নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

অস্পৃশ্য থেকেই যাচ্ছে ভালবাসা.....

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

চারপাশে বিরাজ করছে আমার
অথচ ধরতে না পারার মতোই,
কি আছে লুকানো! হেথায় সেথায়!
কখনো ঘরটি গুমট হাওয়া ভরে যায়
কখনো হাওয়ার ঝটকা এসে
শীতল করে দেয় মনের ঘর;
কখনো বিপর্যস্ত, কখনো খন্ডিত, অস্বচ্ছ,
অনৈর্সগিক সময়ের মুখোমুখি হতেই হয়।

কিছু সময় শুকনো পাতার মর্মর হয়ে কানে বাজে...
সবুজ পাতা কমলা হয়ে ঝরতে থাকে অবিরত
যেন জীবন জুড়ে ঝড় তুলে নৈ:শব্দ ক্রন্দনের,
ক্রন্দন সুরের অনুরণন তুলে ক্রন্দসী।

কিছু সময় কঠিন পাথরে মোড়া থেকে যায়,
পাথর সময় আঁকড়ে ধরে বিষন্নতার আদরে
নিজেকে ছাড়িয়ে নেয়া বা
চূর্ণ করা হয়ে উঠে দু:সাধ্য।

কিছু সময় মরা গাঙ্গের মতই,
হারিয়ে যায় অকালে,
তবুও সেখানে থেকে যায় গাঙ্গের রেখ
কড়কড়ে বালির পর বালি
আর সে সময়টা দাঁড়িয়ে থাকে একা
এক বুক তৃষ্ণা নিয়ে।

কিছু সময় থাকে না হাওয়ায় অক্সিজেন..
কার্বনডাই অক্সাইড নিতে না পারার যন্ত্রণা;
ক্ষীন হতে হতে কঠিন প্রহরে
জীবন পেয়ে যায় কিছু অক্সিজেন প্রহর।

কিছু সময় থাকে কুয়াশার চাদরে আবৃত,
দুচোখে ধোঁয়ায় আচ্ছন্ন, আগানোর রাস্তা আবদ্ধ...
মনের কাঁচে হাতড়িয়ে হালকা পরশে
পরিষ্কার করে নিয়ে চোখ খুলে দেখি
চারদিকের রাস্তা বন্ধ!

অভিব্যক্তিহীন আমি সারাক্ষণ কি খুঁজে মরি!
যা কিনা আমার চারপাশে অদৃশ্য হয়ে ঘুরে বেড়ায়...
ভালবাসা! কেনো তুমি শুধু আমার জন্যই অস্পৃশ্য!!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০

ইমতিয়াজ ১৩ বলেছেন: লাইক সমতে +++

১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ভাইয়া । কেমন আছেন। আমি আল্লাহর রহমতেসুস্থ আছি

২| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

বাউল আলমগী সরকার বলেছেন: কবিতা খুবি ভাল লাগল-------

১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ লিটন বাউল ভাই।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: শুকরিয়, ভাল আছি, অপনি আজ অফিস করছেন? আমি গিয়েছিলাম আপনাদের ডিসপেনসারিতে। আব্বার জন্য মেডিসিন আনতে ।

১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার ডিপার্টমেন্ট এ আসলে খুশি হতাম । আর আপনার আব্বা বাংলাদেশ ব্যাংকে চাকুরী করতেন আগে থেকে জানতাম না ।

ভাল থাকুন

৪| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: জীবন পেয়ে যায় কিছু অক্সিজেন প্রহর। ভালো লাগা রইল

১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৫| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮

তুষার কাব্য বলেছেন: বেশ ভাল লাগল ++

১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ তুষার ভাল থাকুন

৬| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৫

কলমের কালি শেষ বলেছেন: কবিতা ভালো লাগলো+++ ছবিটা ভালো লাগলো না ।

১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম । ধন্যবাদ ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.