে দে’না বন্ধু, বানাব
কানের দুল।
সীম ফুলের কানের দুল
দুলে দুদ্যুল দুল
বন্ধু তুই হাত ছোঁয়ায়ে
করিস নারে ভুল!
পারলে বন্ধু বানায়ে দে
সীম ফুলের মালা
গড়ায়ে দিস সীম ফুলের
হাতের দুইটা বালা।
সীমফুলের অলংকারে
সাজব রে বন্ধু আজ
সীমফুল নিয়ে আয় বন্ধু
রেখে সব কাজ।
২।
হলুদ খামে উড়ো চিঠি লিখে
আগের হেমন্তকে আনব ডেকে
সেই যে শিশির ভেজা ভোর
হিম পরশ দিত খুললে দোর।
ভোরের বায়ে সেই দূর্বা ঘাসে
শিশিররা ব্যস্ত মুক্তো চাষে
খালি পায়ে মুক্তো কুঁড়িয়ে
প্রাণটা কত যেত জুড়িয়ে।
ঘাসের ডগায় ধানের পাতায়
কুয়াশারা জড়িয়ে লতাপাতায়
সাঁঝ সকালে পুকুর পাড়ে
ভেজা পথটা ঐ ডোবার ধারে
চলতি পথে ঘাসের ছোঁয়ায়
শিরশিরিরে পা’টা ধুঁয়ায়।
হেমন্ত জানায় শীতের খবর
শীত আবেশে মনটা জবর
খুশির নাচন আসে ধেয়ে
শীত সকালের খবর পেয়ে।
সেই হেমন্ত হারালো কই?
হাত বাড়িয়ে ডাকে যে অই!
যে হেমন্ত শিশির নিয়ে আসতো
হিম পরশে আমায় ভালবাসতো।
যে হেমন্তের শিউলির বোঁটায়
শিশির পড়তো ফোঁটায় ফোঁটায়।
নেট কালেকটেড ছবি
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন
২| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৪
লেখোয়াড় বলেছেন:
ভাল লাগল সীম ফুল আর হেমন্ত বন্ধনা।
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর থাকুন সুস্থ থাকুন
৩| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৯
মাহবু১৫৪ বলেছেন: খুব সুন্দর
ভাল লাগা
++++
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ মাহবুব ভাইয়া
৪| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩০
ইমতিয়াজ ১৩ বলেছেন: পরিবর্তেন জন্য ধন্যবাদ।
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাই প্লিজার
৫| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩১
যোগী বলেছেন:
নেট ছবির কি দরকার ছিল? বন্ধুর শুধু জুতা দেখা যায়
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সরি
ধন্যবাদ
৬| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮
লীনা জািম্বল বলেছেন: ভালই লাগলো-
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি । ভাল থাকুন
৭| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১২
আলম দীপ্র বলেছেন: কবিতা ভালোই হয়েছে ।
একটা সাহায্য করতে চাই , আমিনুর ভাইয়ের পোস্টে প্রথম কমেন্টের উপরে ১১১- ১৩১ লেখা জায়গায় ক্লিক করলে আপনার কমেন্ট দেখা যাওয়ার কথা ।
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া আপনার সাহায্য কাজে লেগেছে। ভাল থাকুন সুন্দর থাকুন
৮| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬
আরুশা বলেছেন: হ য ব র ল কাব্যে ভালোলাগা কাজী ফাতেমা। সিম ফুল অনেক সুন্দর। +++
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ
৯| ১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
কলমের কালি শেষ বলেছেন: অনুকাব্যে ছড়ার ছল আছে । জোশ লাগলো ।++
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ । মূল্যায়নের জন্য ধন্যবাদ
১০| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৬
মামুন রশিদ বলেছেন: শিমফুল খুব সুন্দর । অবশ্য সব বেগুনীফুলই ভালো লাগে ।
ছড়া সুন্দর হইছে ।
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও
বিশেষ করে জারুল ফুল । অনেক ধন্যবাদ
১১| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৬
সকাল হাসান বলেছেন: সুন্দর কবিতা! +++
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সকাল ভাইয়া ভাল থাকুন
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০২
ইমতিয়াজ ১৩ বলেছেন: হযবরল কাব্য ও কি এমন সুন্দর হয় !!!???
১ নম্বরটাতে সিমের ছবি দিতে পারতেন।
পোষ্টে ++