নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
নিবাত….
দিনগুলি কেমন যেন, আলস্য ভর করে
কাজে, আনন্দে, তৃষ্ণায় কাঁপে ঠোঁট;
নিস্তেজ…
বেলা সকাল থেকেই বিবর্ণ রঙ নিয়ে আসে
আকাশ ছেয়ে থাকে কালোয় গোধূলী লগ্ন অবধি;
নিরেট…..
মাথায় খুঁজে পায় না আনন্দ, উচ্ছাস
চোখ জ্বালায় নরম রোদ্দুর;
নির্গৃহ…..
হয় মন; হন্যে হয়ে খুঁজে কিঞ্চিত ভালবাসার
আশ্রয়; এক ফোটা হিম বারিষ;
নিগূঢ়……
মানুষের মন বড্ড; কখন কি চায়, ভাবে না
কিসে শান্তি, কোথায় সুখ খুঁজে না;
নির্বল…….
তন, নিরানন্দে খাটের এক কোণে শুয়ে
কাহাতক ধৈর্য্য ধারণ করে পড়ে থাকবে!
নির্বর্ষ….
দায়ী, গুমট আবহাওয়া কেড়ে নিল সব উচ্ছাস
ফিরে এসো বর্ষা, স্নাত করো মন তন, ধরা, ঝরাও হে
নিয়ন্তা…..
(Saturday, 17 May 2014 at 10:47)
==============================
(নিবাত=বায়ূহীন, অচঞ্চল, বাতাস না থাকায় স্থির)
নিস্তেজ=তেজ নেই এমন, দুর্বল
নিরেট=ফাঁপা নয় এমন, জমাট, কঠিন, দৃঢ়
নির্গৃহ=গৃহহীন
নিগূঢ়=একান্ত গুপ্ত, জটিল, রহস্যময়
নির্বল=বলহীন, দুর্বল
র্নিবর্ষ=বর্ষাহীন, বৃষ্টিহীন
নিয়ন্তা=নিয়ন্ত্রণকারী, বিধানকর্তা, নিয়ামক)
২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনিও ভাল থাকুন স্বপরিবারে
২| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৮
বাউল আলমগী সরকার বলেছেন: বড়ই আনন্দের সাথে জানতে চাই
দিনগুলি কেমন হয়ে যায় (কথাটা কি সাহিত্যক ভাষায় কতটুকু ঠিক)
না
মানুষগুলো কেমন হয়ে যায় ( এই কথাটা কেমন হয়)
ভাল হয়েছে কবিতা--------
২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথাগুলো এমন হবে ভাইয়া
নিবাত দিনগুলি কেমন যেন, আলস্য ভর করে
দিনই হবে কারণ নিবাত অর্থ বায়ূহীন।
অনেক সময় গোমট আবহাওয়া থাকে না সেই মুহুর্তেই লিখেছিলাম কথাগুলো।
ধন্যবাদ
৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭
বাউল আলমগী সরকার বলেছেন: আসলে রুবেল দাদার মত মন্তব্য করেছিলাম
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনান লেখা বরাবরই ভাল লাগে। তবে আজকেরটার বিশেষত্ব হচ্ছে লেখার শেষাংশে শব্দার্থ দেয়া।
ভাল থাকবেন পরিবারের সবাইকে নিয়ে।।