নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
» মন কথনিকা—১৪
——————–
মনে মনে ধরে নিওনা কেউ, কোন মানুষ কেমন
বুঝতে গেলেই মিশতে হবে জানতে হবে তেমন,
দুরেতে তারে কঠিন লাগলেও কাছে এলে নরম
মানুষ চিনতে, কাছে গিয়ে বন্ধু হও তার পরম।
(5 September at ২০১৪ 18:12 )
» মন কথনিকা—১৫
————————
মুখ এমন গোমড়া রাখ অনিমিত্ত
কিসেযে ভরবে তোমার দেহ চিত্ত
এলোমেলো বায়ে চল হাঁটি কিছুক্ষণ
কেটে যাবে মেঘ, হবে সুখ অনুক্ষণ।
(6 September 2014 at 18:18 )
» মন কথনিকা—১৬
—————-
বিকেলটা আজ লাগছে বেশ, বইছে বাতাস মিষ্টি
একটু এসে দাঁড়াও জানালায়, বাইরে রাখ দৃষ্টি
দেখ! নীল আকাশে পাখিরা স্বাধীনতায় উড়ছে
মনটা তাই তোমায় নিয়ে সাদা মেঘে ঘুরছে।
(7 September 20141 at 9:29)
» মন কথনিকা—১৭
——————————
তোমার ঝাঁঝাঁ রোদাকাশে আমি হব সাদা মেঘের ভেলা
হাতটি ধরে হাতে, ভাসব দুজন; খেলব প্রেমের খেলা
দহন জ্বালা মুছে দিব এসো প্রিয় করোনা আমায় হেলা
নীল আকাশে ভেসে সুরের অনুরণনে কাটাব এ বেলা।
(13-09-2014)
» মন কথনিকা-১৮
—————————–
ভালবাসলে কভু স্বার্থটা ত্যাগ করো অন্তর থেকে
আঘাত লাগলে সমাধান করো হাতে হাতটা রেখে
ভালবাসলেই যদি তবে ভুল বুঝে কেন দুরে যাবে
দুরে গেলেই কি বল সব সুখ-শান্তি ফিরে পাবে?
২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: ছন্দে ছন্দে ভাবাবেগ প্রকাশ।
মন কথনিকা ১৬ বেশী ভ।ল লেগেছে।