নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মন কথনিকা—১৯
উদ্দেশহীন খামে,তোমার নামে দিলাম বন্ধু;একখান উড়ো চিঠি
হাতে যদি পাও, সময় করে চিঠির পাতায় বুলিয়ো একটু দিঠি
এখনো কি তুমি! সুন্দরী ললনাদের দেখলে ঠোঁটে বাজাও সিটি
কেমন আছ, কোথায় আছ খবর দিও-নিও; ইতি, তোমার মিঠি।
(10-09-2014)
মন কথনিকা—২০
ভালবাসার এই ছোট নীড়ে এত ঝগড়াবিবাদ কিসে?
শুধুশুধু বেজার মুখে চাপটা বুকে মনটা ভরে বিষে!
তারচে চল ঝগড়া ভুলে কিছুক্ষণ ভালবাসায় মাতি
ভালবাসায়-মন্দবাসায় কেটে যাবে এসব দিনরাতি।
(12-09-14)
মন কথনিকা—২১
আমি তোমার দু:খ হইনা, তুমি কেনআমার দু:খ হও!
এমনতরো জীবন-যাপন আর ভাল্লাগে কি, তুমি কও?
আমি তোমার অশ্রু হইনা, তুমি কেন আমার অশ্রু হও!
একঘেঁয়ে জীবন, হাসি উল্লাস আড্ডা ছাড়া কেমনে রও ?
(09-09-14)
মন কথনিকা—২২
পোলাপানে দোষ করলে হায় দোষী হয় মা
ভাল কাজ করলে দেখি বাপে পায় বাহবা
কষ্ট সব বহন করে মা নাকি বাপ আগে বলুন সেটা
তবে ছেলে প্রথম হলেই কেন বলেন বাপ কা বেটা।
মন কথনিকা—২৩
কোন কথা বললেই সেযে রাগে চমকায়
আজাইর্যাই শুধু দেখি আমাকে ধমকায়
আদর করে বলবে কথা মেনে নেবে সব
তানা করে সে তোলে বেসুরা কলহ রব।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২২
সোহানী বলেছেন: ওয়াও.... দারুন কবিতা ছবি সহ। হাজার খানেক +++ দিতে পারছি না তাই ১টা নেন....
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৬
নিলু বলেছেন: লিখে যান
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২২
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রতিটি মন কথনিকাই ভার লেগেছে। তবে ২২ নম্বরটার বাস্তবতা আমার কাছে ভাল লাগে।
ভাল থাকুন নিরন্তন.. .. .. .. .. ..